Better life with steem || The Diary Game || 28-October-2024|| Taka museum tour||

in Incredible India7 days ago (edited)

Better life with steem || The Diary Game || 28-October-2024|| Taka museum  tour||

Made by Canva

Hello,

Everyone,

আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও সকালের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি। আমি (@muktaseo) বাংলাদেশ থেকে চলে আসলাম, আমার ২৮ অক্টোবরের দিনলিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য ।আজকের দিন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল যা আপনাদের সাথে শেয়ার করছি।

সকাল
IMG20241028212728.jpg

আজ সূর্য মামা জেগে ওঠার আগে আমার ঘুম ভেঙে গেল , অনেক চেষ্টা করে আর ঘুমাতে পারিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চিনি ছাড়া চা করে নিলাম সাথে দুটো বিস্কুট নিলাম ।সবাই তখনও ঘুমাচ্ছে তাই একা একাই টিভি দেখছিলাম । দাঁতে রুট ক্যানেল করার পরে যে এন্টিবায়োটিক ঔষধ গুলো দিয়েছিল সেগুলো খাওয়ার পরে আমার অস্বস্তিকর লাগছিল। ঘুম হচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, কোন কাজও করতে ভালো লাগছেনা ।

আর্মি বাবু যেহেতু অফিসে যাবেন তাই তার জন্য সকালে নাস্তা তৈরি করলাম। মেয়েকে ঘুম থেকে উঠলাম । প্রতিদিনের ন্যায় আজও ভাবী জারাকে আমাদের বাসায় রেখে ছেলেকে স্কুল থেকে আনতে গেলেন। ।

দুপুর
IMG20241028162220.jpg

আমি দুপুরের রান্নাবান্নার আয়োজন শুরু করে দেই। আর্মি বাবু অফিস থেকে ফোন দিয়ে বলেছিল আজকে আমাদেরকে নিয়ে টাকা জাদুঘর যাবেন।আমি দুপুরের সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিলাম ।

টাকা জাদুঘর এর লোকেশন হল:

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি(২য় তলা)
মিরপুর ২, ঢাকা - ১২১৬ ।

ঢাকা শহরের লাল নীল বাতী সবার চোখা ধাদীয়ে দেয়। ছোটবেলায় শুনেছিলাম ঢাকা শহরে নাকি টাকা উড়ে তবে সেই টাকা ধরার কৌশল জানতে হবে। আমি এত বছরেও সেই কৌশল আয়ত্ব করতে পারিনি 😁 জানিনা কোনদিন পারবো কিনা ।কারণ মানুষের চাহিদার তো শেষ নেই, মানুষ যত টাকা পায় তত টাকা চায়।

IMG20241028162331.jpg

দুপুরের খাবার শেষে না ঘুমিয়ে নিজেকে তৈরি করে নিলাম। জাদুঘর বিকেল পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে । টাকা জাদুঘর প্রতিদিন খোলা থাকে না।

পরিদর্শনের সময় হলো:

শনিবার থেকে বুধবার: সকাল ১১:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত খোলা থাকে।
শুক্রবার বিকেল ৪:০০টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিনসমূহ বন্ধ থাকে।

IMG20241028170144.jpg

আজ সোমবার ছিল তাই আজকের বিকেল পাঁচটা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকবে। তাই আমরা বিকেল ৩:৩০ মিনিটে দিকে বাসা থেকে বেরিয়ে গেলাম ।জাদুঘর এর প্রবেশপথে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং দেওয়াল চিত্রটি অনেক সুন্দর ।শুরুতে ছিল বিভিন্ন দেশের মুদ্রা এবং কড়ি , একটি কলসিতে অনেক মোহর সজ্জিত একটি দেওয়াল।

IMG20241028170309.jpg
এক কলসী মোহর যদি আমি পেতাম! তাহলে আমার জীবনটাই পাল্টে যেত। এখানে কলসি ধরা যাবে না ও মোহর ধরা যাবেনা তাই দূর থেকে ছবি তুলে নিলাম। আমরা নিচতলা থেকে প্রবেশ টিকিট নিলাম এবং আমাদের সঙ্গে থাকা ব্যাগগুলো জমা দিয়ে দিলাম। ভিতরে ছবি তোলা বারণ ছিল তাই আমরা কোন ছবি তুলিনি।

দ্বিতীয় তলা থেকে জাদুঘর পরিদর্শন শুরু হয়েছে । যখন টাকার ব্যবহার শুরু হয়নি , জিনিস বিনিময় প্রথা চালু ছিল তার একটি খুব সুন্দর দৃশ্য আছে ।এক কৃষক দু’বস্তা ধান দিল তার পরিবর্তে এক রাখাল তার একটি গরু দিল। তখনকার দিনটাই মনে হয় ভালো ছিল। এত টাকার চিন্তা লাগতো না । তারপরে চলে আসলো ’কড়ি’। সামুদ্রিক কড়ি, আমরা গল্পে শুনেছিলাম কড়ি দিয়েও আর্থিক লেনদেন হত।

IMG20241028170621.jpg

আবহমান কাল থেকে প্রাচীন বাংলা তথা উপমহাদেশে মুদ্রার ক্রমবিকাশের ধারাকে লালন, সংরক্ষণ, তার নান্দনিক উপস্থাপন ও বাংলাদেশসহ বিশ্বের মুদ্রার ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে ।১৮৩৫ সালে ব্রিটিশ মুদ্রার অনুকরণে প্রথম সারা ভারতে ব্রিটিশ মুদ্রার প্রচলন ঘটে ।ভারতবর্ষে প্রথম কাগজের নোটের প্রচলন ঘটে ব্রিটিশ যুগে। সকল মুদ্রা ও টাকার বিস্তারিত এখানে লেখা আছে যা সকল শিক্ষার্থীর জন্যই অনেক উপকারী ।

স্যুভেনির এক লাখ টাকার নোটে তোমার ছবি বসিয়ে সেই টাকাটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবে । বিষয়টি আমার খুবই ভালো লেগেছে তাইতো এই সুযোগটি আমি আর হাতছাড়া করিনি । আমাদের একটি গ্রুপ ছবি সেই টাকার সাথে যুক্ত করে নিয়ে আসলাম ।এটি করতে মাত্র ৫০ টাকা লাগেছিল (2.43 Steem])(1steeem=20.53 BDT)। একলক্ষ টাকার নোট হাতে পাই বা নাপাই তবে তার একটি ডুবলিকেট টাকায় আমাদের ছবি যুক্ত করলাম , তাও অনেক পাওয়া ।

IMG20241029000829.jpg

এখান থেকে আমাকে একটি ছোট্ট নির্দেশিকা বই দিয়েছিল ।এই বইটিতে টাকার বিভিন্ন ইতিহাস লেখা আছে। জাদুঘরে আরো অনেক বেশি বেশি মুদ্রা সাজানো আছে ।তবে এই বইটি থেকে আমি সুন্দর একটি তথ্য পেলাম যা হলো, “ রাশিয়ার অনলাইন ইন্টারটেইনমেন্ট আউটলেট কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বিশেষ সুন্দরতম টাকার নোট হলো আমাদের দেশের ”দুই টাকার ”নোট ।জাতীয় পাখি ”দোয়েল পাখির” ছবি যুক্ত দুই টাকার নোট টি।

রাত

এই জাদুঘরের পরিবেশ অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বিকেল পাঁচটার সময় টাকা জাদুঘর বন্ধ হয়ে যায় ।আমরা কিছুক্ষণ ঘুরে বাহিরে খাওয়া-দাওয়া করে রাতে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের প্রার্থনা করে নিলাম । এভাবে কেটে গেল আমার সারাদিন।

Divider.png

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo

Divider.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68814.11
ETH 2404.54
USDT 1.00
SBD 2.36