📱 "ছোট মাছের চচ্চড়ি"রান্না রেসিপি ♥ 10% Benefit for @shy-fox.

শুভেচ্ছা সবাইকে

Wednesday, 01 December 2021.

PicsArt_12-02-12.49.08.jpg

আমার বাংলা ব্লগ বাসী ভাই ও বোনেরা।
আগামীকাল বৃহস্পতিবার রাত ৯টায় আমাদের ডিসকর্ড চানেল এ সাপ্তাহিক হ্যাংআউট এর মিলন মেলার কথা আপনারা মনে রেখেছেন তো।
যাদের মনে নাই তাদেরকেই মনে করিয়ে দিতে আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস। আশকরি সবাই উপস্থিত থেকে, আপনার অমুল্যবান অংশগ্রহণ নিশ্চিত করবেন

বন্ধুরা

আজ আমার নিয়মিত পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি -----

ছোট মাছের চচ্চড়ি

রান্না রেসিপি।
আলহামদুলিল্লাহ আমি সবার ঐকান্তিক ভালবাসা নিয়ে ভাল আছি।
আপনারাও ভাল আছেন, ভাল থাকেন এই কামনা করছি

আজকের ছোট মাছের চচ্চড়ি রান্না করতে আমি এখানে যা যা নিয়েছি।

উপকরণপরিমান
★ ছোট মাছ২ গ্রাম
★ পিয়াজ বড়১ টি
★ রসুন১ টি
★ জীরাআধা চামুচ
★ আদাসামন্য
★ লবণকম এক চামুচ
★ মরিচ গুড়া১ চামুচ
★ হলুূদআধা চামুচ
★ ধনে পাতা৪টা গাছ
★ তেজ পাতা ছোট১ট
★ সয়াবিন তেলকম আধা কাপ

তাহলে এবার আসুুন।আপনাদেরকে ধাপে ধাপে রান্না করিয়ে দেখাতে থাকি।

<[]=====[[[এক]]]=====[]>

20211202_002941-COLLAGE-01.jpeg
এখানে আমি রান্নার জন্য কয়েক ধরনের মিশালি ছোট মাছ বেছে নিয়েছি

মাছ গুলো আমার জমি থেকে ধরা হয়েছে। জমিটুকু আমি, আমার এক পাড়ার ভাস্তের কাছে বছর কন্ট্রাকে দিয়েছি।
জমিটি বাড়ির ধারে হওয়ায় বর্ষালি ধানের আবাদ ভাল হয়না।সারা পাড়ার পানি এই জমিতে প্রথমে নেমে থাকে।
হাঁস মুরগী, গরু, ছাগল ও ছোট ছেলেমেয়েদের পদচারণায় এটি সমসময় মুখরিত থাকে।
তাই এককোনে সামান্য গর্ত করে বর্ষার পানিতে মাছ চাষ নয়, তবে ছাড়া হয়।
উচু অংশে ধান চাষ করা হয়।বাড়ির ধোয়ানি নামায় জমিটি অত্যন্ত উর্বর।
ধান গাছ অত্যন্ত সার পাওয়ার ফলে সামান্য বাতাসেই হেলে পড়ে।
তবে চৈতালিতে স্কীমের পানিতে সুন্দর ভাবে ইরিধান আবাদ হয়ে থাকে।
যা বর্ষালী আমন আবাদের ঘাটতিকে পুশিয়ে নেওয়া হয়।
কয়েকদিন আগে জমির আমন ধান ভাস্তে কেটে ফেলেছে।
সভাবতই জমির পানি শুকিয়ে গেছে।
ভাস্তে তার মাছ গুলো সব ধরে নিয়েছে।
এই সুবাদে আমাকেও কেজি দেড়েক ছোট বড় মাছ দিয়ে গেছে।
তারই কিছু অংশ মাছ ফ্রীজেে রাখা হয়েছিল।
সেই ছোট মাছ টুকু আজকে রান্নার জন্য নেওয়া হলো

<[]=====[[[দুই]]]=====[]>

20211201_044414-COLLAGE-01.jpeg

IMG_20211129_143026-01.jpeg

এ পর্যায়ে মাছগুলো ধুয়ে ছোট একটি পাত্রে রেখে দেওয়া হয়েছে।
এখন রান্না করার জন্য একটি ছোট হাড়িতে প্রথমে মশলাপাতি দেওয়া হবে।
প্রথমে বড় ১টি পেয়াজ কুচি,একটি তেজপাত, কম এক চামুচ হলুদ গুড়া,এক চামুচ মরিচ গুড়া, কম এক চামুচ লবন ও জীরা,আদা ও রসনু বাটা দুই চামুচ দেওয়া হলো। এখন এগুলো ভাল ভাবে মিশিয়ে নেওয়া হবে

<[]=====[[[তিন]]]=====[]>

20211201_044813-COLLAGE-01.jpeg

IMG_20211129_143253-01.jpeg

এ পর্যায়ে আধ কাপ পরিমান সয়াবিন তেল মশলায় ঢেলে দেওয়া হলো। এখন তেল ও মশলা ভাল ভাবে নেড়েচেড়ে মিশানো হচ্ছে। এর পর মাছ দিয়ে আবার মশলায় ভালভাবে মেখে নেওয়া হবে

<[]=====[[[চার]]]=====[]>

20211201_045416-COLLAGE-01.jpeg

IMG_20211129_143459-01.jpeg

এ পর্যায়ে মাছ গুলো মসলার সাথে ভাল ভাবে মিশানো হয়েছে। এখন বাটনায় আটকে থাকা মসলায় সামান্য পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। এবার বাটনা ধোয়া পানিটুকু হাড়িতে ঢেলে দেওয়া হচ্ছে। ঢেলে দেওয়া হলো। এখন গ্যাসের চুলায় রান্নার জন্য তুলে দেওয়া হবে

<[]=====[[[পাঁচ]]]=====[]>

20211201_045759-COLLAGE-01.jpeg

IMG_20211129_143612-01.jpeg

এবার গ্যাসের চুলায় মাছ তুলে দিয়ে, চুলার সুইচ অন করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো

<[]=====[[[ছয়]]]=====[]>

20211201_050005-COLLAGE-01.jpeg

IMG_20211129_144502-01.jpeg

মাছের পানি শুকিয়ে এসেছে। তরকারি হওয়া হওয়া ভাব।
এ পর্যায়ে মাছের উপর ধনে পাতা কুঁচি ছড়িয়ে দেওয়া হচ্ছে**।

<[]=====[[[সাত]]]=====[]>

20211201_050140-COLLAGE-01.jpeg

**ধনে পাতা দিয়ে অল্প আঁচে মিনিট দুয়েক রাখা হলো। এবার "ছোট মাছের চচ্চড়ি" পুরাই রান্না করা হয়ে গেলো। এখন পরিবেশন করা যাবে।

<[]=====[[[আট]]]=====[]>

IMG_20211129_144927-01.jpeg

এখন সময় বুঝে পরিবেশন করা হবে।
আজ আমার ছোট মাছের চচ্চড়ি রান্না রেসিপি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভাল লাগবে

♥<[]====[[[♥]]]====[]>♥

PicsArt_12-01-05.14.29.jpg
IMG_20211129_143612-01.jpeg

♥<[]====[[[♥]]]====[]>♥

Best Regard By @@@mrnazrul, Bangladesh

Device : Walton Primo-R6 Max

w3w Location
https://w3w.co/reprocess.stumped.employer

♥<[]====[[[♥]]]====[]>♥

এখানে ডিসকর্ড চ্যানেলে যোগ দিন

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png

♥<[]====[[[♥]]]====[]>♥

Sort:  
 2 years ago 

ছোট মাছ আমার খুবই পছন্দের এবং এটা খেতে আমি খুবই পছন্দ করি। আর আপনার রান্নাটা দেখতে খুবই মজার মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে এটা খুবই মজার হবে। আপনার রান্নায় ধাপগুলো দেখে আমি বুঝতে পেরেছি যে আপনি অনেক ঝাল খেতে পছন্দ করেন। খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

জি ভাই, ঝাল একটু বেশি খাই। আবার আসবেন। পরামর্শ সবসময় গৃহিত হবে।

 2 years ago 

ছোট মাছ চরচরি এটা খুবই দারুন একটি রেসিপি।আমার অনেক পছন্দের রেসিপি খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন প্রতিটা ধাপ শুভ কামনা।

চেষ্টা করছি ভাই। আমি তো তেমন কিছু জানিনা। আপনাকে আবার আসার দাওয়াত দিলাম।

 2 years ago 

🙏❤️❤️

 2 years ago 

ছোট মাছ খেতে অনেক মজা লাগে।ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যার কারণে এটি খেলে আমাদের শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে। মজাদার ছোট মাছের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ভাল বলেছেন। শুভকামনা রইল।

 2 years ago 

ছোট মাছের রেসিপি টা দেখতে সত্যিই অনেক সুন্দর দেখাচ্ছে। ছোট মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। শীতকালে এই ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। আপনার পুরো রেসিপি আমার কাছে খুব ভালো লেগেছে। এক কথায় অসাধারণ রেসিপি হয়েছে।

চেস্টা করছি। আপনি দেখেছেন তাতেই আমি খুশি।

 2 years ago (edited)

ছোটো মাছ আমার খুব প্রিয় একটি রেসিপি। এটা যে ভাবে রান্না করুক না কেন আমার খেতে খুবই ভালো লাগে। রেসিপি টা দেখতে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে আমার প্রিয় একটি রেসিপি এখানে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনি মনে হয় ভাল রান্না করে। আমিতো কিছু জানিনা। আবার আসবেন।

বাহ ছোট মাছের চচ্চড়ি অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আজকে। ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক টেস্টি লাগে যদি হয় গরম ভাত। অসম্ভব সুন্দর করে আপনি আপনার রেসিপি রান্না করেছেন। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

জি ভাই, না জেনেই করে ফেলেছি। ভাল বলায় ভাল লাগল।

 2 years ago 

ছোট মাছের চচ্চড়ি মানেই সুস্বাদু খাবার। আপনি খুবই সুন্দরভাবে ছোট মাছের রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই খেতে ইচ্ছা করছে। আপনাদের জন্য শুভেচ্ছা রইলো।

জি চেষ্টা করছি। আবার আসবেন।

আপনি সুন্দর বলেছেন, আবার আসবেন।

 2 years ago 

ছোট মাছ আমি খেতে খুবই পছন্দ করি। দেখে মনে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি অনেক মজাদার হয়েছে। আপনার প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভালো আমারও লাগে। আবার আসবেন।

ছোট মাছ আমি খুবই পছন্দ করি। আপনার রান্না করা ছোট মাছ দেখে জিভে জল চলে এলো। খুব মজা হয়েছে নিশ্চয়ই। রান্না করার ধাপ গুলো খুব সুন্দর ছিল। সহজে ও খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

জি ভাই,চেষ্টা করছিলাম। আপনার জন্যও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64303.16
ETH 3137.29
USDT 1.00
SBD 3.97