টার্গেট ডিসেম্বর সিজন-৪।১০ স্টিম পাওয়ার বৃদ্ধি

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • পাওয়ার বৃদ্ধি
  • ১৪ নভেম্বর ,২০২৪
  • বৃহস্পতিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।


আমি আবার টার্গেট ডিসেম্বর এর সিজন -৪ এর যাত্রা শুরু করলাম। ধন্যবাদ জানাতে চাই rex-sumon ভাইকে সে আবারও এই প্রতিযোগিতার আয়োজন করেছে। পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। আর স্টিম প্লাটফর্মে নিজের সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। টার্গেট ডিসেম্বর সিজন -৪ এর সর্বমোট টার্গেট আমার ১০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা।


IMG_20241114_214130.jpg


  • পাওয়ার বৃদ্ধি করার আগে আমার ওয়ালেটে মোট স্টিম ছিল ৯২৪.৫০১।

IMG_20241114_214202.jpg

IMG_20241114_214150.jpg


  • আমার ওয়ালেটে ১৭ স্টীম ছিল। সেটা থেকে ১০ স্টীম পাওয়ার আপ করেছি।

IMG_20241114_214219.jpg


  • পাওয়ার আপের পর মোট স্টীম-পাওয়ার হয়ছে ৯৩৪.৫০১।

আমার টার্গেট ১০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা।

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। আমারা নিজে পাওয়ার বৃদ্ধি করবো অন্যকে বৃদ্ধি করতে উৎসাহিত করবো।

ধন্যবাদ


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

break.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 9 days ago 

টার্গেটকে সামনে রেখে পাওয়ার বৃদ্ধি করেছেন ভাই। এভাবে যদি পাওয়ার বৃদ্ধি করতে পারেন তাহলে নিজের জন্য অনেক অনেক ভালো হয়। তাই সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে এভাবে পাওয়ার বৃদ্ধি করার।

 9 days ago 

আপনার একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য ১০ স্টিম পাওয়ার আপ করলেন। অনেক ভালো লাগে পাওয়ার পোস্ট দেখলে। তাছাড়া নিজেও চেষ্টা করি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা বজায় রেখেকিছু না কিছু পাওয়ার আপ করার। এভাবে এগিয়ে যান। স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে পাওয়ার আপের কোন বিকল্প নেই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 9 days ago 

আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনি পাওয়ার আপ করেছেন মানেই আপনি এক ধাপ সামনে এগিয়ে গিয়েছেন। পাওয়ার বৃদ্ধি করা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। যার যতো বেশি পাওয়ার তার ততো বেশি সক্ষমতা। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 8 days ago 

আপনি সঠিক বলেছেন পাওয়ার আপ করা মানেই হচ্ছে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা। তাছাড়াও নিজের কাজের গতিকে আরো বাড়িয়ে তোলার অন্যতম মাধ্যম কিন্তু পাওয়ার আপ করা। ডিসেম্বরের মধ্যে 1000 স্টিম পাওয়ার আপ করার লক্ষ্যে আজকে দশ স্টিম পাওয়ার আপ করলেন। শুভকামনা করছি এভাবেই ছোট ছোট পাওয়ার আপ গুলির মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।

 7 days ago 

প্রতি সপ্তাহে কিছু স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করা যায়। তাই তো ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রেখেছো বন্ধু। এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 7 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফোর উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন। পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা। আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনি প্রতিনিয়ত আপনার ধারাবাহিকতা বজায় রেখেছেন জেনে ভালো লাগলো।আসলে পাওয়ার আপ মানেই সক্ষমতা বৃদ্ধি,এভাবে ধীরে ধীরে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.21
JST 0.035
BTC 98736.02
ETH 3346.70
USDT 1.00
SBD 3.12