Drawing Contest📢: My favorite drawing is the village scene

in Steem For Bangladeshlast year (edited)

Add a heading(1).png
Made by Canva

প্রথমে ধন্যবাদ জানাই " Steem For Bangladesh" কমিউনিটি এবং @mdkamran99 স্যারকে । আবারও আমাদের মাঝে একটি "অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছেন । প্রতিযোগিতার শিরোনাম হল "অঙ্কন প্রতিযোগিতা📢: আমার প্রিয় অঙ্কন হল গ্রাম বা শহরের দৃশ্য" ।

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আমার প্রিয় অঙ্কন হল গ্রাম। আমার প্রিয় স্টিমিট বন্ধুদের @sayeedasultana,@ Subro Saha,@ Suborna কে আমন্ত্রন জানাই এই সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ।

✅ সৃজনশীল হোন এবং কমপক্ষে 5টি ধাপের মাধ্যমে আপনার অঙ্কন আমাদেরকে উপস্থাপন করুন।

অঙ্কন করার প্রয়োজনীয় উপকরন :

সাদা কাগজ
পেন্সিল
ইরেজার
সার্পনার
মোম রং
সুতা রং
স্কেল
টিসু
IMG20230919123647.jpg
আমার প্রিয় অঙ্কন হল গ্রামের দৃশ্য " গ্রাম বাংলার কৃষক ও তার পরিবার ’’।
ধাপ ১
IMG20230919123710.jpgIMG20230919135422.jpg

প্রথমে আমি পেন্সিল এর কাজ করে নিবো ।দু’জন মহিলা ধান ঝাড়তেছেন তাই অঙ্কন করে নিলাম।

ধাপ :২

IMG20230919162901.jpg

দু’জন কৃষক ধান কাঁটতেছে । একজন লোক কাঁটা ধান নিয়েবাড়ি যাচ্ছে তাই একে নিলাম ।

ধাপ :৩

IMG20230919145643.jpg

ঊপরের অংশ অঙ্কন করতেছি এবং একটি ছবি তুলে নিলাম ।

ধাপ :৪

IMG20230919163018.jpg

ঘর ও গাছ পালা একে নিলাম ।ঘরের পাশে ধানের খরের মেই অঙ্কন করে নিলাম ।

ধাপ: ৫

IMG20230919174014.jpg

এবার রং করা শুরু করলাম ।ঘর গাছ রং করেনিলাম ।

ধাপ :৬

IMG20230919180538.jpg

ধান ক্ষেত ও বাকি অংশ রং করে নিলাম।

ধাপ :৭

IMG20230919212931.jpg

কৃষানীদের রং করে নিলাম

ধাপ :৮

IMG20230919213032.jpg

কৃষকদের রং করে নিলাম ।

ধাপ :৯

IMG20230919215252.jpg

দৃশ্যটি রং করা হল এবার সাদা রং দিয়ে রং গুলো মিশিয়ে দিলাম । সম্পূর্ন হল আমার " গ্রাম বাংলার কৃষক ও তার পরিবার দৃশ্য।

ধাপ :১০

IMG20230919214506.jpg

আমার অঙ্কন করা গ্রামের দৃশ্যের সাথে আমি ছবি তুলে নিলাম ।

✅ কেন আপনি আপনার আঁকা পছন্দ করেন? সংক্ষেপে আমাদের বলুন.

একজন চিত্র শিল্পী আর রং তুলি দিয়ে অঙ্কনের মাথ্যমে মনের ভাব প্রকাশ করে থাকে ।
শিল্পাচার্য জয়নুল আবেদিন তার ছবির মাধ্যমে দুর্ভিক্ষকে ফুটিয়ে তুলেছেন।
আমি অঙ্কন করতে ভালোবাসি ।অনেক দিন থেকে এমন একটি প্রতিযোগিতার জন্য অপেক্ষা করছিলাম । আমি চেষ্টা করেছি আমার রং তুলি দিয়ে আমার দৃশ্যটি ফুটিয়ে তুলতে ।আমার বাচ্চাকে আমি ড্রয়িং করা শিখিয়েছি ।আমি শাড়ি ,থ্রি পিসে ব্লক করে খাকি ।শাড়িতে হ্যান্ড প্রিন্টের কাজ করে আমি অনেকের প্রশংসা পেয়েছি ।আমার শাড়িগুলো দেখে ভাবীরা যখন প্রশংসা করে তখন আমার আত্মবিশ্বাস বেড়ে যায় । আপনার আঁকা আমার কাছে বেশি ভালো লাগে ।

✅ আপনার প্রিয় দৃশ্য আঁকার সময় আপনার অনুভূতি কী ছিল?

লাল সবুজের দেশ আমার বাংলাদেশ । বাংলাদেশের বেশির ভাগ লোক গ্রামে বসবাস করেন ।আমার গ্রামে জন্ম এবং শহরে বেড়ে ওঠা ।আমি বেশির ভাগ সময় শহরে থাকলেও আমার গ্রামের বাড়ি অনেক ভালো লাগে ।
বিশেষ করে যখন ধান কাটার সময় হয় । বাড়ির উঠোন নতুন ধানে ভরে যায় ।কৃষকেরা রোদ-বৃস্টি উপেক্ষা করে সোনার ফসল ফলান ।আমাদের গ্রাম বাংলার প্রকৃতি তখন নতুন সাজে সেজে ও্ঠে ।কৃষক ধান কাটছেন এবং কৃষকের পরিবারের সদস্যরা সেই ধান ছেড়ে শুকিয়ে রেখে দেয় ।সেই ধান ভেঙ্গে চাল হয় ।আমাদের সকল কৃষকের প্রতি শ্রদ্ধা ও সন্মান জানাই । এই দৃশ্যটি আঁকার সময় আমার গ্রামের বাড়ির কথা মনে পরে গেলো ।গ্রামের রাস্তা-ঘাট ,গাছপালা অপরূপ সুন্দর ।

আশাকরি আমার রং তুলি দিয়ে গ্রামের দৃশ্য ফুটিয়ে তুলতে পেরেছি এবং সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি ।


Thank You So Much For Reading My Blog 📖

Posted using SteemPro Mobile

Sort:  

TEAM BURN

Your post has been successfully curated by @ripon0630 at 35%.

Thanks for setting your post to 25% for Null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.


image.png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

 last year 

Thank you very much for supporting me. Your support will help me to move forward successfully.

 last year 

You have done a very nice drawing, where the women are cleaning the paddy in the air, some are cutting the paddy in the field, some are bringing the paddy. All in all, it's great.

 last year 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI20.6 ( 0.00 % self, 102 upvotes, 91 accounts, last 7d )
Period2023-09-22
Transfer to VestingPowerUp : 96 STEEM
Cash Out
00
ResultClub100
 last year 

@mdkamran99

আমাকে সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95470.30
ETH 3313.37
USDT 1.00
SBD 3.15