📱শিম ফুলের রেনডম আলোকচিত্র || 10% Benefit for @shy-fox.

সবাইকে বড় দিনের শুভেচ্ছা

🎄Happy🎂 Christmas Day🥗
🎄আলোকচিত্র🎂এক🥗

PicsArt_12-24-09.24.17.jpg

🎄আলোকচিত্র🎂দুই🥗

PicsArt_12-24-09.23.22.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাইকে " বড় দিন" এর শুভেচ্ছা জামিয়ে আজকের পোস্ট লেখা শুরু করলাম

আলহামদুলিল্লাহ
আমি মহান আল্লাহর রহমতে ভালই আছি।আশাকরি তাঁর রহমতে আপনারাও ভাল আছেন
বৈচিত্রময় এই পৃথিবীতে যা নজরে পড়ে, তার সবকিছুরই মধ্যে কোননা কোন সৌন্দর্য প্রকাশ্যে ও গোপনে নিহিত থাকে। যাহা আমরা কখনো স্বচক্ষে দেখে থাকি । আবার কখনো কখনো দিব্যি চোখে দেখে অনুমান করি
🎄আলোকচিত্র🎂তিন🥗

PicsArt_12-24-09.22.00.jpg

তার মধ্যে, গন্ধ হীন,সুগন্ধি যুক্ত ও দুর্গন্ধ যুক্ত নানান ধরনের,রঙের ও আকৃতির কোন শেষ নাই
আবার কখনও কখনও এই গন্ধটাকে সুগন্ধ এবং দুর্গন্ধ হিসেবে আমরা আবিষ্কার করে থাকি। গন্ধহীন গুলোকে নিয়ে আমরা তেমন ভাবিনা। আবার সব গলো আমাদেরকে আকৃষ্টও করেনা
🎄আলোকচিত্র🎂চার🥗

PicsArt_12-24-09.20.42.jpg

পৃথিবীতে ছোট-বড় অনেক ফুল থাকলেও তা আমরা অনুমান করতেও ব্যর্থতার পরিচয় দিয়ে থাকি
রাস্তার ধারে পুকুর পাড়ে, মাটির সাথে, বন-জঙ্গল, উঁচু-নিচু, সব জায়গায় আমরা প্রায় ফুল গাছ দেখতে পাই। তার কিছুটা উঁচু, কিছুটা নিচু, কিছুটা মাটির সাথে মেশানো, কিছুটা অন্ধকারে, কিছুটা পানিতে, কিছুটা ডোবায়, বহুরকম ফুল আমরা দেখে থাকি
🎄আলোকচিত্র🎂পাঁচ🥗

PicsArt_12-24-09.19.41.jpg

কিন্তু মজার বিষয় হলো, এসব ফুল গুলোর আমরা কখনও নাম জানিনা কিংবা মূল্যায়ন করতে চাইনা।
আরও মজার বিষয় আমরা শুধু চাষের ফুলগুলোকে ফুল হিসেবে বলে থাকি এবং বাহারি বাহরি নামে ডেকে থাকি।
পাশাপাশি এই চাষের গুলোকে আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি, বাগানের সৌন্দর্য বৃদ্ধি এবং অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করে থাকি।
🎄আলোকচিত্র🎂ছয়🥗

PicsArt_12-24-09.18.28.jpg

কিন্তু পথে পথে, ঘাটে মাঠে প্রাপ্ত বুনোফুল গুলোকে আমরা কখনও মূল্যায়ন করতে চাই না। এগুলো আমরা পায়ের নিচে মাড়িয়ে ফেলি।গরু ছাগলে খেয়ে ফেলে, বনের পশুপাখি খেয়ে ফেলে, আবার আপনা-আপনি জন্মে সৌন্দর্য বর্ধন করার পর,আপনা- আপনি আবার বিলিন হয়ে যায়।তারা আদর ভালবাসার জন্য কখনো অপেক্ষা করেন
🎄আলোকচিত্র🎂সাত🥗

PicsArt_12-24-09.16.56.jpg

সম্মানিত বন্ধুগন
আমি আজকে এমন একটি বাড়িতে জন্মানো ফুলের বা একটি সবজি ফুলের বিষয়ে আলোচনা করবো
যা আপনাদের ভাল না লাগলেও খুব একটা খারাপ লাগবে না।
🎄আলোকচিত্র🎂আট🥗

PicsArt_12-24-09.15.13.jpg

এই দুনিয়ায় শিমফুল চেনে না এমন লোকের সংখ্যা নেহায়েত কম।
গ্রামগঞ্জে বাড়িতে, বাড়ির আশেপাশে এবং বিভিন্ন জায়গায় আমরা শিম গাছ লাগিয়ে থাকি। সিম গাছের ফলকে শিম বলা হয়ে থাকে। যাকে আমরা অনেক উপকারী সবজি হিসেবে তরকারি রান্না করে খেয়ে থাকি। শিমের বীজে প্রচুর পরিমানে, আমিষ ও কার্বোহাইড্রেট থাকে বলে, এটি আমিষের দামে বাজারে বিক্রি হয়ে থাকে।
🎄আলোকচিত্র🎂নয়🥗

PicsArt_12-24-09.13.48.jpg

দুইদিন আগে যখন আমি বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে হাঁটছিলাম, পাশের বাড়ির নাত-বৌয়ের এই শিমের মাঁচাটি আমার চোখ আকৃষ্ট করে।
তখন ছিল পড়ন্ত বেলা। আমি সেখানে দাঁড়ালাম। দেখলাম, শিমের লতাগুলো গোছালো ও সাজানো ভাবে মাঁচার মধ্যে সাজিয়ে সাজিয়ে, পেঁচিয়ে পেঁচিয়ে বেড়ে উঠেছে। তাতে খয়েরী ও সবুজের তেজোদ্দীপ্তটা এতই বেশি ছিল যে আমি তা দেখে মুগ্ধ হলাম।
এ সময় এই শিম মাচার মালিকান, আমার নাতবৌ পাশে থেকে আমার ছবি তোলা দেখে হাসি ঠাট্টা করতেছিল।
আমাকে জিজ্ঞাসা করল ফটো গুলো কি করবেন। আমি বললাম আমি ফেসবুকে ( নেটে) দিব। একথা শুনে সে আরো বেশি করে হাসি ঠাট্টা শুরু করে দিল

| আমি এতক্ষণে বেশ কিছু ছবি ক্যামেরায় ধারন করে ফেলেছি।এখন তার মধ্যে কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করছি |

আশাকরি ভাল লাগবে।সাথেই থাকুন।

PicsArt_12-04-06.53.08.png

Best Regard By @mrnazrul Bangladesh

Device : Walton Primo-R6 Max

w3w Location

PicsArt_12-04-06.53.08.png

"এখানে ডিসকর্ডে যোগ দিন"

PicsArt_12-04-06.53.08.png

"আমার বাংলা ব্লগ" সাবস্ক্রাইব করুন"

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

PicsArt_12-04-06.53.08.png

@Heroism এ আপনার উদ্বৃত্ত SP ডেলিগেশন করুন।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

PicsArt_12-04-06.53.08.png

প্রতি বুধবার @abb-charity টিতে সাধ্যমত দান করুন।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

PicsArt_12-04-06.53.08.png

Regards

Sort:  
 2 years ago 

একদিকে শিমের ফুল অন্যদিকে ছোট ছোট শিম লক্ষ করা যাচ্ছে। ছবিগুলো সত্যিই আমার কাছে খুব সুন্দর লেগেছে। আপনার জন্য শুভকামনা

ভাল বলছেন, মনটা ভাল লাগল।

 2 years ago 

সিম ফুলের এর মাইক্রো ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার লাগছে। ‌ আমার কাছে ব্যক্তিগতভাব এই ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে। আপনি বেশ দারুন ফটোগ্রাফি করতে পারেন তো ।‌বিশেষ করে প্রতিটা ‌ ফটোগ্রাফি একদম স্পষ্ট ভাবে তুলতে সক্ষম হয়েছেন।‌ সেই সাথে সুন্দর বিবরণ দিয়েছেন ।ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু সিমের ফুলের ছবি দিয়েছেন। ফুল গুলো সত্যি অনেক সুন্দর। আমিও সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের জিনিসের ছবি তোলা এবং আপনাদের মাঝে শেয়ার করার। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া পরবর্তীতে আরো সুন্দর সুন্দর জিনিস আপনি আমাদের মাঝে শেয়ার করবেন।

জি ভাই নতু্ন কিছু আনার চেষ্টা করি। আবার আসবেন।

 2 years ago 

আপনি দেখছি ভালো ফটোগ্রাফি করেছেন শিম গাছের ফুলের বিভিন্ন এঙ্গেল থেকে। আসলে শিম গাছ দেখলেই গরু ছাগল খেয়ে ফেলতে চায় আপনি ঠিক বলেছেন। আমাদের দরকার সঠিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। আপনার ফটোগ্রাফি দেখে আপনার নাতবৌ হাসছিল এটা শুনে অবশ্য ভালো লাগলো ভাই। আপনার জন্য শুভেচ্ছা রইল

গ্রামে ছবি তুললেই যে কেউ মস্কারা করে।

 2 years ago 

অসাধারণ প্রতিটি ফুলে ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ। সিম ফুল এর ফটোগ্রাফি ভাবাই যায় না । সবগুলো ফটোগ্রাফিক ক্যাপচা নিখুঁতভাবে করেছেন এবং ধাপে ধাপে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ এতো সুন্দর রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করার জন্য ।

জি ভাই চেষ্টা করছিলাম।

আপনার ভাল বলা শুনে আমি অভিভূত। যা আমাকে অনুপ্রাণিত করে।আবার আসবেন।

 2 years ago 

সিম ফুল এর ফটো গুলো সুন্দর লাগছে। সবগুলো ছবি অসাধারণ ভাবে আপনি ক্যাপচার করেছেন ।আবার সিম ফুল সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন ।শুভকামনা রইল।

আবার আসবেন, আপনাকে সবসময় স্বাগতম।

 2 years ago 

সিম ফুলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি দেখতে বেশ চমৎকার লাগছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আপনার এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে শিম ফুলের আলোকচিত্রগুলি।তাছাড়া এই ফুলগুলি দেখতে চমৎকার লাগে।গাছে তো শিম ফুল ফোঁটার সঙ্গে সঙ্গে দারুন শিম ও ধরেছে।দেখে মন ভরে গেল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পোস্ট সাজানো সুন্দর ছিল ♥️

Screenshot_2021-12-25-23-15-53-93_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

অনেক ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য 💌

তবে এখানে আরো একটি পরামর্শ রয়েছে ❣️
কিছুটা ভিন্ন চোখে ভিন্ন স্বাদের কিছু সবসময়ই আনন্দ আর সৃজনশীলতার খোরাক যোগায় ✨

শুভ কামনা রইল ♥️

আপনার দোয়া থাকলে আমি পিছনে তাকাবো না ইনশাআল্লাহ। পরামর্শ মাথায় নিলাম।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.12
JST 0.029
BTC 66303.73
ETH 3592.29
USDT 1.00
SBD 2.61