ননদের জামাই এর জন্য টাকার মালা তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ব্লগটি হচ্ছে একটি টাকার মালা তৈরি নিয়ে। এই টাকার মালাটি তৈরি করেছি আমার ননদের জামাইয়ের জন্য।
  • বিয়েতে আনন্দটাই হচ্ছে আসল। তাই আমার ননদের বিয়েতে আমরা কোন আনন্দই কমতি রাখিনি। আর নতুন জামাইকে বিভিন্নভাবে বরণ করার আয়োজনটাও করেছি ভিন্নভাবে। তাই আপনারা নতুন জামাই এর জন্য একটি টাকার মালা তৈরি করেছি। আরে এই টাকার মানায় জামাইয়ের কলে যখন দিয়েছি সবাই বেশ আনন্দ পেয়েছে। আর এই টাকার মালা দিয়ে আমরা জামাইয়ের কাছ থেকে আরও ৫০০০ টাকা হাতিয়ে নিয়েছি।🤣🤣
  • সে যাই হোক বিয়েতে একটু আধটু আনন্দ না করলে বিয়ের ভাবটাই আসে না। মালা তৈরি করার জন্য আমরা অনেকগুলো নতুন টাকা জোগাড় করতে হয়েছে। ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা ও ৫০০ টাকার নোট ব্যবহার করেছি এই মালার জন্য। আর এই টাকার মালাটি যখন বরের গলায় পরিয়েছি তখন ঝামেলার কারণে ছবি তুলতে মনে ছিল না। আর এই টাকার বেলায় তৈরি আমি ধাপে ধাপে ছবি তুলে নিয়েছি তাহলে চলুন দেখে নেয়া যাক।

GridArt_20230312_204318751.jpg

🌺 ১ম ধাপ🌺

  • প্রথমে আমি দশ টাকা ও বিশ টাকার নোট কুচির মত ভাঁজ করে ফুল তৈরি করে নিয়েছি।

IMG-20230118-WA0011.jpg

IMG-20230118-WA0010.jpg

🌺 ২য় ধাপ🌺

  • এবার ৫০ টাকার নোট গুলো কোনাকুনি ভাঁজ করে স্টাবলার করে নিয়েছি।

IMG-20230118-WA0007.jpg

IMG-20230118-WA0008.jpg

🌺 ৩য় ধাপ🌺

  • এবার ৫০ টাকার সবগুলো নোট একইভাবে বসিয়ে ফুলের মত গোল করে পিন মেরে দিয়েছি।

IMG-20230118-WA0009.jpg

IMG-20230118-WA0006.jpg

🌺 ৪র্থ ধাপ🌺

  • এবার ১০ টাকা ও বিশ টাকার নোট সুই সুতা দিয়ে গেঁথে মালা তৈরি করে নিয়েছি।

IMG-20230118-WA0005.jpg

IMG-20230118-WA0004.jpg

IMG-20230118-WA0003.jpg

🌺 ৫ম ধাপ🌺

  • এবার ৫০ টাকার নোট গোল করা মালার উপর ২০০ টাকা ১০০ টাকা ও ৫০০ টাকার নোট ডিজাইন করে পিন মেরে দিয়েছি।

IMG-20230118-WA0001.jpg

🌺 শেষ ধাপ🌺

  • টাকার মালা তৈরি করে ছবি তুলে নিয়েছি।

IMG-20230118-WA0002.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
Loading...
 last year 

টাকার মালা বানানোর এই বিষয়টি আমার কাছে বেশ মজা লেগেছে। দারুন একটা আইডিয়া ছিল। আর নতুন জামাইয়ের কাছ থেকে বেশ ভালই টাকা হাতে নিয়েছে দেখছি।

 last year 

ভাইয়া নতুন জামাই এর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার এটা এক ধরনের সম্মানি সিস্টেম। হাহাহা
আপনিও চাইলেই মাঝে মাঝে এই পন্থা অবলম্বন করতে পারেন।

 last year 

আগের গ্রামের বিয়ের মধ্যে এরকম টাকার মালা গুলো তৈরি করে বরের গলায় পরিয়ে দিত। এবং বরের কাছ থেকে তার বকশিশ নিতো। এগুলো আমার আম্মুর মুখে শুনেছি। তবে আমি কখনো এই ধরনের মালা গুলো তৈরি করিনি। আপনার টাকার মালাটি দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টাকার মালা তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই টাকার মালা পরানো এ ব্যাপারটি আমার কাছেও নতুন। নতুন হলেও নতুন কিছু নতুন বরের জন্য তৈরি করতে পারাটাই হচ্ছে আসল বিষয়। তাই এই সিস্টেম চালু করে আমরা বেশ মজা করেছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপু আপনি তো আপনার ননদের জামাইর জন্য বেশ সুন্দর একটি টাকার মালা বানিয়েছেন। যদিও আমিও বানিয়েছি এটি।কিন্তু সেদিন আইডিয়াটা ও বেশ ভালো ছিল।আমি এর আগে কখনো টাকার মালার ব্যাপারে শুনিনি। যাইহোক মালাটা ভীষণ সুন্দর হয়েছে।আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছ টাকার মালাটি আসলেই অনেক সুন্দর হয়েছিল। আপু আপনি কখন বানিয়েছেন ক্রিডিট নিতে চান তাই না! যাই হোক গলাটি ভীষণ পছন্দ হয়েছে সবার এটাই বড় কথা।

 last year 

আপনি অনেক সুন্দর করে আপনার ননদের জামাইয়ের জন্য টাকার মালা তৈরি করেছেন। ডিজাইনটা সুন্দর ছিল। টাকার মালা আমি আগে কখনো বানাইনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আসলে আপু এটা তৈরি করার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বড় আপুর ।তিনি কষ্টটা করেছেন আমরা হালকা-পাতলা হেল্প করেছি শুধু। যদিও কষ্টের মাঝে আনন্দটাই ছিল বেশি।

 last year 

বাহ্ আপু আপনি তো খুব ক্রিয়েটিভ।হাহা এই মালা দিয়ে ৫০০০ টাকা হাতিয়ে নিয়েছেন আবার।টাকার মালা গুলো আগেও দেখেছি।তবে আপনার টা অনেক ইউনিক লেগেছে আমার।আপনার ননদের জামাই এর জন্য অসাধারণ একটি মালা তৈরি করেছেন।এটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আসলে নতুন কিছু করতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে ।টাকার মালা ব্যাপারটি আসলেই সবার কাছে বেশ ভালো লেগেছিল ।নতুন বর তো একেবারে অবাক হয়ে গিয়েছে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপু ননদের জামাইকে এরকম টাকার মালা পড়াতে হয় তা তো আগে কখনো শুনিনি। এতগুলো টাকা দিয়ে মালা তৈরি করে ননদের জামাইকে মালাটি পরিয়ে বেশ ভালই আনন্দ উপভোগ করেছেন মনে হচ্ছে। যাইহোক ননদের জামাই কে টাকার মালা দিয়ে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ব্যাপারটি বেশ ভালো লেগেছে। ননদের জামাইয়ের জন্য টাকার মালা কিভাবে তৈরি করেছেন তা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আসলে ভাইয়া টাকার মালা পরানো হচ্ছে এক ধরনের সম্মাননা। আর সবগুলো টাকাই হচ্ছে এখানে কচ কচে নতুন। নতুন জামাইকে এই টাকার মালা পরিয়ে আমরা ৫০০০ টাকা তুলে সবাই ভাগাভাগি করেছি যদিও আমার ভাগ্যে পড়েনি।

 last year 

ননদের বিয়েতে তাহলে বেশ ভালোই মজা করেছেন৷ আসলে বিয়ে মানেই মজা আনন্দ ৷ যাই হোক , ননদের জামাই এর জন্য টাকা দিয়ে তো বেশ বড় একটি মালা তৈরি করেছেন ৷ আগে কখনো টাকার মালা দেখিনি ৷ আপনাদের তৈরি টাকার মালা দেখে ভালোই লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

 last year 

বেশ মজাই করেছি ।আসলে বিয়ে মানেই তো হচ্ছে আনন্দ। বিয়েতে বিভিন্ন সিস্টেম চালু করে আনন্দ ভাগাভাগি করে নেয়াটাই হচ্ছে আসল। তবে টাকার মালাটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে।

 last year 

বিয়েতে টাকার মালা দিয়ে ৫০০ টাকা হাতিয়ে নিলেন এটাতো এক ধরনের ধান্দা হয়ে গেল🤭🤭। ঠিক বলছেন আপু আসলে বিয়েতে যদি এভাবে আনন্দ করা না যায় তাহলে বিয়েটা মাটি হয়ে যায়। ননদের জামাইকে টাকার মালা দিয়েছেন বেশ মজার একটি উপহার দিয়েছেন অনেক ভালো লেগেছে পড়ে। সুন্দর মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন পড়ে অনেক ভালো লাগলো

 last year 

আসলে আপু বিয়েতে বিভিন্নভাবে দুলার কাছ থেকে টাকা নেওয়ার নামই তো বিয়ে। টাকার মালা দিয়ে বরকে বরণ করা কিন্তু এক ধরনের সম্মাননা বটে। যদিও এই টাকা ভাগ করতে গিয়ে নিজের ভাগেই পড়ে নি।

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70541.68
ETH 3582.21
USDT 1.00
SBD 4.74