একটি সাদা কালো চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন ?আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটি সাদা কালো আর্ট করেছি। আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি ।কখনো সাদা কালারগুলো করি সাদাকালো করতে আমার কাছে খুবই ভালো লাগে। আজ আমি একটি পাখির খাঁচা এঁকেছি। এর মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি কথাটা লিখে এবং একটি পাখি খাঁচার ভিতর থেকে উড়ে যাওয়ার চেষ্টা করছে এমন একটি চিত্রাংকন করেছি। আশা করি আমার চিত্রাংকনটি আপনাদের পছন্দ হবে ।তাহলে চলুন আমার চিত্রাংকনটির অঙ্কন পদ্ধতি দেখে নেয়া যাক।

20230526_202247.jpg

20230526_202222.jpg

20230526_202211.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • সাইন পেন
  • রাবার
  • স্কেল

20230526_194158.jpg

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে সাদা কাগজের মাঝেই সমান দূরত্ব রেখে তুই থেকে দুটি মাঝখানে খাঁচার কথাটি ডাবল করে লিখলাম।

20230526_194606.jpg

20230526_195156.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার একইভাবে এর নিচে ডাবল করে ভেতর কথাটা লিখলাম।

20230526_200337.jpg

20230526_200505.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এরপর আরো নিচে নিচে অচিন পাখি কথাটি একইভাবে লিখলাম।

20230526_200526.jpg

20230526_200651.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • এবার সম্পূর্ণ খাঁচার আকৃতি অংকন করলাম এবং একটি পাখি অঙ্কন করলাম।

20230526_201054.jpg

20230526_201229.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • এবার সাইন পেন দিয়ে খাঁচাটি অঙ্কন করে নিলাম।

20230526_201618.jpg

20230526_201840.jpg

💘 ষষ্ঠ ধাপ💘

  • এবার এর ভেতরে খাঁচার ভিতর অচিন পাখি কথাটি সাইন পেন দিয়ে কালো করে নিলাম এবং পাখি একে নিলাম।

20230526_202138.jpg

20230526_202142.jpg

💘 সপ্তম ধাপ💘

  • সম্পূর্ণ চিত্রটি আঁকা শেষ হলে ছবি তুলে নিলাম।

20230526_202206.jpg

20230526_202218.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার চিত্রের পাশে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।

20230526_202247.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

সাদা কালো আর্ট গুলো আসলে দেখতে খুবই সুন্দর দেখায়। খুব সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আপনার আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে। খাঁচার ভিতর থেকে পাখি উড়ে যাওয়ার দৃশ্যটি খুব সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সাদা কালো আর্টগুলো আমার কাছেও খুবই সুন্দর লাগে। খাঁচার ভেতর থেকে পাখি উড়ে যাচ্ছে কারণ আমি চাইনা কোন পাখি এই বদ্ধ খাঁচায় আটকে থাকুক।

 2 years ago 

আপনার সাদা কালো চিত্র অংকন অসাধারণ সুন্দর হয়েছে 👌
সত্যি বলতে এধরনের অংকন ভীষণ ভালো লাগে আমার কাছে। সবশেষে কালো সিগনেচার কলম দিয়ে বোল্ড করাতে বেশ ভালো ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আমার কাছে সাদা কালো চিত্র অংকন করতে খুবই ভালো লাগে। এ ধরনের অংকন করে ও আসলেই করতে ভালো লাগে। সবশেষের সিগনেচার আপনার পছন্দ হয়েছে তাই আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার সাদা কালো চিত্রাংকন দেখে চমৎকার একটি গানের কথা মনে পড়ে গেলো। খাঁচার ভিতর অচিন পাখি। গানটি আমার ভীষণ পছন্দের। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপনি মনে করিয়ে দেওয়ার কারণে আমারও মনে পড়ে গেল গানটি। খাঁচার ভিতর অচিন পাখি আসলেই অনেক সুন্দর একটি গান।

 2 years ago 

এরকম চিত্র দেখলে লালনের একটি গান যেন বারবার মনে পড়ে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।।

অসাধারণ ভাবে আপনি সাদাকালো চিত্রটি অংকন করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।

 2 years ago 

আসলেই আমার চিত্রটার সাথে এই গানটির অনেক মিল রয়েছে। সাদা কালো চিত্রাংকন আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পাখিদের যত আদর করে খাচায় বন্দি করে রাখা হোক না কেন এরা খাঁচা খোলা পেলেই উড়ে যেতে চায়। কারণ এরা বন্ধী থাকতে পছন্দ করেনা। আপনি আজকে খাঁচার ভিতর পাখি উড়ে যাওয়ার খুব সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন। বিশেষ করে খাঁচার ভিতর অচিন পাখি লেখাটি আমার কাছে ভালো লেগেছে। সাদাকালো হওয়ার কারণে আরো ফুটেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খাঁচার ভিতর পাখি কখনো বন্ধি করে রাখা যায় না। পাখি চায় মুক্ত হয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে তাই আমি খাঁচার ভিতর অচিন পাখি লিখে পাখিটাকে ছেড়ে দিলাম।

 2 years ago 

বেশ সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি। সাদাকালো আর্ট গুলো আমার একটু বেশি পছন্দের। আর্টটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন আপনি আমাদের মাঝে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সাদা কালার আপনার মত আমারও বেশ পছন্দ। আপনিও মাঝে মাঝে অনেক সুন্দর সাদা কালো আর্ট শেয়ার করেন যে আমার খুবই ভালো লাগে। আজ আমি এই চিত্র ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করেছি।

 2 years ago 

আরে বাহ্ আপনি কিন্তু খুব সুন্দর একটা সাদা কালো আর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। খাঁচা ছেড়ে পাখি উড়ে যাওয়ার দৃশ্য এই আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি। সত্যি আপনার আর্টটা খুবই সুন্দর ভাবেই ফুটে উঠেছে। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি এটি অঙ্কন করেছেন। সত্যি আপনার দক্ষতার প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

সাদা কালো আর্ট গুলো করতে আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। খাঁচা ছেড়ে পাখি উড়ে যাওয়ার দৃশ্যটি আমি সাদা কালো চিত্রাংকনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার সৃজনশীলতা আপনার পছন্দ হয়েছে তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

একটি সাদা কালো চিত্রাংকন করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

সাদা কালো চিত্রগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি সাদা কালো চিত্রাংকন। আপনার তৈরি চিত্রাংকন দেখতে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সাদা কালো আর্ট আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। এই আর্ট টি আমি কিছুদিন আগে এক জায়গা দেখেছিলাম সেখান থেকেই ধারণা নিয়ে নিজে নিজে আঁকলাম।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি সাদা কালো চিত্রাংকন করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আসলে আমি এসব ব্যাপারে এতটা দক্ষ না তবুও মাঝে মাঝে চেষ্টা করি একটু ভালোভাবে অঙ্কন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110011.96
ETH 3863.72
USDT 1.00
SBD 0.56