The Diary Game: 3rd September, 2021 || A joyous holiday ||

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম!!

  • আজ শুক্রবার,
  • ৩ই সেপ্টেম্বর, ২০২১ইং.


সকাল

আজ ছুটির দিন! সাপ্তাহের অন্যসব দিন গুলো অপেক্ষায় থাকি এই ছুটির দিন আসবে বলে। ইচ্ছেমতো ঘুমাবো। ঘুম থেকে উঠবার তাড়া থাকবেনা আরো কতো কি! আজ যেহেতু সেই কাংখিত দিন তাই সেই ইচ্ছে অনুযায়ী আজ ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠলাম প্রায় ১০ টার সময়। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। আজকের আয়োজন রুটি আর আলুভাজি। যথারীতি নাস্তা শেষ করার পর এক কাপ র'চা খেলাম।

যেহেতু আজ ছুটির দিন তাই হাতে কোন কাজ নেই। মোবাইল ইউজ করলাম কিছুক্ষণ। এর পর বই পড়লাম কিছুক্ষণ। বরাবরই আমার বই পড়তে ভালো লাগে, আজ বসলাম শাহাদাৎ হোসাইন এর "নিঃসঙ্গ নক্ষত্র" নিয়ে! দারুণ বই!

এর মাঝে বউ আমার আমড়া এনে ধরিয়ে দিলো, চামড়া চিলে দেওয়ার জন্য, উনি আমড়া ভর্তা বানাবেন। কি আর করার যথা আজ্ঞা পালন করতেই হবে। কাজ শেষ করলাম। আমড়া ভর্তা খেলাম। এই সব করতে করতে অলমোস্ট ১২ টা বেজে গেলো। যেহেতু আজ জুমার দিন তাই গোসল করে রেডি হওয়ার সময় হয়ে গেলো। সেই অনুযায়ী প্রস্তুতি নিলাম।



দুপুর

রেডি হয়ে জুমার নামাজের উদ্দেশ্যে বের হলাম। আমাদের কোয়ার্টার এর পাশেই কেন্দ্রীয় মসজিদ। মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে বাসায় আসতে অলমোস্ট ২ টার বেশি সময় অতিবাহিত হলো। বাসায় এসে আমি আর আমার প্রিয়তমা দুজনে দুপুরের খাবার খেলাম। আজকের আয়োজন সিম্পল, ভাত,মাছ ভাজা, করোল্লা ভাজি, পটল ভাজি, আর সবজি। খাওয়াদাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম দু'জন।

IMG_20210903_220459.jpg
Location - https://w3w.co/disprove.rinses.toffee

আজ যেহেতু ছুটির দিন, তাই দু'জনেই ডিসিশন নিলাম বাহিরে বেড়াতে যাবো। আমরা দু'জন ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি তাছাড়া কিছু কেনাকাটাও আছে। সো সেই অনুযায়ী দু'জন প্রিপারেশন নিলাম।



বিকেল

ঘুরাঘুরির উদ্দেশ্যে দু'জনেই বেরিয়ে পড়লাম প্রায় ৫ টার দিকে। আমাদের আজকের ডেস্টিনেশন রমনা পার্ক। মুক্ত বাতাসে কিছুক্ষন হাটাহাটি করবো। ছবি তুলবো। পার্কে বসে বাদাম খাবো। হরেকরকম পাখির কলোতানে সুন্দর বিকেল উপভোগ করবো। সেই অনুযায়ী দু'জন রিকশা নিয়ে রমনা পার্কে চলে আসলাম।

IMG_20210903_214846.jpg

প্রিয়তমা পরম যত্নে তুলে দিয়েছেন!

Location - https://w3w.co/disprove.rinses.toffee

আমরা দু'জন পার্কের হাটাহাটি করলাম। অনেক পিকচার তুললাম। প্রিয়তমা আমার অনেক পিকচার তুলে দিচ্ছে। অনেক রকম ভাবে ছবি তুলবার ডিরেকশন দিচ্ছে। যদিও আমি এই সব বিষয় তেমন অভিজ্ঞ নই।

IMG-20210903-WA0056.jpg

সেলফি উইথ প্রিয়তমা আমার❤️

Location - https://w3w.co/disprove.rinses.toffee

প্রিয়তমা এবং আমি অনেক পিকচার তুললাম। অনেক সেলফি তুললাম। পার্কের বেঞ্চিতে বসে বাদাম খেলাম। নানান ধরনের গাছ আর পাখিদের মিষ্টি মধুর কলোতানে আমাদের অসাধারণ মূহুর্তে পরিনত করেছে। যা আমাদের অনেক ভালো লেগেছে। আমরা আমাদের সময় গুলোকে অসাধারণ ভাবে উপভোগ করছি।

IMG_20210903_215517.jpg

Location - https://w3w.co/disprove.rinses.toffee



সন্ধ্যা

আমরা দু'জন পার্ক থেকে বের হলাম প্রায় মাগরিবের আজান এর সময়। পার্ক থেকে বের হয়ে দু'জন চলে আসলাম বেইলী রোডে। এই রোড়ে আমাদের কত স্মৃতি। কত আড্ডা দিয়েছি এই রোডে তার ইয়াত্তা নেই। চিরচেনা এই রোডে আমরা হেটে হেটে চলে আসলাম ভিকারুননিসা স্কুল এর সামনে। এখানে অনেক মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায়। যেগুলো অনেক লোভনীয়। আজ আমরা ব্রেনফ্রাই আর লুচি ভাজা খেলাম। ব্রেনফ্রাই টা অসাধারণ ছিলো।

দু'জনে খাওয়া শেষ করে চলে আসলাম মৌচাক মার্কেটে। আমার প্রিয়তমার কিছু কেনাকাটা করতে হবে।

কেনাকাটা শেষ করে দু'জন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি আজ আমাদের অনেক ঘুরাঘুরি হয়েছে। এতে করে দু'জনেই অনেক টা ক্লান্ত। রিকশা নিয়ে আমরা বাসার ফিরে আসলাম প্রায় ৮ঃ৩০ এর দিকে।



রাত

বাসায় এসে ফ্রেশ হয়ে চা খেলাম। প্রিয়তমা তার কেনাকাটা করা জামাকাপড় গুলো চেক করছে। আর আমার মতামত জানতে চাচ্ছে। সো তাকে খুশি করার জন্য তার কাংখিত উত্তর দিয়ে যাচ্ছি আর আজকের তোলা পিকচার গুলো চেক করলাম। এই সব করতে করতে কখন যে রাত ১০ বেজে গেলো বুঝতেই পারিনি।

এর মাঝে বউ আমার ডিনারের আয়োজন সম্পন্ন করলো সো এখন ডিনারের পালা। ডিনার করলাম দু'জনে। আজকের আয়োজন সিম্পল ভাত, মাছ, সবজি, ডাল।

খাওয়াদাওয়া শেষ করে মোবাইল ইউজ করলাম কিছুক্ষণ। স্টিমইট ইউজ করলাম। বউ ফেইসবুকে পিকচার আপলোড দিবে তাকে পিকচার সিলেক্ট এর ক্ষেত্রে হেল্প করলাম।

এর পর আজকের ডায়েরি লেখার সময়। সো আয়োজন করে লিখে ফেললাম আজকের ডায়েরি।



আলহামদুলিল্লাহ! অসাধারণ সুন্দর একটি দিন কাটালাম আজ। ছুটির দিনটি অসাধারণ উপভোগ্য ছিলো। যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লাগবে।



আমার ডায়েরি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নিরাপদ থাকুন. সুস্থ থাকুন!!
সবার জন্য শুভ কামনা!



ধন্যবাদান্তে
@msi-shishir

Sort:  

সুন্দর ছিলো দিনটি।

জ্বি ভাই।।আলহামদুলিল্লাহ।।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার পোস্ট টি...❤️

থ্যাঙ্কিউ সো মাস ডিয়ার।।

 3 years ago 

Nice diary and beautifully presented.

Thanks Dear!

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 95868.85
ETH 3448.93
USDT 1.00
SBD 3.40