অরিগ্যামি-পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। তাইতো আজকে আমি রঙিন কাগজ দিয়ে পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করেছি এবং এই পোস্ট শেয়ার করতে চলে এসেছি।


পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি:

IMG_20230812_131523.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই হঠাৎ করে ভাবলাম কাগজ দিয়ে পেঙ্গুইন তৈরি করি। তাইতো সেই ভাবনা থেকে কাগজ দিয়ে পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। জানিনা কেমন হয়েছে। তবে ভিন্ন কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার বেশ ভালো লেগেছে। আর পেঙ্গুইনটি দেখতেও বেশ সুন্দর লাগছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20230809163016.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230809163236.jpg
Device-OPPO-A15
IMG20230809163319.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করার জন্য প্রথমে কালো রঙের কাগজ নিয়েছি। এরপর সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। এবার কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230809163340.jpg
Device-OPPO-A15


কাগজটি ধীরে ধীরে সুন্দরভাবে কেটে নিয়েছি পেঙ্গুইন তৈরি করার জন্য। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230809163507.jpg
Device-OPPO-A15
IMG20230809163628.jpg
Device-OPPO-A15


এবার সাদা রঙের কাগজ নিয়েছি। এরপর সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি এবং ভাঁজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230809163727.jpg
Device-OPPO-A15
IMG20230809163844.jpg
Device-OPPO-A15


সুন্দর করে সাদা রংয়ের কাগজটি কেটে নিয়েছি এবং আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230809164020.jpg
Device-OPPO-A15
IMG20230809164135.jpg
Device-OPPO-A15


এবার পেঙ্গুইনের দুই পাশের অংশ তৈরি করার জন্য কালো কাগজ সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230809164152.jpg
Device-OPPO-A15
IMG20230809164249.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে দুই পাশের অংশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। যাতে করে পেঙ্গুইন দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20230809164526.jpg
Device-OPPO-A15
IMG20230809164620.jpg
Device-OPPO-A15


এবার আমি সুন্দর করে চোখ তৈরি করে নিয়েছি। যাতে করে চোখ গুলো দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20230809164638.jpg
Device-OPPO-A15
IMG20230809164723.jpg
Device-OPPO-A15


এবার চোখগুলো সুন্দর করে লাগিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230809165153.jpg
Device-OPPO-A15
IMG20230809165229.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশ হলুদ কাগজ দিয়ে তৈরি করে নিয়েছি।


ধাপ-১০

IMG20230809165247.jpg
Device-OPPO-A15
IMG20230809165343.jpg
Device-OPPO-A15


এবার হলুদ কাগজের বিভিন্ন অংশগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। যাতে করে পেঙ্গুইনটি দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230809165537.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশের কাজগুলো করে পেঙ্গুইন সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230812_131218.jpg
Device-OPPO-A15


পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানিনা দেখতে কেমন হয়েছে। তবে নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে আমার ভীষণ ভালো লাগে। আর সময় পেলেই রঙিন কাগজ নিয়ে বসে পরি নতুন কিছু করার জন্য। আশা করছি আমার এই পোস্ট সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

কাগজ ব্যবহার করে পেঙ্গুইন তৈরি করেছেন, যা দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। এত সুন্দরভাবে এবং দক্ষতার সাথে কাগজ দিয়ে পেঙ্গুইন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

কাগজ ব্যবহার করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া।

 last year 

আপু আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করেছেন অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত আপনি ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।আপনাকে শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর একটি পোস্ট উপহার স্বরূপ দেওয়ার জন্য।

 last year 

পেঙ্গুইনের অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। আসলে মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য।

 last year 

অনেক সুন্দর একটি পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করেছেন আপু। দেখতে বেশে সুন্দর হয়েছে। ধাপ গুলোও সুন্দর ভাবে তুলে ধরেছেন,যাতে বুঝতে আমাদের অসুবিধা না হয়। আপনার কাজ গুলো বরাবরেই সুন্দর হয়। পেঙ্গুইনের অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার জন্য। প্রতিটি ধাত তুলে ধরার চেষ্টা করেছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

পেঙ্গুইন পাখির খুবই চমৎকার একটা অরিগমি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই বাকিটা এমনিতেও কিউট হয় আপনিও খুবই কিউট ভাবে এটা তৈরি করতে সক্ষম হয়েছেন।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর করে পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করে উপস্থাপন করার জন্য। আপনার কাছে কিউট লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি খুব সুন্দর পেঙ্গুইনের অরিগামি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেঙ্গুইন টি দেখতে খুবই কিউট লাগছে। আপনি খুব সুন্দর ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ । সুন্দর একটি পেঙ্গুইনের অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। তাই তো চেষ্টা করেছি আপু। পেঙ্গুইনের অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি।

 last year 

পেঙ্গুইনের অরিগ্যামিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আপনি কয়েকটি ধাপের মাধ্যমে খুবই নিখুঁতভাবে পেঙ্গুইনের অরিগামিটি তৈরি করেছেন। খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

পেঙ্গুইনের অরিগ্যামি দেখতে আপনার কাছে অসম্ভব সুন্দর হয়েছে জেনে খুশি হলাম ভাইয়া। মাঝে মাঝে নতুন কিছু করে সবার মাঝে উপস্থাপন করতে আমার কাছেও ভালো লাগে।

 last year 

অরিগামি গুলো দেখতে বেশ সুন্দর লাগে। এগুলো রঙিন কাগজ দিয়ে তৈরি হয় বলে এগুলো আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।এগুলো দিয়ে বাচ্চারা খেলতে বেশি পছন্দ করে। আপনি কাগজের পেঙ্গুইনের অনেক আমি তৈরি করেছেন।আপনি পেঙ্গুইন তৈরির ধাপগুলো খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

পেঙ্গুইনের অরিগ্যামি আপনার কাছে দেখতে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে সত্যি অনেক আকর্ষণীয় লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে পেঙ্গুইনের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেঙ্গুইনের অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ কেটে যে কোন পোস্ট তৈরি করতে হলে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। পোস্টটি তৈরি করে এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

কাগজ কেটে কেটে কোন কিছু তৈরি করতে অনেকটা সময় লাগে। আর ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়। তবুও চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে পেঙ্গুইন তৈরি করেছেন। এরকম পেঙ্গুইন আমি কিছুদিন আগেই তৈরি করেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

রঙিন কাগজ দিয়ে সুন্দর করে পেঙ্গুইন তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে আপু। এরকম পেঙ্গুইন আপনিও তৈরি করেছিলেন জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

আপু এ কথা কিন্তু ঠিক যে আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন যে নতুন এবং ভিন্ন রকমের পোস্ট করতে। আর আপনার মেধা এবং ক্রেয়েটিভিটি দিয়ে কিন্তু সেই কাজটি অনায়াসে করে দেখান আমাদেরকে। আমি কিন্তু আপু আপনার গুনের পাগল। বেশ সুন্দর করে একটি পেঙ্গুইন তৈরি করে তা ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার করা পেঙ্গুেইন দেখে তো পোলার আইসক্রিম খেতে মনে চাইছে। বেশ সুন্দর একটি পোস্ট। শুভ কামনা রইল আপনার প্রতি।

 last year 

মাঝে মাঝে সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি আপু। আর আপনার সুন্দর মন্তব্য গুলো পড়লে আরো ভালো লাগে। এভাবেই সব সময় উৎসাহ দিবেন আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44