আমার দেখা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম দিন||১০%লাজুক খ্যাকের জন্য ||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_20211119_232207.jpg

আমি আজকে আপনাদের মাঝে আমার ভ্রমনের গল্প শেয়ার করবো। আমি গত এক দিন হলো ঢাকাতে এসেছি।ঢাকাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি।ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকর স্বপ্নের জায়গা আবার অনেকে স্বপ্ন পূরন করার জন্য এসেছে আর আমি এসেছি ঘুরতে।আমি এখানে এলাকার বড় ভাইয়ের রুমে উঠেছি এবং তার সাথেই ঘুরে দেখবো।


IMG20211119142911_00-01.jpeg


হলের প্রবেশ পথ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/uplifting.defend.secretly


বড় ভাই বিজয় একাত্তর হল এ থাকে।এই হল অনেক বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে এই হলে বেশি মানুষ থাকে। ঢাকা আসার কারন হচ্ছে একটু ঘুরাঘুরি করা।আমার ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। সময় পেলেই ছুটে চলি ঘুরার জন্য নতুন কিছু জানার জন্য।আজ যেহেতু শুক্রবার ছিলো তাই সকালে ঘুম থেকে দেরি করে উঠি। তারপর জুম্মার সালাত আদায় করে রুমে আসি।


IMG20211119144349_00-01.jpeg


হলের ভিতরের সৌন্দর্য।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/uplifting.defend.secretly


তখন বড় ভাইয়ের রুমমেটরা বলে আমাদের কিছু ছবি উঠায় দাও তাই আমি এবং তারা হলের নিচে যায়।সেই জায়গাটি অনেক সুন্দর তাই ঠিক করি এখানেই তাদের ছবি উঠিয়ে দেই।তারপর আমি এবং বড় ভাইয়া তাদের ক্যাম্পাসটাকে ঘুরে দেখার জন্য বের হই।ক্যাম্পাসের নিরব রাস্তা দিয়ে হাঁটতে থাকি।


IMG20211119144618_00-01.jpeg



নিরব রাস্তা।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/attending.hardening.escapades


দুপুরে সময় হওয়াতে রাস্তাগুলো নিরব ছিলো।তারপর আমরা প্রশাসনিক ভবনের দিকে যায় এবং ভাই বলে এখানে আসছো আর লাল বাসের সাথে ছবি উঠবানা সে আমারা কিছু ছবি তুলে দেয়।


IMG20211119145557_00-01.jpeg



লাল বাসের সাথে আমি।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/removable.rises.varieties


তারপর আমরা আবার ক্যাম্পাসের অন্য দিকটা দেখার জন্য যায়।আমারা হাঁটতে হাঁটতে জাতীয় শহীদ মিনার এর দিকে যায় এবং ওইখানে গিয়ে বসি বিকালটার অনেক সময় বাদাম খেতে খেতে ওখানেই কাটিয়ে দেই।


IMG20211119154127_00-01.jpeg


বাদাম খাওয়ার মূহুর্ত।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/hovered.toxic.reclined


তারপর সন্ধ্যার সময় আমরা হলের দিকে এগোতে থাকি আসতেই চোখে পরলো এক মামা ঝাল মুড়ি বিক্রি করছে। ঝাল মুড়ি দেখেই জিভে জল চলে এসেছে তাই দেরি না করে অর্ডার করি।


IMG20211119183605_00-01.jpeg

IMG20211119183750_00-01.jpeg



ঝাল মুড়ি
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/attending.hardening.escapades


কিছু সময়ের মধ্যে ঝাল মুড়ি প্রস্তুত করে আমাদেরকে দেয়।ঝাল মুড়িটা অনেক টেষ্টি ছিলো। শীতের দিনে একটু ঝাল বেশি দিয়ে মুড়ি খাইতে অনেক ভালো লাগে। ঝাল মুড়ি খাওয়া শেষ করে হাঁটতে থাকি।


IMG20211119183143_00-01.jpeg



চাঁদর বিক্রেতা।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/attending.hardening.escapades


হঠাৎ চোখে পরে একজন শীতের চাঁদর বিক্রি করছে।আমি চাঁদর ক্রয় করার জন্য দোকানের কাছে যায়।চাঁদর বিক্রেতার ব্যবহার অনেক ভালো ছিলো সে আমাদের সাথে বন্ধু সুলভ আচরন করেছেন।


IMG20211119215131_00-01.jpeg



রাতে রাস্তা দিয়ে হাটার সময়।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/attending.hardening.escapades


সে আমাদের চাঁদর দেখায় হঠাৎ চোখে পড়ে কালো চাঁদর আমি আবার কালোতে আসক্ত তাই দেরি না করে একটি চাঁদর ক্রয় করি।তারপর আমারা হাঁটতে হাঁটতে হলে পৌছায়। এই হলটি আবার ১১ তলা বিশিষ্ট তাই ঠিক করলাম ১১ তলাতে উঠবো।


IMG20211119185208_00-01.jpeg



চাঁদের সৌন্দর্য।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/attending.hardening.escapades


আমারা উপরে উঠে অসম্ভব সুন্দর চাঁদের দেখা মেলে তাই দেরি না করে ক্যামেরা বন্ধি করে ফেলি।সত্যি চাঁদটা অসম্ভব সুন্দর ছিলো।আমারা চাঁদে সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা সময় পার করি। তারপর আমারা রুমে চলে আসি।

ধন্যবাদ সবাইকে

Sort:  

আপনি প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় ভ্রমন করে ফেলেছেন দেখছি। তবে আমি কখনও ঢাকাতে যায়নি এবং এখন পযর্ন্ত যাওয়ার সৌভাগ্যও হয়ে উঠেনি। ঢাকাতে যেদিনটায় যাবো আগে আপনার ভ্রমনের জায়গা ঘুরে দেখার চেষ্টা করবো। আপনি আপনার পোস্টে বাদামের সম্পর্কে উপস্থাপন করেছেন এবং বাদামের চিত্রটি দেখতে সেই লাগছিল।
আপনার পোস্ট পরে দেখলাম আমি কালোতে আসক্ত কালোই জগতের আলো। শেষে ১১ তলা বিশিষ্ট কক্ষে উঠে চাঁদ দেখাটা খুব ভালো উপভোগ করেছেন। সব মিলিয়ে গল্পটা ভালো লেগেছে। দোয়া করি আপনি সামনে এ রকম আরো ভালো ভালো জায়গাতে ভ্রমণ করেন এবং আমাদের সাথে তা শেয়ার করেন। শুভকামনা রইল।

 3 years ago 

তবে আমি কখনও ঢাকাতে যায়নি এবং এখন পযর্ন্ত যাওয়ার সৌভাগ্যও হয়ে উঠেনি।

আগে বললে আপনাকে নিয়ে আসতাম

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club5050 if you haven’t joined yet


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

আপনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা দিয়ে অনেক অনুভূতি প্রকাশ করেছে। আসলে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় কারো জন্য স্বপ্নের, আবার কারো স্বপ্ন পূরণের! যাইহোক আপনার কাটানো মুহূর্তগুলো পড়ে খুবই ভালো লাগলো।

ভাইদের নিয়ে ফটোগ্রাফি করতে বেরিয়েছে ।তারপর লাল বাসের সাথে কিছু ফটোগ্রাফি করেছেন এবং শহীদ মিনারের যাওয়ার পথে বাদাম উপভোগ। আহ! অনেক সুন্দর ছিল মুহূর্ত গুলো।

 3 years ago 

জ্বি ভাই অনেক ভালো সময় কাটিয়েছি।আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক আপনি ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। রাতের দৃশ্য গুলো অনেক সুন্দর লাগছে দেখতে। আর আপনার তোলা বাদামের দৃশ্যটি আমি প্রথমে অন্য কিছু ভেবেছিলাম। পরে আপনার পুরো পোস্ট দেখে বুঝলাম আসলে এটি বাদামের ছবি ছিল। আপনার সুন্দর সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

খুব ঘোরাঘুরি হচ্ছে ভাইয়া দেখেই বুজলাম, আমার এক ফ্রেন্ডের বিজয় একাত্তর হলে থাকে, আপনি গিয়েছেন সত্যি অনেক ভালো লাগতেছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63098.06
ETH 2563.30
USDT 1.00
SBD 2.83