হাতে নয়, ফুল শুধু মাত্র গাছেই সুন্দর।
ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো বা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে ছোটরা সব থেকে বেশি ফুলকে পছন্দ করে থাকে। এজন্যই আমাদের মাথায় চিন্তা এসেছিল আমাদের স্কুলে সুন্দর একটা ফুলের বাগান তৈরি করার। কেননা আমাদের স্কুলে বেশিরভাগ ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া করে। আর এই বছরে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে নতুন নতুন ছোট ছাত্রছাত্রী ভর্তি হবে এটা আমরা আগে থেকেই ধারণা করে রেখেছিলাম। যার কারণে এ বছর আমাদের স্কুলে বড় একটা ফুলের বাগান তৈরি করেছি।
আমি লক্ষ্য করে দেখেছি স্কুলে আসার পর থেকে শুরু করে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ছোট ছেলেমেয়েরা এই ফুলবাগানের আশেপাশে ঘুরাঘুরি করে। ছোটরা হচ্ছে ফুলের মত আর তাদেরকে যখন ফুলবাগানের মধ্যে দেখতে পাওয়া যায় তখন অনেক ভালই লাগে। অনেকে হয়তো বা মনে করতে পারেন যে ছোটরা ফুল বাগান নষ্ট করে ফেলবে অথবা ফুল গাছ থেকে ফুল ছিড়ে ফেলবে। কিন্তু সেই ধারণাটা আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রী ভুল প্রমাণ করে দিয়েছে। স্কুলে উপস্থিত হবার প্রথম দিনেই আমরা সকল ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বলে দিয়েছিলাম যেন ফুল না ছেড়া হয়। কারণ ফুল গাছেই সুন্দর। যদি ফুল গাছে থাকে তাহলে আমরা অনেক দিন ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারব কিন্তু যদি ফুল ছেড়ে হাতে নেয়া যায় তাহলে সেটা কিছু সময় পরেই সৌন্দর্য হারিয়ে ফেলবে।
তারপর থেকে দেখতে পেলাম আমাদের স্কুলের ছোট বড় সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে ফুলকে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। তারা সবসময়ই ফুলের আশেপাশে থাকে কিন্তু তারা কখনোই গাছ থেকে ফুল ছেড়ে না। বিষয়টি সত্যি অবাক করার মতো হলেও বিষয়। যে আমরা ছোটদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে ফুল শুধুমাত্র কাছেই সুন্দর।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
আপনি ঠিকই বলেছেন ভাইয়া ফুল হাতে নয় গাছেয় সুন্দর দেখায়।ফুল হলো সৌন্দর্যের প্রতীক ফুল ভালোবাসা নয় এমন লোকের অভাব আছে। আসলে ছোট বাচ্চারা হলে যে ফুল নষ্ট করে ফেলবে এর কোন কথা নয়, বাচ্চারা ফুল অনেক পছন্দ করে। সবাই ভালো পরিবেশ চাই ভালো পরিবেশ পাইলে সবাই এখানে থাকতে চাই। ঠিক তেমনি আপনার স্কুলে পরিবেশ সৌন্দর্য হওয়ার কারণে ছাত্রছাত্রী বেড়ে গেছে।
ঠিক বলেছেন ভাইয়া ফুল গাছেই মানায় হাতে নয়। আমার কাছেও ফুল ছিড়তে একদম ভালো লাগেনা। আপনাদের স্কুলে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছেন। স্কুলের চারপাশে এভাবে বিভিন্ন ধরনের গাছ লাগালে স্কুলের সৌন্দর্য বেড়ে যায়। বাচ্চারা সব বুঝে তারজন্য তারা আপনাদের কথা মেনে চলেছে। কিন্তু আমরা বড়রাই কিছু বুঝিনা। অনেক সময় আমরা ফুল ছিঁড়লেও ছোটরা কখনো ছিঁড়ে না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
বলা হয়ে থাকে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ কোলে।আপনার টাইটেল পড়ে খুব ভালো লাগলো ভাই। ফুলের সৌন্দর্য গাছের মধ্যে বিদ্যমান। ফুল হাতে থাকলে প্রকৃত সৌন্দর্যের দেখা মিলে না । আপনাদের স্কুলে এত সুন্দর ফুল বাগান গড়ে তুলেছেন সত্যি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।