সাদা কাগজ দিয়ে তৈরি ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে খুব পছন্দ করি। নিজের হাতে ঘরে ব্যবহৃত যেকোনো জিনিস কাগজ দিয়ে বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাইতো যখন তখন সাদা বা রঙিন কাগজ নিয়ে বসে যাই মনের মত কিছু তৈরি করতে। আজ বানিয়েছি সাদা কাগজ দিয়ে একটি ফুল।তাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করলাম।

  • এই ধরনের ফুল বানিয়ে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে ও সাজানো যাবে। এই ধরনের ফুলগুলো বানাতে খুব বেশি সময় ও লাগে না। অল্প সময়ে তৈরি করা যায়।
    এখন আমি সাদা কাগজ দিয়ে বানানো কাগজের ফুলটি বানানো পদ্ধতি ধাপে ধাপে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক

20230225_211524.jpg

20230225_211534.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • কলম

20230225_210438.jpg

💘 ১ম ধাপ💘

  • প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে বর্গাকৃতির ভাজ করে কেটে নিলাম।

20230225_210540.jpg

20230225_210702.jpg

💘 ২য় ধাপ💘

  • এবার মাঝখানে দুই ভাঁজ সমানভাবে করে পেন্সিল দিয়ে ফোটা করে নিলাম।

20230225_210733.jpg

20230225_210805.jpg

💘 ৩য় ধাপ💘

  • এবার দু দিক থেকে দু ভাঁজ করে নিলাম।

20230225_210844.jpg

20230225_210940.jpg

💘 ৪র্থ ধাপ💘

  • এবার সমানভাবে আরও এক ভাঁজ করে নিলাম।

20230225_211018.jpg

💘 ৫ম ধাপ💘

  • এবার সমান করে কেটে পেন্সিল দিয়ে ডিজাইন একে নিলাম।

20230225_211030.jpg

20230225_211231.jpg

💘 ৬ষ্ঠ ধাপ💘

  • এবার কাচি দিয়ে ডিজাইনটি কেটে একটি স্টার বানিয়ে নিলাম।

20230225_211449.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার ভাঁজ করা অংশ মেলে ছবি তুলে দিলাম।

20230225_211524.jpg

20230225_211527.jpg

🌺 আশা করি আমার আজকের ফুল টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

সাদা কাগজ দিয়ে তৈরি ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে কাগজের নকশা গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে পোস্ট উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সাদা কাগজ দিয়ে বানানো ফুলটাই আপনার পছন্দ হয়েছে তাই আমার কাছে খুবই ভালো লাগছে। এ ধরনের ফুলগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কাগজ কেটে ফুল তৈরি করাটা আসলে আমার খুব পছন্দ। তবে এই ক্ষেত্রে কিছুটা ঝামেলাও রয়েছে। যদি ভুলবশত ভুল ভাবে কেটে যায় তাহলে দেখা যায় পুরো কাজটি বিনষ্ট হয়ে যায়। যাই হোক খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজ দিয়ে ফুল বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এটা ঠিক বলেছেন যে ফুল কাটতে একটু সমস্যা হয় ।ভুল কেটে ফেললে পুরো ফুলটি নষ্ট হয়ে যায় তাই একটু সাবধানতার সাথে কাটতে হয়।

 2 years ago 

সাদা কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ফুল তৈরি করলেন। আমার নিজের কাছেও এরকম ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। এই ফুল গুলো দেখে মনে হয় খুব সহজেই তৈরি করা যায়। কিন্তু ফুল গুলো যখন তৈরি করতে বসি তখন বোঝা যায় কতটা সময় লাগে। আপনি অনেক সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন আজকে।

 2 years ago 

সাদা কাগজ দিয়ে আমি একটি সুন্দর ফুল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার পছন্দ হয়েছে। এই ধরনের ফুলগুলো ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

 2 years ago 

কাগজের তৈরি ফুলের নকশাটি কিন্তু চমৎকার হয়েছে আপু। সাদা রংয়ের কাগজ ব্যবহার করাতে দেখতে আরো বেশি ভালো লেগেছে। সাদা রং দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে। আর সাদা কাগজের সৌন্দর্য সবসময় অনেক বেশি হয়। অনেক অনেক শুভকামনা রইল। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

কাগজের তৈরি ফুলের নকশাটি আপনাদের পছন্দ হয়েছে জেনে আমার কাছে ভীষণ ভালো লাগছে ।এতে করে আবার কাজের আগ্রহ আর বেড়ে গেছে। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে উৎসাহিত করেছে।

 2 years ago 

কাগজ দিয়ে বানানো ডাই এর কাজ গুলো আমার খুব ভাল লাগে। আপনি সাদা কাগজ কেটে এবং ভাজ করে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখিয়েছেন এবং যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবে। ধন্যবাদ আপু।

 2 years ago 

কাগজ দিয়ে বানানো ডায়ায় প্রজেক্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের কমিউনিটিতে অনেকেই এ ধরনের ফুলগুলো বানায়। আমি খুব সহজভাবে ফুল বানিয়ে দেখিয়েছি যাতে যে কেউ শিখে নিতে পারে।

 2 years ago 

কাগজ কেটে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের তৈরি ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের তৈরি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজ কেটে সুন্দর একটি ফুল তৈরি করেছি। এই ফুলগুলো ঘরে লাগালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় । আর এই ফুলগুলো তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না।

 2 years ago 

আপু সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। আমার কাছেও এমন ফুল বানাতে ভালো লাগে। এই ফুল দিয়ে ঘর সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ফুল বানানোর পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু যে কোন কাগজ দিয়ে ফুল বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ধরনের ফুল গুলো দিয়ে ঘর সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। তাইতো আমি সহজ ভাবে একটি ফুল তৈরি করেছি শেয়ার করলাম।

 2 years ago 

সাদা কাগজ দিয়ে ফুল তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ছোটবেলায় দেখতাম এগুলো হালখাতাতে সব থেকে বেশি ব্যবহার করা হয়। আপনার পোস্ট দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

সাদা কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক বলেছেন ছোটবেলায় আমরা দেখতাম হালখাতায় এই ধরনের ফুল গুলো বেশি ব্যবহার করা হয়।

 2 years ago 

আপনি অনেক সহজ ভাবে নকশাটি তৈরি করেছেন। আপনি ঠিক বলছেন আপু দেখে বোঝা যাচ্ছে একদম সহজভাবে তৈরি করা যাবে। তাও আবার সাদা কাগজ দিয়ে তৈরি করেছেন কোন ঝামেলা নেই খরচের স্বাভাবিক কাগজ দিয়ে তৈরি করা যায়। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে সাদা কাগজ দিয়ে তৈরি ফুলটি। প্রতিটি ধাপ অনেক সহজভাবে শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

জ্বী আপু আমি সহজ ভাবে নকশাটি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করেছি যাতে খুব সহজে যে কেউ শিখে নিতে পারে। আর এই ধরনের ফুলগুলো তৈরি করতে তেমন বেশি ঝামেলাও হয় না। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63195.68
ETH 2615.38
USDT 1.00
SBD 2.74