আমার দেখা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দিন। ১০%লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম।
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ @mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20211123_205633.jpg


আজকের গল্পটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কিছু হল নিয়ে।যা রীতিমতো দেখতে অনেক সুন্দর এবং খুবই জনপ্রিয় বিকেল হলেই ওইখানে মানুষের আড্ডার ঢল নেমে যায়। সবাই যার যার প্রিয়জনদের সাথে ঘুরতে আসে এবং বসে সব ধরনের গল্প করে আর পুরাতন ক্যাম্পাসের অনুভূতি প্রকাশ করে।ক্যাম্পাসের এই হল গুলোর মধ্যে অন্যতম হল হল কার্জন হল, ডঃ শহীদুল্লাহ হল এই হল গুলো অনেক আগে তৈরি প্রায় 100 বছর আগের তৈরি এই হল। তখনকার দিনে এই বিল্ডিং অনেক আধুনিক ডিজাইনের তৈরি করা হয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল এই কার্জন হল দেখবো।যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম তাই এই সুযোগ হাতছাড়া করেনি। আমি এবং আমার সাথে আরো দুই বড় ভাই ছিল তারা মিলে বিকেলের হল দেখার উদ্দেশ্যে বের হয়।এই বিল্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরিয়ার মধ্যে সবথেকে পুরাতন বিল্ডিং এটি হাজার ১৯০০ সালের দিকে তৈরি হয়। প্রথমে বিল্ডিং গুলো কোন কাজে ব্যবহৃত হলেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু অর্থাৎ ১৯২১ সালের দিকে এটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হয়।আমরা প্রথমে ড. শহীদুল্লাহ ফলের গেট দিয়ে প্রবেশ করি প্রবেশ করতে প্রথমে দেখা মেলে অনেক পুরাতন বিল্ডিং আমি আগে এমন বিল্ডিং বাস্তবে দেখিনি।


IMG20211119164906_00-01.jpeg


IMG20211119164945_00-01.jpeg


শহীদুল্লাহ্ হল
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/headline.film.discusses


আস্তে আস্তে হাঁটতে থাকি হাঁটতে হাতের বাম দিকে দেখতে পাই ডঃ শহীদুল্লাহ হলের বিল্ডিং আমি বিল্ডিং গুলো ভালোভাবে দেখতে থাকে আর ভাবতে থাকে তখনকার যুগে এত অসাধারণ ডিজাইনের বিল্ডিং করেছিল যা দেখতে সত্যিই মনমুগ্ধকর ছিল। আমরা আস্তে আস্তে এগোতে থাকে কার্জন হলের দিকে।


IMG20211119165204_00-02.jpeg


পুকুর।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/headline.film.discusses


আসতে দেখা মেলে একটি বড় পুকুর আর পুকুরের বসার জায়গা করে দিয়েছে পুকুরের এক সাইডে বড় বড় নারিকেল গাছ অন্য সাইটে কিছুটা ফাঁকা দেখতে অনেক ভালো লাগছিল। তারপর হাঁটতে থাকি পুরাতন বিল্ডিং গুলোর মাঝ দিয়ে।


IMG20211119170147_00-01.jpeg


কার্জন হলের একটি বিল্ডিং।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/headline.film.discusses


হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা মেলে কার্জন হলের একটি বিল্ডিং। কার্জন হল আগে আমি অনেক ছবিতে দেখেছি দেখার ইচ্ছা করছিল তাই প্রথমে ওই বিল্ডিংটার দেখে অনেক ভাল লাগছিল। তারপর আমরা বিল্ডিংয়ের সামনে বসে থাকি এবং কিছু ফটোগ্রাফি করি।


IMG20211119170448_00-01.jpeg

IMG20211119170610_00-01.jpeg


কার্জন হল
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/headline.film.discusses


তারপর এক ভাইয়া বলল সামনে আরো একটি বিল্ডিং আছে যা কার্জন হলের মেইন বিল্ডিং বলে আমরা ওইদিকে যাই তাই আমরা আবার হাঁটতে শুরু করলাম অল্প কিছু সময় হাঁটার পর আমরা কাঙ্খিত বিল্ডিংয়ের দেখা পায়। বিল্ডিংয়ের সামনে সবাই বসে গল্প করছে আমিও বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকলাম এবং সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসে তাই আমরাও সিদ্ধান্ত নেই আমরা এখান থেকে বের হয়ে আমাদের থাকার জন্য ওই হলের দিকে চলে যাবো।


IMG20211120175836_00-01.jpeg


রাতের সৌন্দর্য।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/headline.film.discusses


কার্জন হলের গেট থেকে বের হয়েই দেখতে পাই রাতে কার্জন হলের দৃশ্য কাছ থেকে এত ভালো সৌন্দর্য বোঝা না গেলেও বাইরে এসে গেট থেকে অনেক সৌন্দর্য পূর্ণভাবে বিল্ডিংটাকে দেখতে পাই । কার্জন হলের সাধারণত যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে যারা লেখাপড়া করে তারাই শুধু এই হলে থাকে কারণ এখান থেকে তাদের ক্যাম্পাসটা অনেক কাছে হয়। এটা তাদের জন্য বরাদ্দ। এই ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘুরাঘুরি কিছু মুহূর্ত অনেক ইনজয় করেছি।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য তুলে ধরেছেন। সবগুলো ছবি বেশ ক্লিয়ার ও সুন্দর হয়েছে। প্রতিটি ছবির সঙ্গে বিস্তারিত বর্ণনা টি বেশ ভালো ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি গুলো বেশ সুন্দর হয়েছে। আমি অবশ্য জীবনে সরাসরি কখনো দেখিনি। ছবিতেই যা দেখছি। ধন্যবাদ আপনাকে একটি সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অসাধারণ সৌন্দর্যের অধিকারী সেটা আপনার ফটোগ্রাফি দেখলে খুব সহজেই বোঝা যায়। ব্রিটিশ আমলের তৈরি ভবনগুলো এখনো দেখতে অসাধারণ সুন্দর। আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যদিও আমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যায়নি তবে আপনার পোষ্টের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা সঙ্গে পরিচিত হলাম দেখে খুবই ভালো লাগলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে আপনার সুন্দর এবং মনমুগ্ধকর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার প্রিয় ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে অন্যতম ছিল সাইন্স ফ্যাকাল্টির হলগুলো এবং সবথেকে আকর্ষনীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের প্রাণকেন্দ্র কার্জন ।ধন্যবাদ এত সুন্দর করে ফিরে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি করেন?

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার প্রিয় ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে অন্যতম ছিল সাইন্স ফ্যাকাল্টির হলগুলো এবং সবথেকে আকর্ষনীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের প্রাণকেন্দ্র কার্জন ।ধন্যবাদ এত সুন্দর করে ফিরে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুলে ধরার জন্য।

 3 years ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সত্যিই অসাধারণ সৌন্দর্যময়। এই ক্যাম্পাসে আমি গিয়েছিলাম, ক্যাম্পাসে ঘুরে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আজকে আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে ক্যাম্পাসটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। 😍😍

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মামা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘুরে আসলে আর আমাকে বললে না ।বললে তো আমিও যেতাম? দেখে মনে হচ্ছে খুবই ঘোরাঘুরি করেছো। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছো মনে হচ্ছে দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছো ।শুভকামনা রইল তোমার জন্য মামা।

 3 years ago 

চলো আবার যায়?

 3 years ago 

চলো ঘুরে আসি❤️❤️

ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক স্বপ্ন ছিল, যাই হোক আল্লাহ কপালে রাখেন এই বলে পড়া হয়নি।

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়।
শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63931.73
ETH 2663.43
USDT 1.00
SBD 2.84