অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য | CCS Community.

in CCS2 years ago

হ্যালো বন্ধুরা,
--------আসসালামুয়ালাইকুম/আদাব,
-সকলে কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায়/আশীর্বাদ এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
তো আজকে আমি আপনাদের সাথে আমার মোবাইল ফোন থেকে তোলা কিছু অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ছবি উপস্থাপন করতে চলেছি।

তো চলুন শুরু করা যাক আজকের পোস্টটি।

[ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্য-০১]

IMG20230601073638.jpg

প্রথম ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন ফুল জাতীয় একটি উদ্ভিদের। ছবিটি আজকের সংগ্রহ করি বিকেলের সময়। এটি মূলত আমাদের মাঠ থেকে তোলা হয়েছে। ছবিটি তোলা শেষে আমি সামান্য পরিমাণ এডিট করি এবং আপনাদের কাছে উপস্থাপন করি।

[ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্য-০২]

IMG20230601074426.jpg

দ্বিতীয় ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর কচুরিপানার ফুলের ছবি। এটি আমাদের গ্রামের মাঠ থেকে আমাদের নিজের ধান ক্ষেত থেকে তোলা হয়েছে। এই ছবিটিও তোলা শেষে আমি সামান্য পরিমাণ এডিট করে আপনাদের কাছে উপস্থাপন করি।

[ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্য-০৩]

IMG20230601073859.jpg

তৃতীয় ছবিটিতে আপনারা দেখতে পারছেন ওই একই কচুরিপানার তোলা একটি ফুলের ছবি। কিন্তু এই ছবিটি মূলত আমাদের খাল থেকে তোলা হয়েছে। সেখানে অনেক কচুরিপানার মধ্যে থেকে একটি ফুলের ছবি আমি সংগ্রহ করি। এবং সামান্য পরিমাণে এডিট করে আপনাদের কাছে উপস্থাপন করি।

[ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্য-০৪]

IMG20230601073745.jpg

চতুর্থ পোস্টটিতে আপনারা একটি ফুলের ছবি দেখতে পারছেন। এই ফুলটি সম্পর্কে আমার কোন ধারণা নেই। ফুলটির নাম না জানা থাকার কারণে নাম উল্লেখ করতে পারলাম না। এই ছবিটি আমাদের গ্রামের রাস্তার পাশে থেকে সংগ্রহ করা হয়। এই ছবিটিতেও কিছু পরিমাণ এডিট করে আপনাদের কাছে উপস্থাপন করি।

ছবিটি মূলত আমার মোবাইল ফোন থেকে তোলা হয়েছে। নিচে আমার মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো।

মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য:-

মোবাইল ফোন নাম:- Realme C25s
মোবাইল ফোন মডেল:- RMX3195
মোবাইল ফোন প্রোসেসর:- Hello G85
মোবাইল ফোন ব্যাটারি:- 6000 mAh
মোবাইল ফোন RAM:- 4.00 GB
ROM:- 128 GB
মোবাইল ফোন ক্যামেরা--Font:- 8 MP
--Rear:- 48MP+2MP+2MP

আশা করি আমার তোলা ছবিগুলি আপনাদের অনেক ভাল লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।

আমার পোস্টটি আপনার মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 82575.49
ETH 1774.10
USDT 1.00
SBD 0.67