একটি সাদা কালো চিত্রাঙ্কন

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ব্লগটি হচ্ছে একটি সিম্পল চিত্র নিয়ে। আমার কাছে যে কোন চিত্রাংকন করতে ভালো লাগে। আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের চিত্র আঁকার চেষ্টা করি। আজ আমি একটি সাদা কালো চিত্রাংকন করেছি। পেন্সিল ও সাইন পেন দিয়ে আমার আজকের আর্ট। এই ধরনের আর্টগুলো সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগে।আর এই আর্টগুলো করতে খুব বেশি সময় লাগে না।তাই আমি মাঝে মাঝে নিজের কল্পনা থেকে যে কোন সিম্পল ডিজাইনের এই চিত্রগুলো আঁকি। তাহলে চলুন আমার আজকের চিত্রটি দেখে নেয়া যাক

20230613_090315.jpg

20230613_090251.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • পেন্সিল
  • সাইন পেন
  • জেল পেন
  • সাদা কাগজ

20230612_180709.jpg

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে আমি সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে একটি গোল এঁকে নিলাম।

20230613_084931.jpg

20230613_085008.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার গোলের ভেতর সাইন পেন দিয়ে একটি গাছ এঁকে নিলাম।

20230613_085219.jpg

20230613_085452.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার গাছের ডালে দুটি বাসা এঁকে নিলাম।

20230613_085701.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • এবার গাছের পাশে একটি ঘর ও নিচে পানি এঁকে নিলাম।

20230613_085820.jpg

20230613_085848.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • উপরে সূর্য একে ছবি তুলে নিলাম।

20230613_090243.jpg

20230613_090249.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার চিত্রটির পাশে আমি সিগনেচার দিয়ে দিলাম।

20230613_090315.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

যদিও আমি তেমন একটা আর্ট করতে পারিনা। তবে মাঝে মধ্যে চেষ্টা করি। আপু আপনার আর্ট দেখতে দারুন হয়েছে। আর্টটি সিম্পল হলেও দেখতে অনেক সুন্দর লাগতেছে। এধরনের গ্রামীণ পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আসলে আমিও তেমন সুন্দরভাবে আর্ট করতে পারি না ।তবে যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার সিম্পল র্আট আপনার ভালো লেগেছে ধন্যবাদ।

 last year 

বৃত্তের মধ্যে দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের চিত্রগুলো অঙ্কন করা অনেক কঠিন কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর লাগে।

 last year 

আসলে বৃত্তের মধ্যে ছোট ছোট চিত্র গুলো আঁকতে আমার অনেক ভালো লাগে।বৃত্রের ভিতর ছোট ছোট আর্ট গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়। ধন্যবাদ

 last year 

খুব সুন্দর একটি সাদা কালো আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে।আর্টটি সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের আর্টগউলও আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর একটি সাদা কালার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সাদাকালো র্আট আমার কাছে অনেক ভালো লাগে। যদিও আমি খুব বেশি ভালো আর্ট করতে পারি না কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের সাথে আমার পছন্দের আর্ট গুলো শেয়ার করতে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য।

 last year 

অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার এই চিত্র অংকনের ক্ষেত্রে গাছের চিত্র অঙ্কনটি এবং সুন্দর একটি ঘরের চিত্র অংকনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি সাদা কালো চিত্র অঙ্কনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সাদাকালো আর্ট গুলোর মধ্যে খুব ছোট হলেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আমার চিত্রের মধ্যে গাছ এবং ঘর আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগছে আপনাদের মন্তব্যই আমার সামনে এগিয়ে চলার পথ প্রদর্শন।

 last year 

পেন্সিল এবং জেল পেন দিয়ে বেশ চমৎকার প্রাকৃতিক দৃশ্য ফুটে তুলেছেন। আসলে আর্ট করতে আমার খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। খুবই দুর্দান্ত হয়েছে। আপনার সাদা কালো চিত্রাঙ্কন খুবই নিখুঁত হইছে। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

আসলে পেন্সিল দিয়ে সুন্দরভাবে চিত্র অঙ্কন করতে জানলে রং পেন্সিলের প্রয়োজন হয় না। আমাদের কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর চিত্রাংকন করে পেন্সিল দিয়ে। তাই আমিও সাদা কালো চিত্রাংকন করার চেষ্টা করি।

 last year 

গোল বৃত্তের মধ্যে অনেক সুন্দর একটা সাদা কালো আর্ট করেছেন আপনি। এরকম চিত্রাংকন গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি অংকন করেছেন যা দেখেই বুঝতে পারছি। উপস্থাপনার মাধ্যমে সম্পূর্ণ টা আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখা আরও বেশি ভালো লেগেছে। জাস্ট অসাধারণ ছিল আপনার করা এই সম্পূর্ণ চিত্রাংকন টি।

 last year 

গোল বৃত্তের মধ্যে আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আমার দক্ষতা কতটুকু আছে আমি জানিনা তবে মাঝে মাঝে চেষ্টা করি কিছু আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। ধন্যবাদ আপু এত সুন্দর মতামত প্রদান করার জন্য। আশা করি সব সময় পাশে থাকবেন।

 last year 

আপনি পেন্সিল ও সাইন পেন বিয়ে খুব সুন্দর একটি সাদা কালো গোল বৃত্তের চিত্রঅঙ্কন করেছেন। আসলে আপনার চিত্রঅংকন দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে গাছের মধ্যে দোলাগুলোর কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। আর আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য চিত্র অঙ্কনটি আপনাকে ধন্যবাদ।

 last year 

আপু আসলেই পেন্সিল দিয়েও খুব চমৎকার চিত্রাংকন করা যায় যদি মনোযোগ সহকারে করা যায়। আমি আসলেই মাঝে মাঝে রঙিন চিত্রাংকন গুলো করি ।আবার মাঝে মাঝে সাদা কালো চিত্রাংকন করি। কারণ সাদা কালো চিত্রাঙ্কন করে আমার খুবই পছন্দ। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29