বাড়িতে ফোটা চারটি ফুলের রেনডম ফটোগ্রাফি 10% Benefit for shy-fox.

Wednesday, 17 March 2022

বাড়িতে ফোটা চারটি ফুলের রেনডম ফটোগ্রাফি

🍄☘️🌹🌿
Polish_20220318_004929955.jpg

আলোকচিত্র ধারন @mrnazrul

আসসালামুয়ালাইকুম

আমি @mrnazrul বাংলাদেশ থেকে। সবার সাথে যোগ দিতে আজকের পোস্ট লেখা শুরু করলাম।

বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন জানিনা। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি।

আজ বৃহস্পতিবার। রাত নয়টায় শুরু হওয়া হ্যাংআউট শেষ হতে হতেই শুক্রবার পড়ে গেল। যাহা সাপ্তাহিক কর্মকাণ্ডের একটি অংশ ছিল।

এখানে পরিচয় হল, কুইজ হল, গান হল এবং মাস্তির সাথে ফুর্তিও হল।

আমরা সবাই জানি আমার বাংলা ব্লগ কমিউনিটি নিত্যকর্ম হিসেবে, পোস্ট করা কমেন্ট করা এবং ডিসকর্ডে সবার সাথে আলোচনায় মুখরিত হওয়া ইত্যাদি ইত্যাদি কর্মে যুক্ত হতে হয়।

এভাবেই সপ্তাহের প্রতিদিন কর্ম ব্যস্ততা নিয়া আমাদের এগিয়ে যেতে হয়। এজন্যই সাপ্তাহিক সকল কর্মের সারমর্ম হিসেবে বৃহস্পতিবার সাপ্তাহিক হাংআউট অনুষ্ঠিত হয়।

বন্ধুরা

আজকে আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি আমার বাড়িতে ফোটা চারটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

চারটি ফুলের দুইটি আমার কাছে নতুন সংগ্রহ। যেগুলো নামও নতুন। ছবিগুলো কয়েকদিন আগের তোলা।

ছবি তোলার সেদিনের সেই মূহূর্তটাকে এখন আমি আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করছি। আশাকরি ভালো লাগবে।
🌹☘️🍄🌿

এক-গেন্দা ফুল


IMG_20220214_143539-01.jpeg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2 (1).png

IMG_20220214_143536-01.jpeg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2 (1).png

IMG_20220214_143544-01.jpeg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2 (1).png

IMG_20220214_143547-01.jpeg

উপরের ফুলগুলোকে আমার এলাকায় গেন্দাফুল মেরিগোল্ড,গাঁদা ফুল ও কেউ কেউ ক্যালেন্ডুলা বলেও ডেকে থাকে। গাঁদা ফুলের অনেক প্রজাতি ও রং দেখা যায়। এ ফুলটি সহজেই টবে কিংবা মাটিতে চাষ করা যায়। যা অতি কম যত্নে উৎপন্ন হতে থাকে। সাধারণত অল্প পরিচর্যা হলেও এ ফুল তার নিজস্ব সৌন্দর্য বিলাতে থাকে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvSn4NRjcFBkJGm2cyWBYQKeCSKQuJAsayrofTq92cctkPV3j8vWFYZm9uwTiVtuMa8WWfAL1izDGDmUA.png

দুই-সারফিনিয়া ফুল

IMG_20220220_152653~2-02.jpeg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2 (1).png

IMG_20220220_152653~2-01.jpeg

বাজার থেকে কেনার সময় বিক্রেতা,আমাকে ফুলটির নাম যা বলেছিল, তা আমি এতক্ষনে ভুলে গেছি। গুগল মামা ঘেটে দেখলাম, এ ফুলের নাম সারফিনিয়া
2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvSn4NRjcFBkJGm2cyWBYQKeCSKQuJAsayrofTq92cctkPV3j8vWFYZm9uwTiVtuMa8WWfAL1izDGDmUA.png

তিন-সারফিনিয়া ফুল

IMG_20220220_152641-02.jpeg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2 (1).png

IMG_20220220_152641-01.jpeg

এটিও আরেক রংয়ের সারফিনিয়া

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvSn4NRjcFBkJGm2cyWBYQKeCSKQuJAsayrofTq92cctkPV3j8vWFYZm9uwTiVtuMa8WWfAL1izDGDmUA.png

টি আাই গাছ

IMG_20220220_152628~3-01.jpeg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2 (1).pngi

IMG_20220220_152628~2-01.jpeg

এই গাছটির নাম খুঁজতে গিয়ে গুগল মামা বলে দিল এর নাম টিআই গাছ। এই গাছটির রং ও সৌন্দর্যতা সবার পছন্দেে আসতে পারে।

এই ছিল আমার বাড়িতে ফোটা চারটি ফুলের রেনডম ফটোগ্রাফি। মন্তব্যের অপেক্ষায় আজ এখানেই।

সাথেই থাকুন।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvSn4NRjcFBkJGm2cyWBYQKeCSKQuJAsayrofTq92cctkPV3j8vWFYZm9uwTiVtuMa8WWfAL1izDGDmUA.png

Visit My Another Activists

My Blog Twitter Facebook Youtube

PicsArt_12-14-08.58.45.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryFlower, Nature, Animal.Recipe.Photography.
DeviceHandset
w3wLocation

PicsArt_12-14-08.58.45.png
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif
PicsArt_12-14-08.58.45.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Sort:  
 3 years ago 

বাহ দারুন ফটোগ্রাফি করেছেন তো ফুলের দেখে খুবই ভালো লাগলো আসলে বাড়িতে বাগান করার মজাটাই অন্যরকম আমি করেছি আমি মজাটা উপভোগ করতে পারি ধন্যবাদ ভাইয়া

সময় পেলে এর পরের দেখতে আবার আসবেন।

 3 years ago 

আমাদের সকলের উচিত বাসার আশে পাশেই ফুলের গাছ লাগানো। আসলে ফুল গাছ লাগালে যখন ফুল ফুটে মনটা আনন্দে নেচে উঠে। আপনার ফটোগ্রাফি গুলো প্রতিটিই অনেক সুন্দর হয়েছে।হলুদ ফুলটি বেশি ইউনিক।

আমি লাগাই।তবে সংগ্রহ করে। বেশি নাই।আজকেই একটি পোস্ট করব।

 3 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রফি খুব সুন্দর ভাবে করেছেন। কোনোটা থেকে কোনটা কম সুন্দর নয়। শুভকামনা রইল আপনার জন্য।

ভাল লাগলে আমারও ভাল লাগে। তবে ভাল কিনা নিজে কিছু বুঝিনা।

 3 years ago 

উপহারগুলো সুন্দর ছিলো।সবগুলো ফুলেই খুব সুন্দর। সারফিনিয়া ফুল আর পিটুনিয়া ফুল কি একই নাকি আলাদা।সে যাই হোক সুন্দর ফুল গুলো। ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।

আমি ও ভাল জানিনা। হতে পারে দুটি দুরকম কিংবা একই।

 3 years ago 

আপনি অনেক সৌখিন একজন মানুষ আপনার বাড়ির এই ফুলগুলো দেখলে বুঝতে পারা যাচ্ছে। আপনি আপনার বাড়িতে খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ রোপন করেছেন ভাইয়া। আপনার বাড়িতে ফোটা গাদা ফুল গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

মনটা চায়, করার চেষ্টা করি।আবার কয়দিন পর উঠে যায়। এভাবেই চলে।

 3 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর করে যাচ্ছে ফুলের ফটোগ্রাফি করেছেন। দেখতে অনেক চমৎকার লাগছে। বিশেষ করে আমার কাছে গাঁদা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। প্রতিটি ফুল এত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি চেষ্টা করছি। আবার আসবেন

 3 years ago 

বাহ দারুণ। বাড়িতে যদি এতো সুন্দর ফুল থাকে তাহলে আর এর সৌন্দর্য দেখতে বাইরে যাওয়া লাগে না। ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। বিশেষ গাদা ফুল টা কী কারণে যেন আমার কাছে বেশি ভালো লাগছিল। অনেক সুন্দর মার্কডাউন করে পোস্ট টা উপস্থাপন করেছেন। আপনাকে
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করার জন্য।।

আপনার পরামর্শ ভুলি নাই।একদিন তো ভালো হতে হবে।নাহলে আপনি গর্ব করবেন কেমনে। তবে কম দেখা পাচ্ছি।

 3 years ago (edited)

খুবই সুন্দর লাগছে ফুলগুলো আসলেই অসাধারণ। বিশেষ করে হলুদ গাঁদা ফুল কি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এই পুরো ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভালকে ভাল বলতে হবে। তবে খারাপকে ভাল শুনার পক্ষপাতি আমি নাই। সুযোগ হলে কিছু বলে যাবেন।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের কে উপহার দিয়েছেন, ফটোগ্রাফি গুলো সত্যি অনেক জোস ছিলো, প্রতিটি ফটোর অনেক সুন্দর করে বর্ণনা দিয়েছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

ফুলের ছবি সহ কোন ছবিই আমার ভাল হয়না। তার উপর মোবাইল চালনায় একে বারে কাচাহাত।তার পরও তুলতে হয়।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি আমার ভালো লেগেছে। সুন্দরভাবে আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করছি, ভালমন্দ বুঝলাম না। আসবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.25
JST 0.040
BTC 96186.34
ETH 3344.71
USDT 1.00
SBD 3.50