টমেটোর চাটনি রেসিপি

in Incredible India10 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

IMG-20240807-WA0003.jpg

টমেটো এক ধরনের ফল। কিন্তু আমরা সবজি হিসেবেই টমেটো ব্যবহার করি। আমাদের দৈনন্দিন জীবনে সব রকম তরকারি রান্না করতে টমেটো ব্যবহার করে থাকি। কাঁচা থেকে পাকা সমস্ত টমেটো খেতেই আমরা খায়। পাকা টমেটো লবণ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। টমেটো বিভিন্ন রকম স্যালাডে ব্যবহার করা হয়। এছাড়াও টমেটোর সস আমরা বিভিন্ন খাবারের সাথে খেয়ে থাকি। টমেটো চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি। এছাড়া অনুষ্ঠান বাড়িতে ও টমেটোর চাটনি দেওয়া হয়। তবে অনেকেই বিভিন্ন রকম পদ্ধতিতেই টমেটো চাটনি রান্না করে। টমেটো খেলে আমাদের শরীরে বিভিন্ন রকম উপকার পাওয়া যায়। ত্বকের জন্যে ও টমেটো খুব উপকারী। এছাড়া টমেটো খেলে অনেক রোগ থেকে উপকার পাওয়া যায়।চলুন তাহলে শুরু করা যাক টমেটোর চাটনি রেসিপি।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
বড় সাইজের টমেটো৪ টে
পাতিলেবু১ টা
লবণসামান্য
হলুদসামান্য
চিনিহাফ কাপ
কাজুবাদাম৫ গ্ৰাম
কিসমিস৫ গ্ৰাম
সাদা তেল১ চামচ
সাদা সরষে১ চামচ

IMG-20240807-WA0016.jpg

প্রথম ধাপ

প্রথমে টমেটো গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে একটা পাতি লেবু কেটে নিয়েছি।

IMG_20240919_161823.jpg

দ্বিতীয় ধাপ

এরপর গ্যাসে একটা কড়াই বসিয়েছি ।কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি।

IMG-20240807-WA0017.jpg

তৃতীয় ধাপ

এরপর কড়াইয়ের তেল গরম হলে তেলের মধ্যে সাদা সরষে দিয়ে দিয়েছি।

IMG-20240807-WA0014.jpg

চতুর্থ ধাপ

এবারে তেলের মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে।

IMG-20240807-WA0013.jpg

IMG-20240807-WA0012.jpg

পঞ্চম ধাপ

এরপর টমেটোর মধ্যে সামান্য লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

IMG-20240807-WA0010.jpg

ষষ্ঠ ধাপ

ভালো করে নাড়াচাড়া করবার পর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি।

IMG-20240807-WA0009.jpg

সপ্তম ধাপ

জল ফুটে উঠলে কড়াইতে পরিমাণমতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

IMG-20240807-WA0008.jpg

অষ্টম ধাপ

আমি প্রথমেই কিছু কাজু কিসমিস জলে ভিজিয়ে রেখেছিলাম ।সেগুলোই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবারে আমি টমেটোর চাটনিরর মধ্যে কেটে রাখা কাজু ,কিসমিস দিয়ে দিয়েছি।

IMG-20240807-WA0005.jpg

নবম ধাপ

সবকিছু দেবার পর চাটনি নামানোর আগে পাতিলেবুর রস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।

IMG-20240807-WA0006.jpg

তৈরি

এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি রেসিপি।

IMG-20240807-WA0004.jpg

আমি খুব সহজ পদ্ধতিতে টমেটোর চাটনি তৈরি করেছি। বিশেষ কিছু উপাদান ব্যবহার করিনি। খুব অল্প সময়ে রেসিপিটি তৈরি করেছিলাম। আমরা বাড়িতে এই ভাবেই চাটনি তৈরি করে নিয়মিত খায়। সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। সবসময় বাড়িতে সব রকম জিনিস থাকে না। তাই হাতের কাছে যা পাওয়া যায়, সেই সব দিয়েই রান্না করতে হয়। এরকম সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে চাটনি তৈরি করে ফেলতে পারেন। আপনাদের বাড়ির প্রত্যেককে তৈরি করে খাওয়াতে পারেন। আশা করি প্রত্যেকেরই খেতে খুব ভালো লাগবে।


আজ এখানেই শেষ করছি ।আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 10 days ago 

আপনি খুব সহজ পদ্ধতিতে টমেটোর চাটনি তৈরি করেছেন, আমরা টমেটো সাধারণত সালাত হিসেবে পেয়ে থাকি, আপনি খুব সুন্দর ভাবে টমেটোর চাটনির রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন, আপনার রেসিপিটি খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ সুন্দর রসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 days ago 

আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

টমেটো দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তবে আপনি একটা সুন্দর রেসিপি তৈরি করেছেন। আপনী খাবার তৈরির রেসিপি গুলো খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। তবে আপনার খাবারগুলো আসলেই অসাধারণ হয়েছে। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

টমেটোর চাটনি তৈরি করার পদ্ধতি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং এটা দেখে মনে হলো খেতে অনেক সুন্দর এবং সুস্বাদু। আপনার রেসিপি গুলো দেখতে অনেক ভালো লাগে কারণ আপনি খুবই সুন্দর ভাবে সেগুলো সাজিয়ে আমাদের মাঝে সবসময় শেয়ার করেন যা দেখে আমার কাছে বেশি ভালো লাগে।

 3 days ago 

আপনার টমেটো চাটনির রেসিপি খুবই সহজ ও সুস্বাদু লাগলো! উপকরণগুলো সাধারণ এবং রান্নার প্রক্রিয়াটাও খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, যা যে কেউ ঘরে বসেই চেষ্টা করে নিতে পারবে। ধন্যবাদ এমন মজার রেসিপি শেয়ার করার জন্য। আশা করি এরকম আরও রেসিপি নিয়ে হাজির হবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65754.91
ETH 2670.18
USDT 1.00
SBD 2.88