স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে পিকনিকে একদিন

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ব্লগটি হচ্ছে কুমিল্লা কোটবাড়ি ও শালবন বিহারে পিকনিকে কাটানো মুহূর্ত নিয়ে।
  • কোথাও পিকনিকে যেতে কার না ভালো লাগে ।আমার কাছে তো খুবই ভালো লাগে কোথাও ঘুরা ফেরা করতে যেতে। গত সপ্তাহে আমার আপুর স্কুল থেকে কুমিল্লা কোটবাড়ি ও শালবন বিহারে পিকনিকে নেয়া হয়েছিল ।সেই সুবাদে আমিও পিকনিকে গিয়েছি। সেখানকার পরিবেশ খুবই ভালো লেগেছে। ছাত্র-ছাত্রীদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক উপভোগ করেছি। তাই সেই সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে এসেছি।

GridArt_20230315_172155828.jpg

  • ভোর ছয়টার দিকে সকল ছাত্র-ছাত্রী স্কুলের প্রাঙ্গনে এসে হাজির হয় ।আর সেখানে তার আগেই বাস এসে উপস্থিত ছিল ।আর তখন সকল ছাত্রছাত্রী সুন্দরভাবে সিটে বসে গাড়ি ছাড়ার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই আমি একটি সেলফি তুলে নিলাম।

20230306_082032.jpg

  • কুমিল্লা কোটবাড়ি খুবই চমৎকার একটি জায়গা ছাত্র-ছাত্রীদের ঘুরানোর জন্য। একদিনের ভ্রমণের জন্য এর থেকে বেশি দূরে না গিয়ে কুমিল্লায় খুব চমৎকারভাবে সময় কাটানো গিয়েছে। প্রথমেই আমরা কুমিল্লা ব্লু ওয়াটার পার্কের গেইটে প্রবেশ করি। তারপর এর ভেতরের পরিবেশ দেখে তো মুগ্ধ হয়ে যাই। বিশাল এরিয়া নিয়ে এই সুন্দর পার্কটি এই পার্কের মধ্যে শুধু কৃত্রিমতা নয়, প্রকৃতির সৌন্দর্য পরিলক্ষিত হয়। ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করে।

20230306_112403.jpg

20230306_113330.jpg

20230306_113635.jpg

  • এর ভিতরে অনেক চমৎকার প্রবাহিত পানির মধ্যে ছোট ছোট নৌকাগুলোতে সবাই টিকিট কেটে উঠেছিল। আর এগুলো ভেতরের ছোট্ট পুকুরটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছে। ছাত্র-ছাত্রীরা এই আনন্দটুকু বেশ ভালোভাবেই উপভোগ করছে। কেউ কেউ আবার ছবি তোলার জন্য বায়না ধরেছে আর সবাই একসাথে বসে ছবি তুলেছে।

20230306_114037.jpg

20230306_114229.jpg

20230306_114300.jpg

  • পার্কের ভেতরে ছোট্ট একটি প্রবাহিত কৃত্রিম ঝর্ণা দেয়া হয়েছে যারা পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত। এ চারপাশে রঙিন পাথর এবং মাঝখানে ছোট ছোট পানি পড়ার গর্ত। প্রবাহমান এই পানির ঝর্ণাধারা দেখে সবাই বেশ আনন্দিত হয়েছে এবং অনেক ধরনের ছবি তুলেছে সবাই। আর তাদের সাথে আমিও একটি সেলফি তুলে দিলাম। বেশ কিছুক্ষণ আনন্দ করার পর ছাত্র-ছাত্রীদের নিয়ে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

20230306_114434.jpg

20230306_114612.jpg

20230306_115701.jpg

20230306_120340.jpg

  • পার্কের ভেতরের শৃঙ্খলা এবং সিস্টেমগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য বেশ কিছু রাইড এর ব্যবস্থা রাখা হয়েছে। ছোট বাচ্চাদের আনন্দ দেয়ার মত এমন জায়গাগুলোই যথেষ্ট। বাইরে রে মনোরম পরিবেশ এবং সব মিলিয়ে সারাটা দিন বিষ চমৎকারভাবে সবাই উদযাপন করেছে। এমন সুন্দর ছোট ছোট স্মৃতিগুলো সবার জীবনে আসুক।

20230306_125253.jpg

20230306_125318.jpg

20230306_132926.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে চমৎকার সময় কাটিয়েছেন আপু। বিশেষ করে পরিবেশটা বেশ সুন্দর মনে হয়েছে আমার কাছে। যাক বোনের স্কুলের পিকনিকের সুবাদে আপনার ঘুরা হয়ে গেছে।
পুকুরের মধ্যে ছোট ছোট নৌকার মতো রাইডগুলো দারুন লেগেছে, সেই সাথে পরিবেশটা এককথায় অসাধারণ।
ধন্যবাদ আপু চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে আমি বেশ চমৎকার সময় কাটিয়েছি।আসলেই চারপাশের পরিবেশ যদি সুন্দর হয় সেখানে ঘোরাফেরা করার মজাই আলাদা।আমার কাছেও পুকুরের মধ্যে ছোট ছোট নৌকার মতো রাইডগুলো বেশ ভালো লেগেছে।

 2 years ago 

মাঝে মাঝে স্কুলের বাচ্চাদের এমন পরিবেশে নিয়ে গেলে মাইন্ডটাও সতেজ হয়। পড়াশোনার পাশাপাশি আমি মনে করি মাঝে মাঝে কোথায় ঘুরতে নিয়ে গেলে মন্দ হয় না । আপনার আপুর স্কুলের পিকনিকে তাহলে আপনিও গেলেন।। ব্লু ওয়াটার পার্কটি সুন্দর। বিনোদনের ব্যবস্থাও আছে দেখছি।

 2 years ago 

ঠিক বলেছেন মাঝে মাঝে এই স্কুলের বাচ্চাদের সাথে এমন পরিবেশে গেলে মন ভালো থাকে। জ্বী ভাইয়া আমি মনে করি মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে মন্দ হয় না এতে মন মাইন্ড ফ্রেশ থাকে। ব্লু ওয়াটার পার্কটি আসলেই অনেক সুন্দর।

 2 years ago 

ওয়াও কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে চমৎকার একটি সময় অতিবাহিত করেছেন ৷ আর সত্যি বলতে ছোট্ট বাচ্চাদের সাথে মিশতে বেশ ভালোই লাগে ৷ আর পিকনিক খাওয়ার মজাই আলাদা ৷ অনেক ধন্যবাদ আপু দারুন কিছু ফটোগ্রাফি সেই সাথে কাটানো মুহূর্ত গুলো শেয়ার করেছেন ৷

 2 years ago 

কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে চমৎকার সময় কাটিয়েছি আমরা সবাই। ছোট বাচ্চাদের সাথে মিশতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ ছোট বাচ্চারা হচ্ছে আনন্দের প্রতীক। অনেক সুন্দর মুহূর্ত আমি ছবি তুলে রেখেছি।

 2 years ago 

কুমিল্লা ব্লু ওয়াটার পার্কের নাম শুনেছিলাম তবে রিসেন্টলি যাওয়া হয়নি। কারণ বিভিন্ন রকম ব্যস্ততার মধ্য দিয়ে খুব বেশি একটা ঘুরাঘুরি করতে পারিনা। তবে আশেপাশের জায়গা গুলোতে ঘুরতে ভালো লাগে। যাই হোক আপনার আপুর স্কুলের পিকনিক উপলক্ষে আপনিও যেতে পেরেছেন এবং সেখানে বেশ ভালই সময় কাটিয়েছেন দেখছি। বাচ্চারাও কিন্তু খুব খুশি। বাইরে কোথাও মাঝে মধ্যে ঘুরতে পারলে মন এবং শরীর দুটোই সতেজ থাকে। তাছাড়া বাচ্চাদের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ভালো লাগলো আজকের ব্লগটি।

 2 years ago 

ব্লু ওয়াটার পার্কটি আসলে খুব বেশি দেরি হয়নি রিসেন্টলি দেয়া হয়েছে তাই আমরা সেখানে পরিবেশ কেমন দেখার জন্য গিয়েছি। আমার কাছে চারপাশের পরিবেশ খুব ভালোই লেগেছে কারণ পার্কের সাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।

 2 years ago 

সবার সাথে এরকম পিকনিকে যাওয়ার মজাটাই আলাদা। কুমিল্লায় ব্লু ওয়াটার পার্কের নাম শুনেছি তবে কখনো যাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে জায়গাটি খুব সুন্দর এরকম বাচ্চাদের সাথে সময় কাটাতে এবং ঘোরাফেরা করতেখুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন সবার সাথে এভাবেই পিকনিকে যাওয়ার মজাটাই আলাদা। আমিও এই পার্কের নাম আগে শুনেছি তবে এর আগে যাওয়া হয়নি। এই প্রথম গিয়েছি সবার সাথে বেশ আনন্দময় সময় কাটিয়েছি। পুরোটা দিন খুব ভালোভাবেই কেটেছে আমাদের।

 2 years ago 

সবাই মিলে যদি যৌথভাবে পিকনিকে যাওয়া হয় তাহলে সময়টা অনেক সুন্দর কাটে। আমি প্রথমে মনে করেছিলাম আপনার স্কুলের পিকনিক কিন্তু আবার পড়ে জানতে পারলাম আপনার আপুর স্কুল থেকে পিকনিকে গেছেন। ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে কুমিল্লার পিকনিকের স্পটটি অনেক সুন্দর। সব ছাত্র-ছাত্রীরা তো অনেক আনন্দ করছে পিকনিকে। অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন সবাই মিলে পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আসলেই ঠিক বলেছেন সবাই মিলে যৌথভাবে কোথাও পিকনিকে গেলে সময়টা অনেক সুন্দর কাটে। না আপু এটি আমার বড় আপুর স্কুলের পিকনিক। এই স্কুলের সাথে আমার সম্পর্ক খুবই ভালো কারণ আমি মাঝে মাঝে ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাস করানোর চেষ্টা করি।

 2 years ago 

সবার সাথে আনন্দ করে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। আপনি আপনার বোনের স্কুলের পিকনিকে গিয়েছিলেন। সেখানে নিশ্চয়ই খুবই মজা করেছেন। চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর। সেখানে নিশ্চয়ই আপনারা সবাই মিলে সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই সবার সাথে কোথাও পিকনিকে যাওয়ার মজাই আলাদা। চারপাশের পরিবেশ আসলেই খুবই মনোরম ছিল তাই আমরা অনেক আনন্দময় সময় কাটিয়েছি সেখানে। আমার কাছে কোথাও ঘুরতে গেলে খুবই ভালো লাগে মন মাইন্ড ভালো থাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63792.82
ETH 2563.50
USDT 1.00
SBD 2.66