ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোজন পর্ব।রাতে বিভিন্ন ধরনের খাবারের টেষ্ট গ্রহন।১০%লাজুক
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আজকে আপনাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্ট্রিট ফুড নিয়ে আলোচনা করবো। আমি গত দুইদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রুমে আছি তাই আজকে ভাইরে বললাম আপনাদের ক্যাম্পাসের কিছু বিখ্যাত খাবার খাওয়াবেন। আমারা বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করি এবং সন্ধ্যা হলেই স্ট্রিটফুড খাওয়ার জন্য ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরি সামনে যায়।সাধারণত ওইখানে সন্ধ্যার সময় অনেক মানুষের ভীড় জমে এবং গল্পের আড্ডায় মেতে উঠে।আমি প্রথমেই আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিমের দোকানে যায় আবার অনেকেই ভাববে শীতের দিনে কেউ আইসক্রিম খায়।
আইসক্রিম খাওয়ার সময়।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/playroom.slip.organist
আমারা বিকেল থেকে অনেক হাঁটাহাঁটি করেছি তাই শীতের মধ্যেও গরম লেগে যায় তাই আইসক্রিমের উপর আকর্ষন বেশি ছিলো।তাই দেরি না করে ৫০ টাকা দিয়ে একটি আইসক্রিম ক্রয় করি এবং খাওয়া শুরু করি।খাইতে খাইতে বুঝতে পারলাম আমার ক্লান্তি অনেকটা দুর হয়ে গেছে। আজকের সন্ধ্যাটা ছিলো শুধু খাওয়ার জন্য।
হালিম খাওয়ার সময়।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/playroom.slip.organist
তারপর ভাই বললো ক্যাম্পাসের হালিমটা নাকি অনেক চেষ্টি তাই আমারা হালিম খাইতে যায়। এখানে খাবার খাইতে হলে প্রথমে টাকা প্রদান করে টোকেন নিতে হবে তারপর হালিম প্রস্তুত করে দেবে। আমারা সকল প্রসেসগুলো সম্পুন্ন করে হলিম খাইতে খাইতে শুরু করি।সত্যি হালিমটা অনেক চেষ্টি ছিলো তবে আমার কাছে ঝালটা একটু বেশি মনে হয়েছে।আমারা হালিম খাওয়ার পর আবার হাটা শুরু করি।
কলা ভর্তা
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/playroom.slip.organist
ভাই বললো ক্যাম্পাসের মধ্যে কাঁচ কলা ভর্তা পাওয়া যায় সেইগুলো নাকি অনেক টেষ্টি। তাই আমারা সেই দোকানটি খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে হঠাৎ পায়ে যায়।এই কাঁচ ভর্তা অনেক গুলো উপাদান দিয়ে তৈরি করে তার মধ্যে তেতুল,জলপাই,চিনি,লবন, সরিষার তৈল ইত্যাদি দেই সেইজন্য খাবারটি অনেক টেষ্টি লাগে।খাওয়া শেষ করে আমারা রাতের ক্যাম্পাসের সৌন্দর্য দেখতে দেখতে হলের দিকে আসতে থাকি তখন ভাই বললো স্যাডো এরিয়াই নাকি অনেক স্বাদের লুচি আর সবজি পাওয়া যায় তাই আমারা সেই দিকে এগোতে থাকি।
লুচি ভোজ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/playroom.slip.organist
যাক অবশেষে আমারা লুচি পাই এবং খাওয়ার জন্য দোকানের দিকে যায়।লুচি দাম ছিলো ৩ টাকা পিচ সাথে সবজি খেতেও অনেক টেষ্ট। আমারা খাওয়া শেষ করে হলের দিকে হাঁটতে শুরু করি।
আজকের ভোজন পর্বটা অনেক ভালো ছিলো একটি নতুন খাবার খাওয়ার সৌভাগ্য হয়েছে সেটা হলো কলা ভর্তা। খাবারটি আমারা কাছে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ সবাইকে।
খুব ভালোই ঘোরাঘুরি হচ্ছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে,ভাইয়া আইসক্রিম এবং হালিমের দোকান এইগুলাকি টিএসসির সামনে থেকে তোলা এগুলো ।
আপনি আমাকে যে খাবারটি দেখান তা সত্যিই ভাল দেখাচ্ছে এবং আমিও আইসক্রিম খাই।
ধন্যবাদ
শীতের দিনে আইসক্রিম বিষয় টা একদম মানায় না। তবে আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দারুন সময় পার করছেন এতে কোন সন্দেহ নেই। সন্ধায় কাটানো সুন্দর সময় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
না মানানেও দেখে লোভ সামলাতে পারি নাই।😅😅