জীবনে বড় কিছু করতে হলে পড়াশুনার বিকল্প কিছু নাই

in #education6 years ago

জীবনে বড় কিছু করতে হলে পড়াশুনার বিকল্প কিছু নাই , শিক্ষিত ব্যক্তিরাই সমাজের উন্নতির চাবিকাঠি 

image source

জীবনে বড় কিছু করতে হলে অবশ্যই পড়াশুনা করতে হবে  , পড়াশুনা ছাড়া আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না। পড়াশুনা হল উজ্ঝল ভবিষ্যৎ নিচ্ছিত করে । পড়াশুনা হল উন্নতির চাবিকাঠি । আপনি যদি ভাল করে পড়াশুনা করেন , ভাল মানের শিক্ষা লাভ করেন অনেক ভাল চাকরি করতে পারবেন । চাকরি যদি নাও পান আপনি যে টুকু জ্ঞান অর্জন করবেন এই জ্ঞান আপনার উন্নতির শিখরে নিয়া যাবে । পড়াশুনার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারেন । এর বিকল্প কিছু নাই । আপনি সমাজের দিকে একটু নজর দিয়া দেখেন যারা ভাল করে পড়াশুনা করতো আজ তারা সুন্দর ভাল পরিবার নিয়া বসবাস করতেছে । হইত সুন্দর চাকরি করতেছে নাহলে ব্যবসা করতেছে ।আপনি যদি  ব্যবসা করতে চান তাহলে ও শিক্ষার প্রয়োজন আছে । শিক্ষা ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না । কারন ব্যবসা করতে হলে অনেক টাকা পইসার হিসাব করতে হয় । সামান্য কিছু ভুল এর কারনে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন । আর যারা পড়াশুনা ঠিক মত করেনি তাদের জিবনের দিকে লক্ষ করুন দেখবেন তাদের জিবিনের কোন ঠিক নাই । চারিদিকে অন্ধকার দেখে । না পারে পরিবারের মানুষের ঠিক মত চাহিদা মিটাতে না পারে কিছু করতে । আমি বাস্তব নিয়া কথা বলি । আপনিও বাস্তব চিত্র দেখে পড়াশুনাই সময় দিন । জীবনে সুন্দর ভাবে বসবাসের জন্য হলে ও পড়াশুনার প্রয়োজন ।

সুন্দর ব্যবহার জানার জন্য হলেও পড়াশুনার প্রয়োজন 

image source

আপনি যে কোন মানুষের মুখের ভাষা এবং তার ব্যাবহারে বুঝতে পারবেন যে সে শিক্ষিত কি না । মানুষ শিক্ষিত হলে তার ব্যবহার হয় আলাদা এবং অশিক্ষিত মানুষের ব্যবহার হয় অন্ন রকম। সমাজে বসবাস করতে হলে সুন্দর ব্যবহার জানার প্রয়োজন আছে । কোন সমস্যা হলে শিক্ষিত মানুষই সমস্যার সমাধান করতে পারে । সুন্দর ভাবে মানুষকে বোঝাতে পারে । কিন্তু যারা অশিক্ষিত তারা দেখবেন কোন সমস্যা পড়লে কত বিশৃঙ্খলার সৃষ্টি হয় । সব ক্ষেত্রেই পড়াশুনা ছাড়া কোন কিছু সম্ভব নই। আপনি যদি ব্যবসা করতে চান ,ব্যবসা এমন একটি জিনিস ভাল ব্যবহার না জানলে আপনার ঠিক মত ব্যবসা হবে না। ব্যবহার আপনার ব্যবসার মূল ভূমিকা রাখে । অশিক্ষিত এবং শিক্ষিত মানুষের ব্যবসা ধরন আলাদা । তাই জীবনে বড় হতে হলে পড়াশুনার প্রয়োজন ।

সময় থাকতে পড়াশুনাই মন দিন সময় পার হইয়া গেলে কিছু করার থাকবে না । 

Sort:  

সময় থাকতে পড়াশুনায় মন দেয়া উচিত

ভাই আপনার লেখাগুলো আমার মনকে আকৃষ্ট করে তুলেছে।
আমিও একজন ছাত্র। আপনার লেখাগুলো পড়ে একটু ভরশা পাচ্ছি। জীবন এটাই নয়, সময় যত যাবে জীবনের সংকল্প তত বাড়বে। আপনার লেখাগুলো পড়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ এমন একটি মুহুর্তে নিয়ে আসার জন্য

This post has received a 40.33 % upvote from @booster thanks to: @mrsadman.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65641.09
ETH 3479.54
USDT 1.00
SBD 2.50