ফটোগ্রাফিঃ শখের ফটোগ্রাফির অ্যালবাম
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ধারণ করে থাকি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি ধারণ করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। যখনই চোখের সামনে কোন সুন্দর জিনিস দেখে তখনই আমি সেটাকে ক্যামেরা বন্দি করে রেখে দেই। আর সেই ধারণ করা ফটোগ্রাফি গুলোই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত পোস্ট আকারে শেয়ার করে থাকি। আজকেও আমি প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।
প্রথমে আমি আপনাদের মাঝে নামটা যেন একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলের নাম আমি জানিনা কিন্তু এটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি কেউ এই ফুলের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
এরপরে আমি আপনাদের মাঝে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। জবা ফুল আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এই রংয়ের জবা ফুল সচরাচর দেখতে পাওয়া যায় না। যেহেতু এই রংয়ের জবা ফুল সব জায়গায় দেখতে পাওয়া যায় না তাই এই ফটোগ্রাফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
এরপরে আমি আপনাদের মাঝে একটা লাল রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। রোগের গোলাপ ফুল প্রতিটা মানুষই খুব বেশি পরিমাণে পছন্দ করে থাকে।
এরপরে আমি আপনাদের মাঝে একটা টগর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। অনেক এলাকাতে এই ফুলটাকে কাঠ মল্লিকা ও বলা হয়ে থাকে। সাদা রঙের এই ফুল টাকে অনেক বেশি পরিমাণে সুবাস রয়েছে।
এরপরে আমি আপনাদের মাঝে কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। কসমস ফুলের উপরে প্রজাপতি বসেছিল তাই এটা দেখতে খুবই সুন্দর লাগছিল।
আমার শেয়ার করার এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্যে দিয়ে।
Device : Realme C25s
What's 3 Word Location :
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টের মধ্যে বিভিন্ন পর্যায়ের দারুন দারুন ফুল দেখতে পারলাম। ফুলগুলো দেখে যারা মনে হচ্ছিল আমি ফুলের বাগানে উপস্থিত হয়ে পড়েছি। অসাধারণ ছিল গুলো ক্যাপচার করা।
তাহলে আর দেরি করিয়েন না উপস্থিত হয়ে যান।
বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফী দিয়ে খুবই সুন্দর একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের সাথে আমি বেশ পরিচিত। বিশেষ করে আপনার শেয়ার করা জবা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
এই রঙের জবা ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
ফুলের ফটোগ্রাফি দেখতে আমার অনেক ভালো লাগে। ফুল যেমন পছন্দ ফুলের ফটোগ্রাফিও ঠিক তেমন পছন্দ। দারুন দারুন ফুল দিয়ে ফটোগ্রাফি অ্যালবামটি সাজিয়েছেন। দেখতে বেশ চমৎকার লাগছে। সুন্দর ফটোগ্রাফি গুলো বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি সুন্দর সুন্দর ফুল নিয়ে এই অ্যালবামটাকে সাজাতে।
আপনি তো আজকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুন লাগছে সব ফটোগ্রাফি গুলো। আপনার ধারণ করা প্রতিটি ফুল আমার ভীষণ পছন্দের। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আবার শেয়ার করো ফটোগ্রাফি গুলো সব সময় আপনার কাছে ভালো লাগে এটা জেনে খুশি হলাম।
ফুলের ছবিগুলি খুব সুন্দর তুলেছেন। ফুল যে ভালোবাসে না সেতো মনের দিক থেকে অনেক কঠিন ভাই। তাই আপনার তোলা ফুলগুলি আমার তো বেশ ভালো লেগেছে। জবা ফুলটি খুব সুন্দর ক্যাপচার করেছেন। আমরা শহরের দিকে এত ফুলের বাগান পাই না।
ঠিক কথা বলেছেন ফুল যে ভালোবাসে না তার মন অনেক কঠিন।
ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি দেখতেও ভালো লাগে। আর যদি সুন্দর কোন ফুলের ফটোগ্রাফি হয় তাহলে আরো বেশি ভালো লাগে। দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।
চেষ্টা করলাম আপু যতটা ভালোভাবে সম্ভব ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে।
দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। জবা ফুলের ফটোগ্রাফি গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
জবা এবং গোলাপ ফুল দুইটা আসলেই অনেক সুন্দর ছিল।
আপনার শখের ফটোগ্রাফির অ্যালবাম দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন। এভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করলে পরে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন আপনি। কসমস ফুলের উপরে বসে থাকা প্রজাপতি দেখতে আমার কাছে বেশি সুন্দর লেগেছে। শেষের ফটোগ্রাফি আমার বেশি পছন্দ হয়েছে। গোলাপ ফুল আর জবা ফুলের ফটোগ্রাফি ও সুন্দর ছিল।
শখ না থাকলে কোন কাজ ভালোভাবে করা সম্ভব হয় না।
আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসাধারণ হয়েছে ফুলের ফটোগ্রাফি গুলো। প্রথম ফটোগ্রাফির ফুলের নাম আমারও জানা নেই। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
দক্ষতা না থাকলে কোন কাজেই করা সম্ভব হয় না আপু।
অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই প্রজাপতি ছবি ধারন করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।