The diary game|| Better life with steem || বোনের বাড়িতে নারায়ণ পূজা ||

in Incredible India29 days ago
Untitled design (1).png
Made bY Canva

Hello,

Everyone,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।অনেকেই ঈদের ছুটি উপভোগ করার জন্য দেশের বাড়ি যাচ্ছেন। তার সাথে সাথে আমরাও এই ছুটি উপভোগ করছি।আমি ১৬/০৬/২০২৪ তারিখের দিনলিপি নিয়ে চলে এসেছি।

গতকাল রাতে ছোট বোনের বাসায় আসলাম। গ্রামের বাড়ি থেকে মা, দাদা-বৌদি এসেছে। কারন দাদার অফিস ছুটি , এবার সবাই ছুটিটা ঢাকাতে কাটাবে। আমরা তিন ভাইবোন একত্র হলাম।

IMG20240616054124.jpg

সকাল ৫:৪৫ মিনিটে ঘুম ভেঙে গেল। তখনও সবাই ঘুমাচ্ছে ।আমি ঘুম থেকে উঠে বেলকুনিতে গেলাম এবং সেখান থেকে আকাশ দেখছিলাম। কিছুক্ষন হাটাহাটি করার পরে আবার শুয়ে পরলাম।

IMG20240616070427.jpgIMG20240616070435_1.jpg

ছয়টা ত্রিশ মিনিটে দেখি বৌদি উঠে গেল ।আমিও ঝটপট করে উঠে গেলাম। আজকে বোনের বাসায় নারায়ণ পূজা দেওয়া হবে ।ঠাকুর’দাদা সকাল দশটার সময় আসবেন ।আমরা ঝটপট স্নান করে পুজোর আয়োজন শুরু করি।

IMG20240616102359.jpg

আমার ছোট বোন নতুন মন্দির ঘর তৈরি করেছে । এই মন্দির ঘর তৈরি করতে ওর খরচ হয়েছে বাংলাদেশী টাকার ১৬,০০০ টাকা ।যা পরেছে ৬৬৫.৬ Steem.

IMG20240616104410.jpg

সংসারে সকলের মঙ্গল কামনার জন্য নারায়ণ পূজা দেয়া হয় ।পুজোর প্রয়োজনীয় জিনিসপত্র গতকালকে নিয়ে আসা হয়েছে । বাকি প্রয়োজনীয় জিনিসগুলো ঠাকুর’দাদা নিয়ে আসবেন। সত্যি এখন অনেক সুন্দর ব্যবস্থা হয়েছে ।শহরে বসে কোথায় বেলপাতা, দূর্বা, ফুল খুজবো ,তার থেকে ঠাকুর’দাদা সবকিছু সংগ্রহ করে নিয়ে আসবেন। তার জন্য নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা দিতে হবে। সে সবকিছু নিয়ে আসবে তাই তাকে পাঁচ হাজার টাকা দিতে হল। উপবাস থেকে পূজার ভোগের প্রসাদ তৈরি করছি।

IMG20240616103013.jpg

বাচ্চারা খুব খুশি ছিল। ঠাকুর’দাদা তার নির্দিষ্ট সময় চলে আসলেন।মন্দির ঘর সাজিয়েছিল আর্মি বাবু ও তার ছোট ভাইরা মিলে। পরিবারের সকলে যদি মিলেমিশে কাজ করে তবে সে কাজগুলো করতে কষ্ট হয় না এবং নির্দিষ্ট সময় সে কাজ সম্পন্ন হয়।

IMG20240616103226.jpg
IMG20240616104931.jpg

উলুধ্বনি দিয়ে নারায়ন ঠাকুরকে বরণ করা হল এবং নির্দিষ্ট সময়ে ঠাকুর’দাদা পুজাতে বসেন ।তিনি প্রথমে সব কিছু দেখলেন সাজানো ঠিক আছে কিনা। তারপরে লক্ষীর ঘট স্থাপন করলেন । নারায়ণ ঠাকুরকে স্নান করান সাথে গোপাল ঠাকুরকে স্নান করান।

IMG20240616103153.jpg

অন্যদিকে ভাইদের সে কি আনন্দ। ছোট ভাইকে বড় ভাই অনেক ভয় পেয়ে থাকে কারণ ছোটটা এমনভাবে ওকে জড়িয়ে ধরে বড়টা আর কিছু বলতে পারেনা ।এই যে ভাই বোনের মিস্টি ভালোবাসা।

IMG20240616104445.jpg

ঠাকুর’দাদা যজ্ঞের জন্য বালু থেকে শুরু করে চন্দন কাঠসহ যা যা প্রয়োজনীয় সবকিছুই নিয়ে এসেছেন। যজ্ঞ শুরু করলেন এবং আমরা সবাই পাশে বসে দেখছিলাম।যজ্ঞ শেষ হওয়ার মাধ্যমে পুজোর কার্যক্রম শেষ হলো।

IMG20240616111344.jpgIMG20240616111543.jpg

আমরা অঞ্জলি দিলাম। সবাইকে শান্তির জল দিলেন। পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনার জন্য সংকল্প করা হলো । শান্তি বিরাজ করুক সেই কামনা করছি ।এভাবে কেটেগেলো আমার গতকালের দিনটি।

IMG20240616111524.jpg
IMG20240616115224.jpg

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুক এবং এই ঈদের যাত্রাপথ শুভ হোক সেই কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo
Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...
 29 days ago 

আজকে আপনার বোনের বাসায় নারায়ণ পূজা ছিলো এ পূজা করা হয় সংসারে সকলের মঙ্গল কামনায়। আপনার ঠাকুর দাদা পূজো সম্পন্ন করেন। পূজোতে অনেক সরঞ্জাম লাগে। বেশীরভাগই আপনার ঠাকুর দাদা নিয়ে এসেছেন। আসলে শহরে এসব জিনিস পাওয়া একটু কষ্টকরই বটে।আপনাদের সাথে সাথে বাচ্চারাও অনেক আনন্দে আছে। পরিবারের আত্মীয়-স্বজনরা একত্রিত হলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছিলেন তখন কেউ ওঠেনি তাই কিছুসময় হাঁটাহাঁটি করে আবার শুয়ে পড়ছিলেন। আজ আপনার বোনের বাসায় নারায়ণ পূজা। নতুন মন্দির তৈরি করেছে সেই উপলক্ষে এই পূজার আয়োজন করেছেন নিশ্চয়ই। পূজার প্রসাদ দেখলেই খেতে ইচ্ছা করে। ভালো লাগলো আপনার কার্যক্রম পড়ে। ভালো থাকবেন।

 29 days ago 

প্রার্থনা করি সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুক আজকে আপনি আপনার বোনের বাসায় নারায়ণ পূজার জন্য গিয়েছিলেন এবং সবাই সেখানে উপস্থিত হয়েছিলেন আপনার মা আপনার দাদা বৌদি আপনারা তিন ভাই বোন একসাথে হয়েছেন। আশা করি খুবই ভালোভাবে আপনাদের দিন কেটেছে এবং পূজা সম্পূর্ণ করতে পেরেছেন।

 29 days ago 

আপনার বোনের বাড়িতে নারায়ণ পূজো ছিল । কিছু দিন আগে আমার পাশের বাড়ি তেও নারায়ন পুজো হয়েছিল। আসলে নারায়ণ পূজোতে অনেক কিছু লাগে। পুজোর সব জিনিসপত্র আপনার ঠাকুর দাদা নিয়ে এসেছেন। আসলে নারায়ণ পূজো দেওয়া হয় পরিবারের সকলে মঙ্গলের জন্য। পুজোর সময় বাচ্চারা সব এক জায়গায় হয়েছে। তাদের তো খুব মজা। তারা এক জায়গায় হলেই মারামারি খুনসুটি তাদের লেগেই থাকে। আপনার পোস্টটি পড়ে আমার ভালো লাগলো।

 22 days ago 

পরিবারের সবাই মিলে একসাথে একটা অনুষ্ঠানের যোগদান করার মধ্যে, অন্যরকম একটা আনন্দ আছে। আপনি আপনার বোনের বাড়িতে নারায়ানা পুজো অনুষ্ঠিত হবে। সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আসলে আপনার বোন নতুন একটা পূজার ঘর তৈরি করেছে। যেটা খরচ হতে অনেক টাকাই লেগেছে।

খুব সুন্দর ভাবে পুজো সম্পন্ন করলেন এবং সবাইকে শান্তির জল দিলেন এবং সবার মঙ্গলের জন্য আপনাদের সকলের কাছে প্রার্থনা করলেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো থাকুক। ধন্যবাদ বোনের বাড়িতে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63476.83
ETH 3413.43
USDT 1.00
SBD 2.50