আর্ট-পাথরের উপর তরমুজের টুকরো পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে। তবে বর্তমানে কেন জানি অলসতা বেড়ে গেছে কিংবা ব্যস্ততা। তাই সেভাবে রং তুলি নিয়ে বসা হয় না। আজকে ভাবছিলাম কি পোস্ট করব। হঠাৎ করে মনে হল কোন কিছু পেইন্টিং করি। সেই ভাবনা থেকেই আজকে একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


পাথরের উপর তরমুজের টুকরো পেইন্টিং:

ei_1702452009201-removebg-preview.png
Device-OPPO-A15
ei_1702452589912-removebg-preview.png
Device-OPPO-A15


পাথরের উপর পেইন্টিং করতে আমার ভালো লাগে। এর আগেও অনেকবার পাথরের উপর পেইন্টিং করেছি। আসলে কথায় আছে পাথরের বুকে নাকি ফুল ফোটানো যায়। সেই ভাবনা থেকেই পাথরের উপর তরমুজের টুকরো পেইন্টিং করার চেষ্টা করেছি। আসলে নিজের আর্টের মাঝে যদি নতুন কিছু আনা যায় তাহলে অনেক ভালো লাগে। সব সময় প্রকৃতির দৃশ্য কিংবা সৌন্দর্য পেইন্টিং করতে ভালো লাগেনা। মাঝে মাঝে ভিন্ন কিছু করতে ইচ্ছে করে। আর সেই ভাবনা থেকেই আজকে আমি পাথরের উপর তরমুজের টুকরো পেইন্টিং করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং পেইন্টিং করার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. পাথর।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20231213124734.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20231213124853.jpg
Device-OPPO-A15
IMG20231213125016.jpg
Device-OPPO-A15


পাথরের উপর তরমুজের টুকরো পেইন্টিং করার জন্য প্রথমে পাথর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে হালকা ভাবে তরমুজের টুকরো অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG_20231213_133400.jpg
Device-OPPO-A15
IMG20231213125243.jpg
Device-OPPO-A15


এবার লাল টকটকে পাকা তরমুজ অঙ্কন করার জন্য সুন্দর ভাবে লাল রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20231213125400.jpg
Device-OPPO-A15
IMG20231213125516.jpg
Device-OPPO-A15


এবার সুন্দরভাবে দুটো তরমুজের টুকরো অঙ্কন করার জন্য লাল রঙ দিয়েছি। এরপর হালকা ভাবে নিচের দিকে সাদা রং দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20231213125520.jpg
Device-OPPO-A15
IMG20231213125544.jpg
Device-OPPO-A15


নিচের দিকের অংশে সুন্দরভাবে সাদা রং দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20231213125643.jpg
Device-OPPO-A15
IMG20231213125732.jpg
Device-OPPO-A15


এবার তরমুজের খোসা অঙ্কন করার জন্য সবুজ রং নিয়েছি এবং সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG_20231213_133753.jpg
Device-OPPO-A15
IMG_20231213_133705.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে তরমুজের ছোট ছোট কালো বিচি গুলো অঙ্কন করার জন্য রং প্রস্তুত করেছি এবং বিচিগুলো অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20231213125952.jpg
Device-OPPO-A15
IMG20231213130005.jpg
Device-OPPO-A15


খুব সাবধানতার সাথে তরমুজের টুকরো গুলোর ওপরে কালো রং দিয়ে বিচি অঙ্কন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20231213130101.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশের কাজগুলো সুন্দর করে করেছি এবং উপস্থাপন করার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20231213_133232.jpg
Device-OPPO-A15
IMG_20231213_131459.jpg
Device-OPPO-A15


পাথরের উপর তরমুজের টুকরো পেইন্টিং করতে আমার বেশ ভালো লেগেছে। পাথরের অন্যান্য অংশে কালো রং দিয়ে তরমুজের টুকরো আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে। তবে পাথরের উপর করা এই পেইন্টিং আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 months ago 

আপু পাথরের উপর অনেক দক্ষতার সঙ্গে আজকে তরমুজের আর্ট তৈরি করেছেন। তরমুজ টুকরা দুইটি দেখে তো একদম মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেই। পাথরের উপর রঙের কালার টা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

পাথরের উপর পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তাইতো আজকে নতুন কিছু করার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

পুরো পাথরটি আপনি তরমুজ তৈরি করে ফেলেছেন দেখছি। এই ধরনের দক্ষতা সত্যি প্রশংসা পাওয়ার দাবিদার । খুবই ভালো লাগে এই ধরনের আর্টগুলো যেগুলো বাস্তবভিত্তিক রূপ পায়। সেটাই আজকে প্রমাণ করলেন খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি পাথরের উপর আর্ট করে নিজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

আপনার আজকের তৈরি আর্ট দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। পাথরের ওপর অনেক সুন্দর ভাবে তরমুজের আর্ট করেছেন। পেইন্টিং টা দেখতে অসাধারণ লাগছে। আর্ট তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 7 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে পেইন্টিং করার। পাথরের উপর পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

ঠিক বলেছেন আপু, সবসময়ই এক ধরনের অংকন করলে একঘেয়েমি লাগে। যাইহোক চমৎকার একটি অংকন উপহার দিয়েছেন আপু। আসলে পাথরের উপর অংকন করা বেশ কঠিন কাজ। কিন্তু আপনি চমৎকারভাবে কাজটি করে দেখালেন।
এভাবেই চমৎকার কাজগুলো করতে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সত্যি ভাইয়া সবসময় একই ধরনের আর্ট করতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য।

 7 months ago 

আপু আপনি খুবই ইউনিক একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পাথরের গায়ে তরমুজের পেইন্টিং খুবই চমৎকার হয়েছে। আপনার পেইন্টিং দেখে যেন মনে হচ্ছে বাস্তবের তরমুজ কেটে রেখে দিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। পেইন্টিং এর কালার খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। পাথরের ওপর সুন্দর করে তরমুজের টুকরোর পেইন্টিং করার চেষ্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

আপু আপনি পাথরের উপর তরমুজের টুকরোর অনেক অসাধারণ একটি পেইন্টিং করেছেন। দেখে মনে হচ্ছে বাস্তব একটি তরমুজের টুকরো।

 7 months ago 

আমার করা পাথরের উপর পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য ও প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

অসাধারণ একটা পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং গুলো সব সময় আমার খুব ভালো লাগে। আজকের এটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 7 months ago 

আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

জি আপু আমাদের ব্যস্ততা বয়স বাড়ার সাথেই বেড়ে যাচ্ছে! সামনে হয়তো আরও বাড়বে। আর ব্যস্ততা নিয়েই আমাদের চলতে হবে। যাক আপনার পাথরের উপরে পেইন্টিংটা সুন্দর হয়েছে আপু! মনে হচ্ছে এক টুকরো লাল টুকটুকে তরমুজ!

 7 months ago 

সত্যি ভাইয়া সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আমাদের ব্যস্ততা। এভাবেই হয়তো কেটে যাবে সময়গুলো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 7 months ago 

যতো দিন যায় ততো ব্যস্ততা বাড়ে।সবাই আমরা ব্যস্ত সময় কাটাচ্ছি।শত ব্যস্ততার মাঝে আমরা আমাদের এই পরিবারে ঠিকই সময় দিয়ে পোস্ট শেয়ার করি।আপনি আজ চমৎকার একটি আর্ট শেয়ার করলেন।খুবই সুন্দর হয়েছে।পাথরের উপর তরমুজের আর্টটি চমৎকার হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ঠিক বলেছেন আপু সময়ের সাথে ব্যস্ততাও বেড়েছে। হাজারো ব্যস্ততার মাঝেও সবার সাথে যুক্ত থাকার চেষ্টা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

আপনার চিত্র অংকন দক্ষতা সত্যিই অসাধারণ। পাথরের উপরে খুবই সুন্দর তরমুজের পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66930.79
ETH 3268.09
USDT 1.00
SBD 2.64