The Diary Game||28 October, 2024|| Another busy day||
হ্যালো বন্ধুরা
হেমন্তের আগমনের সাথে সাথে সকাল্ বেলার পরিবর্তন দেখা যাচ্ছে। কোন কোন দিন কুয়াশায় আচ্ছন্ন থাকছে,আ আবার কোন দিন সকাল সকাল ঝলমলে রোদ। আজকে সকালে বেলকনিতে গিয়ে তাকাতেই দারুণ একটা সকাল দেখতে পেলাম।
চাকুরীজীবেদের সকাল উপভোগ করার সময় কই? একটু পরেই তো আবার অফিসের জন্যে ছুটতে হবে, এই কথা মাথায় আস্তেই গোসল সেরে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা শেষে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম।
অফিসে আসার সময় রাস্তায় একটা ব্যানার চোখে পড়লো, এখানে ময়লা ফেলা সম্পূর্ণ নিষেধ। মানুষের মধ্যে নিষিদ্ধ জিনিসের প্রতি আলাদা একটা প্রবণতা থাকে। তাই তো এত নিষেধাজ্ঞা থাকার পরেও ব্যানারের নীচে রাস্তার বেশির ভাগ অংশে ময়লার ভাগার বানিয়ে ফেলেছে এলাকাবাসী।
কি অদ্ভূদ মানুষ। একটা স্কুলের সাম্নের রাস্তায় এভাবে ময়লা ফেলা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। অথচো একদম সভ্য লেবাস ধারী মানুষ কি অবলীলায় এখানে ময়লা ফেলে যাচ্ছে।
অফিসে সারাটাদিন ব্যস্ততার মধ্যেই কেটে যায়, আজকেও এর ব্যতিক্রম হলো না। কিভাবে যেন সময় পার হয়ে যায়। একটা শুক্রবার শেষ না হতেই আরেকটা শুক্রবারভদরজায় কড়া নারে, মাস শেষ না হতেই আরেকটা মাস এভাবে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, বাড়ছে আমাদের বয়স, প্রতিটা দিন পার করি আর মনে মনে ভাবি জীবন থেকে আরো একটি দিন চলে গেল, মরণ আরো কাছে চলে আসছে।
অফিস থেকে ফেরার পথে বেশ কিছু বাজার ছিল। ডেইলি শপ এ গিয়ে ৫ লিটার সয়াবিন তেল, এক প্যাকেট লবণ কিনলাম। ডেইলি শপ থেকে পণ্য কিনলে আলাদা ভ্যাট লাগে না বলে প্যাকেটজাত পণ্য গুলো এখান থেকেই কেনা হয়। তেল আর লবণের মূল্য তালিকা আপনাদের সুবিধার জন্যে দিয়ে দিলাম।
Picture | Local price | Price in Steem |
---|---|---|
818 bdt | 40.04 steem | |
42 bdt | 2.05 steem |
বাসায় মা এসেছে, বেশিরভাগ সময় উনি আমার মেয়ের সাথে খেলা করেন, আর অবসরে বই পড়তে ভালো বাসেন। তাই ভাব্লাম মায়ের জন্যে একটা বই কিনে নিয়ে যাই। বাড্ডার এক লাইব্রেরি থেকে আর রাহীকুল মাখতুম বইটি কিনে নিলাম। এই বইটির অনেক গুলো অনুবাদ সংস্করণ পাওয়া যায়, তবে এগুলোর মধ্যে তাওহীদ পাবলিকেশন্স এর অনুবাদ সবথেকে ভালো ও সর্বজন গ্রাহ্য হওয়ায় সেটি কিনলাম।
Picture | Local price | Price in Steem |
---|---|---|
420 bdt | 20.59 steem |
বই কেনা শেষে মেয়ের জন্যে এক পিস কেক নিলাম ল্যাভেন্ডার থেকে। আগে এর দাম ছিল ১০০ টাকা, আর এখন সেটা ১৪৫ টাকা
মেয়ে বেশ কিছুদিন ধরে বায়না ধরেছে তার কিছু হেয়ার ক্লিপ ও ব্যান্ড লাগবে। প্রতিদিন কিনবো কিনবো করেও কেনা হয় না। আজকে অবশেষে এক বক্স কিনে নিলাম। দেখেই পছন্দ হয়ে গেল, এক বক্সের মধ্যেই ছোট ছোট রঙ বেরং এর অনেক গুলো ক্লিপ, রাবার ব্যান্ড আছে। এই বক্স কিনতে আমার যা খরচ হয়েছে তার একটা আইডিয়া দেই আপনাদের।
.
Picture | Local price | Price in Steem |
---|---|---|
180bdt | 8.79 steem |
বাসায় গিয়ে মেয়েকে বক্স দিতেই সে খুশিতে আত্মহারা হয়ে গেল। মনে হচ্ছে সে এমন কিছুর জন্যেই অপেক্ষা করছিল।
বাসায় গিয়ে ঘরের দেয়ালে নতুন ঘড়ি চোখে পরলো। আগের টা বেশ কিছুদিন ধরে বন্ধ থাকায় আমি দু দিন আগে অনলাইন থেকে এই ঘরিটি অরডার করেছিলাম, যেটি আজকে ডেলিভার দিয়েছে। ঘড়ি কিনতে আমার খরচ পড়েছে
Picture | Local price | Price in Steem |
---|---|---|
717 bdt | 35.01 steem |
রাতের বেলা মেয়েকে নিয়ে গেলাম ছাদে, ছাদের গাছ গুলোতে পানি দিয়ে কবুতর গুলোকে মেয়ে খাবার দিল।
বাসায় ফিরে সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। মেয়ে তার দাদিকে পেয়ে খুব আনন্দে দিন পার করছে। তো এই ছিল আমার আজকের দিনালিপি, ধন্যবাদ সবাইকে।
Device | Samsung Galaxy M31 |
---|---|
Photographer | @mukitsalafi |
Location | Dhaka |
ইদানিং ময়লা নিয়েও নাকি রাজনীতি চলতেছে যার কারণে যত্রতত্র ময়লা জমছে। দাদি নানীদের শ্রেষ্ঠ খেলনা তাদের নাতি-নাতনি। এদের সাথে সময় কাটানোটাকে তারা খুবই উপভোগ করে।
শুধু বই না সবকিছুরই এমন দাম বাড়তেছে ইদানিং যে অসহ্য লাগছে।
THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
@sduttaskitchen ma'am Thanks a lot for support