আর্ট-গ্রামীণ প্রকৃতির দৃশ্য পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার ভালো লাগে। তাই সময় পেলে পেইন্টিং করি। এই পেইন্টিং কিছুদিন আগে করেছিলাম। আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে এই পেইন্টিং শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।


গ্রামীণ প্রকৃতির দৃশ্য পেইন্টিং:

IMG_20230929_120207.png
Device-OPPO-A15


গ্রামীন প্রকৃতির দৃশ্য পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে রংতুলি নিয়ে বসে পরি। কয়েকদিন থেকে শরীর মন কোনটাই ভালো নেই। তাই তেমন কিছু করতে ইচ্ছে করছিল না। এরপর যখন গ্যালারি ঘাটছিলাম তখন দেখলাম এই পেইন্টিং আগে থেকেই করা আছে। তাইতো আমি এই পেইন্টিং সবার মাঝে শেয়ার করতে চলে এলাম। গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য এই পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। গ্রামীন প্রকৃতি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। তাইতো ক্ষুদ্র প্রচেষ্টায় গ্রামীন প্রকৃতির দৃশ্য সবার মাঝে তুলে ধরার জন্য আজকের এই পেইন্টিং উপস্থাপন করলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230918151350.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230918151508.jpg
Device-OPPO-A15
IMG20230918151801.jpg
Device-OPPO-A15


গ্রামীন প্রকৃতির দৃশ্য পেইন্টিং করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর চারপাশে টেপ লাগিয়ে নিয়েছি। এবার একটি কুঁড়েঘর আর্ট করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230918151901.jpg
Device-OPPO-A15
IMG20230918152440.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিল দিয়ে গ্রামীণ প্রকৃতির কিছু দৃশ্য আর্ট করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে রঙের ব্যবহার করতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20230918152745.jpg
Device-OPPO-A15
IMG20230918153100.jpg
Device-OPPO-A15


এবার প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য প্রথমে আকাশের দিকের অংশে হালকা নীলের ব্যবহার করেছি। এরপর কালো নীলের ব্যবহার করেছি। এবার ধীরে ধীরে পানির অংশ নীল রং দিয়ে সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230918153400.jpg
Device-OPPO-A15
IMG20230918153440.jpg
Device-OPPO-A15


এবার হলুদ রঙের ব্যবহার করেছি এবং রাস্তার অংশ সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230918153808.jpg
Device-OPPO-A15
IMG20230918153923.jpg
Device-OPPO-A15


এবার গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সুন্দর করে কুঁড়েঘর তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230918154215.jpg
Device-OPPO-A15
IMG20230918154335.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে একটি মানুষের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230918154459.jpg
Device-OPPO-A15
IMG20230918154551.jpg
Device-OPPO-A15


এবার রাস্তার পাশের সবুজ অংশ অর্থাৎ সবুজ ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20230918154644.jpg
Device-OPPO-A15
IMG20230918154855.jpg
Device-OPPO-A15


এবার আমার এই পেইন্টিং সুন্দর করার জন্য এবং আকর্ষণীয় করার জন্য গাছ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230918155036.jpg
Device-OPPO-A15
IMG20230918155158.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আরও একটি গাছের প্রতিচ্ছবি অঙ্কন করার চেষ্টা করেছি এবং সুন্দর করে পাতা করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230918155428.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে রাস্তার দুই পাশের অংশ সুন্দর করার চেষ্টা করেছি এবং আকর্ষণীয় করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20230929_112512.jpg
Device-OPPO-A15


গ্রামীন প্রকৃতি দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আরো কিছু অংশ সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এই পেইন্টিং শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230929_093209.jpg
Device-OPPO-A15


গ্রামীন প্রকৃতির দৃশ্য পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। সময় পেলে গ্রামীন প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। যদিও ভালো পেইন্টিং করতে পারিনা। তবে সময় পেলে মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন হয়েছে। তবে ক্ষুদ্র প্রচেষ্টায় গ্রামীন প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আপনি খুব সুন্দর পেইন্টিং করতে পারেন আপু। আমার একদিন করেই পেইন্টিং করার শখ মিটে গেছে 😅।আপনি আজ গ্রামীণ প্রকৃতির খুব সুন্দর একটি দৃশ্য পেইন্টিং করেছেন। আমার কাছে এটা দেখতে খুবই ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 11 months ago 

আপু আপনি সত্যি দারুন পেইন্টিং করেছিলেন। অনেকটা সময় নিয়ে পেইন্টিং করেছিলেন বলেই এতটা সুন্দর হয়েছিল। যাইহোক আপু আবারো নতুন কোন পেইন্টিং দেখতে চাই। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

পোস্টার রং ব্যবহার করে এভাবে যে কোন কিছু অঙ্কন করলে দেখতে ভীষণ আকর্ষণীয় লাগে। আর আপনি তো দেখছি গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অঙ্কন করে ফেলেছেন। আপনার করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টা দেখে আমি তো একেবারে এটির মাঝে হারিয়ে গিয়েছিলাম। দক্ষতা মূলক কাজ গুলো দেখলে সত্যি চোখ ফেরাতে ইচ্ছে করে না। আপনি এভাবে দক্ষতার সাহায্যে সামনের দিকে এগিয়ে যান।

 11 months ago 

রং এর ব্যবহার করে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 11 months ago 

চমৎকার পেইন্টিং করেছেন আপনি।প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো আপু। চেষ্টা করেছি কালার কম্বিনেশন সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

 11 months ago 

ঠিক বলেছেন আপু, শরীর মন কোনোটা ভালো না থাকলে , কোনো কাজই করা যায় না ঠিক করে। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আসলেই সুন্দর আর আকর্ষণীয়। তা আপনি আপনার রং তুলির মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বেশ অনেকটাই সময় লেগেছে কাজটা সম্পূর্ণ করতে, তা দেখেই বোঝা যাচ্ছে পেইন্টিং টি।

 11 months ago 

সত্যি ভাইয়া শরীর এবং মন ভালো না থাকলে কোন কিছু ভালো লাগেনা। যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 11 months ago 

আপনি চমৎকার ভাবে গ্রামীণ দৃশ্য অঙ্কন করছেন।আসলেই গ্রামীণ দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আপনার তৈরি করা গ্রামীণ দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনি দারুণ ভাবে গ্রামীণ দৃশ্য অঙ্কন করার ধাপ গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার জন্য। আমার অংকন চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

গ্রামীণ প্রাকৃতিক দৃশ‍্য আমারও বেশ ভালো লাগে আপু তবে অংকন করতে নয় দেখতে হা হা। আপনার গ্রামীণ দৃশ‍্যের আর্টটা বেশ চমৎকার হয়েছে। আর্টটা দেখেই একটা শান্ত নিবিড় সুন্দর গ্রামের চিএ চোখের সামনে ভেস উঠল। বেশ চমৎকার করেছেন আর্টটা। আর অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

গ্রামীণ দৃশ্য আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। মাঝে মাঝে চেষ্টা করবেন আর্ট করতে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 11 months ago 

প্রথমেই আশা করছি আপনার শরীর ও মন দুটোই যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। শরীর ও মন ভালো না থাকলে কোনো কাজে মোটেও মন বসানো যায় না। যাক, গ্রামীণ পেইন্টিং টি আগে থেকে করে রেখে ভালো করেছেন, নয়তো শরীর খারাপ অবস্থায় করতে পারতেন না। গ্রামীণ পেইন্টিংটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপু ☘️

 11 months ago 

সত্যি ভাইয়া শরীর এবং মন ভালো না থাকলে কোন কাজে মন বসানো যায় না। তাইতো আগে থেকে করে রাখা এই পেইন্টিং শেয়ার করার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার শরীর এবং মন ভালো হয়ে উঠুক আপু । যাইহোক দৃশ্যটি খুবই আকর্ষণীয় হয়েছে। একদম গ্রামীণ প্রকৃতির চিত্র ফুটে উঠেছে। আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর কাজ আরো চাই।

 11 months ago 

হয়তো সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে আপু। যাই হোক আমার অংকন করা দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

আপু আপনি বরাবরের মত প্রতি সপ্তাহে আমাদের মাঝে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য পেন্টিং করে আসছেন। আজকের পেন্টিং তো বেশ ভালো লেগেছে। তবে রংয়ের মিশ্রণটা যদি আরেকটু ভালো হতো তাহলে মনে হচ্ছে দেখতে আরো সুন্দর লাগতো। তবে সব মিলে আপনি খুব চমৎকারভাবে একেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি সুন্দর করে পেইন্টিং করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 11 months ago 

জি আপু শরীর মন ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগে না। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। যাক বেশ সুন্দর এঁকেছেন গ্রামের দৃশ্যটি। আর্ট করতে বেশ সময় লাগে। আর রং তুলি দিয়ে আর্ট করতে আরও বেশি সময় লাগে। আপনিও আর্টটি বেশ সময় নিয়ে করেছেন,দেখে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপু আর্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

সত্যি আপু শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগেনা। যাই হোক আপু চেষ্টা করেছি এই দৃশ্যটি অঙ্কন করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46