Betterlife - The Diary Game - 29/11-2021

in Steem Bangladesh3 years ago

আমার একজন ব্যবসায়ী৷ আমার একটি কনফেকশনারি রয়েছে। আমি সকাল ১০ টায় দোকান খুলি এবং রাত ১ বা ২ টার সময় বন্ধ করে থাকি।

20211108_110101.jpg

আমার সারাটা দিন দোকানে কেটে যায়৷ সপ্তাহে একদিন আমার দোকান বন্ধ থাকে। সেটা হল শুক্রবার।

সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে দোকানের উদ্দেশ্যে রওয়ানা দেই। আমার বাবা সকালে এসে দোকান খুলেন৷ তিনি ১ ঘন্টা দোকানদারী করেন৷ এরপর আমি এসে দোকানে বসি।

আমার দোকানে ভালোই বেচা কেনা হয়৷ কারণ আমাদের এলাকার প্রায় প্রত্যেকটি মানুষ আমাকে চিনেন৷ আর আমার দোকান উপজেলার কাছে হওয়ায় ব্যবসা বানিজ্য ভালোই হয় আমার৷

আমার দোকানে দুইজন কর্মচারী রয়েছেন৷ তারা আমাকে সাহায্য করেন।

আমি দুপুর ২ বা ৩ টার সময় দুপুরের খাবার খাই৷ আমাকে বাড়ি থেকে ভাত দিয়ে যান৷ আমার হোটেলে খাইতে ভালো লাগে না। বাড়ির খাবার খাওয়া আমার অভ্যাস৷

বিকালে তেমন একটা দোকানদারী হয় না৷ বিকালে অবসর সময় কাটে দোকানে৷ সন্ধ্যার পর দোকানদারীর চাপ বেরে যায়।

আর বর্তমানে শীতকাল আর ধান কাটার সময়। সারাদিন ধান কাটা, মারাই করার পর গৃহস্থ পরিবারের লোকজন বাজারে আসেন। তারা চা-নাস্তা, বিস্কুট এছাড়া আরও আনুষঙ্গিক দ্রব্যাদী কিনে নিয়ে যান।

20211108_110424.jpg

রাতেও কম বেশি দোকানদারী হয়। রাতে আমার দোকানে অনেকে আসেন। তাদের সাথে আড্ডা দিয়ে আমার সময় কেটে যায়৷ সারাদিন দেকানে থাকি। এক প্রকার অভ্যাস হয়ে গেছে। তাই খুব একটা খারাপও লাগে না। বন্ধী জীবন নিয়ে।

আজ এ পর্যন্ত। আবার কোন একদিন আমার সারাদিন এর কার্যকলাপ নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

আপনি সারাদিন অনেক কর্ম ব্যস্ত সময় পার করেন৷ এর মাঝেও আপনি স্টীমিটে সময় দিচ্ছেন এটি অনেক। আশা করি নিয়মিত স্টীম বাংলাদেশ কমিউনিটি পাশে থাকবেন।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68547.43
ETH 2527.38
USDT 1.00
SBD 2.53