স্বরচিত কবিতা|| "অপরাজিতা"

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার আজকের কবিতার নাম "অপরাজিতা"। আমরা অনেকেই নিশ্চয়ই জানি অপরাজিতা বলা হয় নারীদের। কেননা নারীরা পরিবার সমাজ ও রাষ্ট্রে অবদান রেখে গেছে যুগের পর যুগ থেকে। অতি প্রাচীনকালে নারীদেরকে শুধুমাত্র ঘরের বন্দী করে রাখা হতো। শিক্ষা দীক্ষা কর্মে সকল কিছুতেই নারীদেরকে পিছিয়ে রাখা হতো। কিন্তু বর্তমান সময়ে নারীরা যেন প্রজাপতির ডানার মত সর্বত্র বিরাজমান। দাড়িটা এখন পরিবার ও সমাজ সব একই তালে সামলাচ্ছে। কর্মরেখা ও যোগ্যতার পরিচয় দিচ্ছে পুরুষের সমান। তাই নারীদেরকে পিছিয়ে রাখা এখন আর সম্ভব নয়। তাইতো নারীরা অপরাজিতা। কবিতা লিখতে আমার কাছে ভালো লাগে তাই আমি মাঝে মাঝে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কবিতা লিখি। আজ হঠাৎ ইচ্ছে হলো নারীদের নিয়ে কিছু লিখি। তাই আমার আজকের কবিতার এই নাম চয়ন করেছি। আশা করি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে

pexels-cliff-booth-4058223.jpg
উৎস

অপরাজিতা

মরিয়ম লোপা

অপরাজিতা তুমি অপরাজিতা
তামাম পৃথিবী বিস্ময়
কর্মে মেধায় ,,,
উদ্দীপ্ত চরনে রয়েছে কত যে হৃদয় গাথা
অপরাজিতা তুমি অপরাজিতা।

ঘরে বাইরে যারা সমান তালে
কর্মে অবদান রেখে চলে
মেধা যাচাই আর মননশীলতায়
যাদের অবদান পাতায় পাতায়

শিক্ষার বিস্তৃতি বাড়াতে গিয়ে
পুরুষের সাথে নিজেকে নিয়ে
কর্মে অবতরণ করে তারা
আমার দেশের দুঃসাহসী নারী তারা।।

কখনো দেখা যায় শ্রমজীবী হয়ে
কখনো গুহাটে তারা ব্যবসার পথে
শিক্ষকতা থেকে সর্বোচ্চ পদে
প্রধানমন্ত্রী তো নারীরাই করে

নারীরা এখন আর নয় অবহেলিত
কোন ক্ষেত্রে তারা নয় কভু বঞ্চিত
তাই তো উচ্চ কন্ঠে মোরা বলি
অপরাজিতা তুমি অপরাজিতা।।

🌺 আশা করি আমার আজকের কবিতা টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 last year 

আপনি আজকে নারীদের অগ্রযাত্রা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি বলতে এখন আর আগের মতো নারীরা পিছিয়ে নেই। এখনকার সমাজে সর্বক্ষেত্রে অগ্রগতি সাধন করেছে চৌকস নারী নেতৃত্ব। যাইহোক আপনার কবিতার লাইনগুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

 last year 

জ্বী ভাইয়া নারীদের অগ্রযাত্রা এখন পুরুষের সাথে সমান তালে চলছে। নারীরা এখন শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে কোথাও পিছিয়ে নেই। সর্বক্ষেত্রে তারা অগ্রগতি সাধন করছে। তাই আমার এই কবিতাটি আপনাদের জন্য উপহারস।

 last year 

আসলেই আপু আজকালকার দিনে মেয়েরা ছেলেদের থেকে কোন অংশে কম না। ছেলেদের সাথে তাল মিলিয়ে লেখাপড়া থেকে শুরু করে কর্মস্থলে অবদান রেখে যাচ্ছে। ধন্যবাদ আপু নারিদের নিয়ে সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।

Posted Using Steempro Mobile Apps

 last year 

একদম ঠিক বলেছেন আজকালকার মেয়েরা ছেলেদের থেকে কোন অংশে কম নয়। পড়ালেখা থেকে শুরু করে কর্মস্থলে থাকার তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অবদান রেখে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত করার জন্য।

 last year 

অপরাজিতা কবিতাটি দারুন লিখেছেন আপু।মেয়েরা আগের যুগে ঘর বন্ধি হয়ে থাকতো কিন্তু এখন তারা আর পিছিয়ে নেই।দেশে বিদেশে সব যাইগাতেই নারিদের সমান অধিকার রয়েছে।কবিতার মাঝে অনুভুতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

একটা সময় নারীদেরকে পড়ালেখা করানো হতো না শুধুমাত্র ঘরে কাজ করার জন্যই মনে করা হতো নারীদের জন্ম। কিন্তু এখন নারীরা দেশ থেকে বিদেশে পর্যন্ত নিজেদের অবদান রেখে যাচ্ছে। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 last year 

আপনার স্বরচিত কবিতা অপরাজিতা পড়ে খুব ভালো লাগলো। খুবই চমৎকার কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রত্যেকটি ছন্দ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

ঘরে বাইরে যারা সমান তালে
কর্মে অবদান রেখে চলে
মেধা যাচাই আর মননশীলতায়
যাদের অবদান পাতায় পাতায়।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আসলে আমি মাঝে মাঝে কবিতা লিখতে পছন্দ করি। তাই কবিতার মাধ্যমে আমার মনের আবেগগুলো প্রকাশ করার চেষ্টা করি। আমার কবিতার এই লাইনগুলো আপনার বেশি পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগছে।

 last year 

আপু আপনি আজকে দারুন একটি কবিতা লিখেছেন। আপনার লেখা অপরাজিতা কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে। আমার নিজের কাছে কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক পড়তেও অনেক ভালো লাগে। এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আমি আসলে কবিতা লিখতে পছন্দ করি তাই আমি মাঝে মাঝে কবিতা লিখি আপনাদের সাথে শেয়ার করি। আমার এই কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগছে এতে করে আমি অনুপ্রাণিত হয়েছি।

 last year 

শিক্ষার বিস্তৃতি বাড়াতে গিয়ে
পুরুষের সাথে নিজেকে নিয়ে
কর্মে অবতরণ করে তারা
আমার দেশের দুঃসাহসী নারী তারা।

আপু আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতাটি পড়ার সময় উপরের চারটি লাইন আমার মনো প্রাণ কেড়ে নিয়েছে। আপনি কবিতাটি বেশ সুন্দরভাবে সাবলীল ভাষায় লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে এমন কি উপরের এই লাইন গুলো বেশি ভালো লেগেছে জেনে আরো বেশি আমার কাছেও ভালো লাগছে। আসলে কবিতার মধ্যে শাবলীল ভাষা থাকলে কবিতা পড়তে ভালো লাগে। তাই আমি কবিতাটি মনের মত করে লেখার চেষ্টা করেছি।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। অপরাজিতা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে নারীদেরকে অপরাজিতা বলে গণ্য করা হয় কেননা নারীরা সর্বক্ষেত্রে নিজেদের অবদান রেখে চলছে।সুন্দর মতামত ব্যক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার লেখা অপরাজিতা কবিতাটা খুবই চমৎকার হয়েছে।নারীদের সমান অধিকার নিয়ে এত চমৎকার একটি কবিতা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। নারীরা এখন কোথাও পিছিয়ে নেই তারা এখন সবখানে এগিয়ে আছে। ধন্যবাদ নারীদের নিয়ে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।

 last year 

নারীরা নিজেদের অধিকার এখন ছিনিয়ে নিতেছি শিখেছে। তাই তারা তাদের অবদানগুলো দেখিয়ে দিচ্ছে পুরুষের সাথে সমান তালে। তাই আমি নারীদেরকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছি আপনাদের সাথে।

 last year (edited)

আপনি খুবই সুন্দর একটি কবিতা রচনা করেছেন এবং এত সুন্দর কবিতা দেখে খুবই ভালো লাগলো৷ এই কবিতাটি পড়েও আমার একটু শান্তি অনুভূত হল৷ এই কবিতার যে লাইনগুলো আমার অত্যন্ত বেশি পরিমাণে ভালো লেগেছে সেই লাইনগুলো হল :

ঘরে বাইরে যারা সমান তালে
কর্মে অবদান রেখে চলে
মেধা যাচাই আর মননশীলতায়
যাদের অবদান পাতায় পাতায়

 last year 

আসলে ভাইয়া আমার কাছে কবিতা লিখতে ভালো লাগে তাই আমি মাঝে মাঝে কবিতা লিখার চেষ্টা করি। আমার কবিতা এই লাইনগুলো আপনার পছন্দ হয়েছে যেন অনেক ভালো লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44