লাইফ স্টাইল-নতুন করে পাখি কেনার অভিজ্ঞতা||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে আমার বেশ কয়েকটি পাখি মারা গেছে। খাঁচাগুলো শূন্য পড়ে আছে। আজ শূন্য খাঁচাগুলো দেখতে ভালো লাগছিল না। তাই তো ভাবলাম আবারও কিছু পাখি কিনব। আগেরবার যেই পাখির দোকান থেকে পাখি কিনেছিলাম এবার সেখানে না গিয়ে অন্য একটি দোকান থেকে পাখি কেনার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি সবার ভালো লাগবে।


নতুন করে পাখি কেনার অভিজ্ঞতা:

IMG_20230914_085851.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230914_102113.jpg
Device-OPPO-A15
Location


পাখি পালন করা আমার নতুন একটি শখ। যদিও এর আগে সেভাবে কখনো পাখি পালন করা হয়নি। তবে প্রথমবার আমি চারটি পাখি কিনেছিলাম। এরপর হঠাৎ করেই পাখিগুলো মারা যায়। আর একটি পাখি ছিল। তাই ভাবলাম আবারো কিছু পাখি কিনি। সেই ভাবনা থেকে কয়েকদিন আগে ডিমসহ একজোড়া পাখি কিনেছিলাম। আর একটি বাচ্চাও হয়েছে। অন্য একটি খাঁচায় একটি পাখি ছিল। তাই ভাবলাম এই পাখিটির একটি জোড়া করা দরকার। সেই ভাবনা থেকে পাখিটিকে নিয়ে চলে গেলাম পাখির দোকানে।


IMG_20230914_102909.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230914_102153.jpg
Device-OPPO-A15
Location


সেখানে যাওয়ার পর পাখির দোকানের মালিক বললেন আপনি এই পাখিটি দিয়ে যান এবং আমাদের একটি ফুল সেট কিনেন। তাহলে আপনার সুবিধা হবে। পাখির দোকানে গেলে অনেক রকমের পাখি থেকে ভালো পাখি নির্বাচন করা অনেক কঠিন। প্রথমবার তো অনেক ঠকে গিয়েছিলাম। ছোট ছোট বাচ্চা পাখিগুলো বেশি দামে কিনেছিলাম। এবার youtube থেকে ধারণা নিয়ে এরপর পাখি কিনতে গিয়েছিলাম। যাতে করে পাখির বয়স বুঝতে পারি। তবুও এত পাখির মাঝ থেকে ভালো পাখি নির্বাচন করতে দিয়ে হিমশিম খেতে হয়েছিল।


IMG_20230914_103003.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230914_102316.jpg
Device-OPPO-A15
Location


পাখি কিনতে গিয়ে দেখি সুন্দর সব পাখিগুলো খাঁচায় বন্দি করা আছে। আর বিভিন্ন প্রজাতির পাখি আছে। যেগুলোর দাম অনেকটাই বেশি। আর সেই পাখিগুলো কেনা আমার সাধ্যের বাহিরে ছিল। তাইতো আমি সেগুলো কেনার চেষ্টা না করে শুধুমাত্র ফটোগ্রাফি করে নিয়েছি। বিভিন্ন প্রজাতির পাখি গুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর খাঁচায় বন্দি পাখিগুলো ঘুরাঘুরি করছিল। যদিও এই পাখিগুলোর নাম খুব একটা জানা নেই তবে দেখতে বেশ সুন্দর ছিল।


IMG_20230914_102757.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230914_102724.jpg
Device-OPPO-A15
Location


এখানে বিভিন্ন প্রজাতির কবুতর ছিল। আমি যেগুলো অনেক দামি। এছাড়া বিভিন্ন প্রজাতির ঘুঘু ছিল। যেগুলো বেশ বড় সাইজের ছিল। আর দেখতেও বেশ আকর্ষণীয় ছিল। আমি তো এগুলো কেনার কথা ভাবতেই পারি না। কারণ শখের বসে পাখি পালন করি। কিন্তু যেই পাখিগুলোর দাম অনেক বেশি সেগুলো আমাদের মত সাধারন মানুষের সখের জিনিস নয়। তবে এই পাখিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। তাইতো ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।


IMG_20230914_102843.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230914_102338.jpg
Device-OPPO-A15
Location


আমি ঘুরে ঘুরে অন্যান্য পাখি গুলোর ফটোগ্রাফি করছিলাম। আর সেই সুযোগে পাখির দোকানের ছেলেটা বিভিন্ন জোড়া পাখি আমাকে দেখাচ্ছিল। এর ভেতর থেকে ভালো পাখি নির্বাচন করা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। এরপর সেই ছেলেটি বলল একটি পাখি ডিম দিয়েছে। আপনি চাইলে এই সেট পাখি নিতে পারেন। এরপর আমি বললাম এই ডিম অন্য কোন পাখির কিনা সেটা কিভাবে বুঝব। অনেক সময় তো আপনারা বেশি দামে বিক্রি করার জন্য এরকমটা করতে পারেন। ছেলেটা বলল আপনি নিতে পারেন আশা করছি ঠকবেন না।


IMG_20230914_085934.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230914_103031.jpg
Device-OPPO-A15
Location


যদিও এই জোড়া পাখি দুটোর মধ্যে একটি সাদা পাখি ছিল। আর সাদা পাখিটা দেখতে খুব একটা ভালো লাগছিল না। কিন্তু ছেলেটার কথার উপর ভরসা করে আমি নিয়ে ফেললাম। পাখি দুটো অনেক কষ্ট করে বাসায় নিয়ে এসেছি। কারণ হাঁড়ির ভেতরে ডিম ছিল। এরপর বাসায় এসে সেট করে ফেলেছি। প্রথমে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম যে পাখিটি সত্যিই ডিম দিয়েছে কিনা। এরপর দুইদিন অপেক্ষা করার পর দেখি সত্যি সত্যি পাখিটি আবারও একটি ডিম দিয়েছে। তখন সত্যি অনেক ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আরে আরে আপনি কি শেষে মেষ পাখি পালক হয়ে যাবেন নাকি? আসলে পাখি কিন্তু আমারও ভালো লাগে। কিন্তু জায়গার অভাবে কেনা হয় না। অবশ্য আর একটি বিষয়ও আছে । আর তা হলো আমার মনে বন্যেরা মনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। তাই বনের পাখিকে বন্দী করে রেখে কি লাভ বলেন? তবে আপনার পাখি দুটো কিন্তু বেশ সুন্দর। একেবারে লাভ বার্ড।

 last year 

আপু পাখি বনে সুন্দর সেটা আমরা সবাই জানি। তবে এই পাখিগুলো খোলা আকাশে ঘুরে বেড়ালে খুব সহজেই রোগে আক্রান্ত হয়। এছাড়া কোন বড় প্রাণী খুব সহজেই আক্রমণ করে। তাই এগুলো খাঁচায় বন্দি করে পুষে রাখতে হয়।

 last year 

হিহিহি! অনবিজ্ঞ লোক তো তাই জানা ছিল না

 last year 

আপু এগুলা কি কোয়েল পাখি! দেখতে তো অনেক সুন্দর লাগছে। আপনি বুদ্ধিমানের কাজ করেছেন ইউটিউব এর সহায়তা নিয়ে। এজন্য এবার ঠকেনও নি।

 last year 

না ভাইয়া এগুলো কোয়েল পাখি না। এগুলো বাজরিগার পাখি। সত্যি ভাইয়া প্রথমবার একেবারে ঠকে গিয়েছিলাম। তাই তো এবার youtube দেখে নিয়েছিলাম আগেই।

 last year 

এরকম লাভবার্ড আমার ছিল, পরে ছেড়ে দিয়েছি মুক্ত আকাশে। যাইহোক আপনার আগের পাখিগুলো মারা গেছে জেনে ভীষণ খারাপ লাগলো। আপনার নতুন কিছু অতিথি দেখে ভালো লাগলো। আশাকরি তাদের যত্নে আর আদরে রাখবেন। শুভ কামনা রইলো সবার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আমি যতদূর জানি এই পাখিগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অন্য কোন প্রাণী খুব সহজেই আক্রমণ করে। আর বাঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

পাখি পোষতে আমিও ভালবাসি আপু কিন্তু সময় সাপেক্ষে আর বিভিন্ন কারণে তা হয়ে ওঠে না। খুবই ভালো লেগেছে আপনার আজকের এই পোস্ট। এই পোস্টের মধ্য দিয়ে পাখি-পোষার দারুন অনুভূতি এবং ভালোবাসা জানতে পারলাম।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া পাখি পালন করতে অনেক ভালো লাগে। আর আলাদা রকমের অনুভূতি তৈরি হয়। তাইতো আমি আবারো নতুন কিছু পাখি কিনেছি।

 last year 

দারুণ পাখি কিনলেন আপু দেখেই ভাল লাগলো। আগের পাখি গুলো যেহেতু মারা গেছে তাই আবার ও নতুন পাখি কিনে আনলেন ভাল লাগলো পাখি গুলো। এক জোড়া পাখি আবার সাথে ডিমও নিলেন। আবার আর একটি সিঙ্গেল পাখি নিলেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ভাল লাগলো।

 last year 

আমার পাখিগুলো আপনার ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো আপু। এর আগে পাখিগুলো মারা গিয়েছে তাই ভীষণ খারাপ লেগেছিল।

 last year 

প্রথমবার কেনা পাখি গুলো মারা গিয়েছে এটা জেনে খুবই খারাপ লাগলো আপু। আমারও আপনার মত পাখি কেনার সব রয়েছে। বর্তমানে আমার বাড়িতে ৩০ টির বেশি বাজরিগার পাখি রয়েছে। কিন্তু যাই বলেন না কেন আপু আপনি ডিমসহ পাখি কিনেছেন এটা আমি সমর্থন করতে পারলাম না। কেননা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয় যে ডিম সহ পাখিকে না ঠিক নয়। যাই হোক এটা জেনে ভালো লাগলো যে বাড়িতে আসার দুদিন পরে আরও একটা ডিম দিয়েছে। আসলে বাজরিগার পাখি এক দিন পর পর একটি করে ডিম দেয়।

 last year 

ভাইয়া দেখা যাক পাখির ডিম গুলো থেকে বাচ্চা হয় কিনা। যাই হোক আপনার অনেকগুলো পাখি আছে জেনে সত্যিই ভালো লাগলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আমিও কয়েকমাস আগে ২টি বাজরিগার পাখি কিনেছিলাম। গত মাসে একটি মারা যাওয়ার পর অপর পাখিটা ছেড়ে দিয়ে, এখন ময়না পাখি পুষছি। তবে ময়না পাখির যেমন দাম, তেমনি ময়নার ফিডও বেশ দামী। মাসে এক হাজার টাকার ফিড লাগে। যাইহোক আপনার সাদা পাখিটা দেখতে আসলেই সুন্দর লাগছে না। তবে পাশের পাখিটা দেখতে দারুণ লাগছে। যাইহোক এতো সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

যাক লাভের উপরে লাভ। একটি ডিম নিয়ে এসেছেন এখন দুইটি ডিম হয়ে গেল। দোকানের ছেলেটির কথা ঠিক আছে। আপনি তাকে বিশ্বাস করে ভালোই করেছেন। পাখি লালন পালন করা একটি শখের কাজ। অনেক মানুষ পাখি পালনের দিকে ঝুকছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68481.33
ETH 2722.20
USDT 1.00
SBD 2.75