জেনারেল রাইটিং-বৃষ্টি ভেজা দিন ও অসহায় মানুষ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে লেখালেখি করার চেষ্টা করি। আজকে আমি বৃষ্টি ভেজা দিন এবং অসহায় মানুষের কথাগুলো তুলে ধরার জন্য একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার লেখাগুলো সবার ভালো লাগবে।


বৃষ্টি ভেজা দিন ও অসহায় মানুষ:


Source


বৃষ্টি ভেজা দিন কারো কাছে আনন্দের কারো কাছে আবার কষ্টের কারণ। বৃষ্টির রিমঝিম শব্দে কেউবা প্রশান্তির নিঃশ্বাস ফেলে কেউবা আকাশের মেঘ দেখলে মন খারাপ করে বসে থাকে। আসলে জীবনের বাস্তবতার কাছে আমরা সবাই অসহায়। অনেকের কাছে যেই দিনটি উপভোগ করার মত আবার অনেকের কাছে সারাদিন না খেয়ে থাকার তীব্র যন্ত্রণা উপভোগ করার মত। কেউবা বৃষ্টি ভেজা দিনে মজার মজার খাবার খেতে ব্যস্ত আবার কেউবা দুমুঠো খাবারের জোগাড় করতে বৃষ্টি থামার অপেক্ষায় থাকে। এভাবেই হয়তো সেই অসহায় মানুষগুলো প্রতীক্ষায় থাকে কখন বৃষ্টি থামবে। আর কখন নিজের কাজের জোগাড় করবে। কারণ তারা যে দিনমজুর। পরিবারের মুখে ভাত তুলে দেওয়া তাদের কাছে অনেক কঠিন। আর বৃষ্টি ভেজা দিনে পেটের যন্ত্রণা নিবারণ করাও তাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়ায়।


বৃষ্টি ভেজা দিনে কেউ ইলিশ খিচুড়ি রান্নায় ব্যস্ত কেউবা রাতের বাসি ভাত খেয়ে দিন পার করে। কেউ বা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বৃষ্টির মাঝেই বেরিয়ে পড়ে কাজের সন্ধানে আর কেউ বা সন্তানকে নিয়ে আনন্দে সময় কাটায়। হয়তো জীবনের বাস্তবতা একেকজনের কাছে একেক রকম। বৃষ্টি কারো কাছে আনন্দের কারো কাছে অনেক কষ্টের। আমি বলতে চাই সেসব অসহায় মানুষগুলোর কথা যারা দিন আনে দিন খায়। কর্মের জোগাড় হলেই তারা খাবারের জোগাড় করতে পারে। আর যখন বৃষ্টি নামে তখন তাদেরকে দিনের পর দিন অনাহারে থাকতে হয়। কেউ খোঁজ নেওয়ার মতো থাকে না। ওই টিনের ফুটো দিয়ে যখন ঘরে পানি পড়ে তখন এক কোনায় গিয়ে আশ্রয় নেয় তারা। তাদের কাছে বৃষ্টি মানে বিলাসিতা নয়। তাদের কাছে বৃষ্টি মানে এক আতঙ্ক।


কেউবা বৃষ্টির রিমঝিম শব্দে মাতাল হয়ে যায় কেউবা বৃষ্টির ভয়ংকর শব্দে বারবার কেঁপে ওঠে। বারবার মনে হয় এই বুঝি ভাঙা ঘরে চালাখানা ভেঙ্গে পড়ল। যতক্ষণ বৃষ্টি ঝরে ততক্ষণ যেন প্রাণের ভয়ে সময় কাটে তাদের। কখনো অনাহারে কখনো বা আতঙ্কে দিন কাটে তাদের। এর নামই হয়তো জীবনের বাস্তবতা। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের মাথা গোঁজার মত ঠাই নেই। বৃষ্টির প্রবাল স্রোত যখন বয়ে চলে তখন কোথাও গিয়ে দাঁড়ানোর মত জায়গা তাদের নেই। কখনো বা খোলা রাস্তায় কখনো বা বারান্দার কোন এক কোনায় এভাবেই দিনের পর দিন পার করে তারা। কারণ তারা যে পথের মানুষ। পথই তাদের ঠিকানা। হয়তো এসব অসহায় মানুষ গুলোই বুঝতে পারে বৃষ্টির প্রকৃত অর্থ। তাদের কাছে বৃষ্টি মানেই যেন ভয়ংকর সব স্মৃতি।


এমনও অনেক পরিবার আছে যারা দুবেলা খেতে পায় না। তাদের কাছে বৃষ্টি মানে যেন যন্ত্রণার পাহাড়। তাদের কাছে বৃষ্টি মানে যেন নিজের জীবনের সাথে নিজের লড়াই। হয়তো বেঁচে থাকার লড়াই কিংবা পরিবারকে বাঁচিয়ে রাখার লড়াই। হয়তো আমরা সেই কষ্ট বুঝতে পারি না। কিন্তু আমরা যদি সেই অসহায় মানুষগুলোর কথা গভীরভাবে ভাবি তাহলে হয়তো তাদের কষ্ট গুলো বুঝতে পারব। তাইতো আমার কাছে বৃষ্টির প্রকৃত অর্থ আলাদা মনে হয়। কারো কাছে বৃষ্টি প্রশান্তির হলেও কারো কাছে আতঙ্কের কারণ। বিশেষ করে সেই সব অসহায় মানুষগুলোর কথা ভেবে সত্যিই খারাপ লাগে। কিন্তু কজনই বা তাদের কথা ভাবে। আর কজনই বা তাদের পাশে দাঁড়ায়।


জানিনা আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবে মাঝে মাঝে নিজের চিন্তাধারা থেকে কিছু কথা লিখতে ভালো লাগে। আশা করছি আমার লেখা সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আসলে আপু আমরা মানুষ বিভিন্ন রঙের মানসিকতা,বিভিন্ন রকমের জীবনযাত্রা নিয়ে চলি। যখন প্রচন্ড গরম ছিল তখন আমাদের একরকম চাওয়া ছিল। আর এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখন আমাদের আর একরকম চাওয়া। তবে বৃষ্টির সময় ধনী লোকেদের থেকে গরিব মানুষের কষ্টটা একটু বেশি। একদিন কাজে না যেতে পারলে তাদের মুখে ভাত জোটবে না। আরে বর্ষার সময় কাজের পরিস্থিতিও থাকে না। এজন্য কথাই বলে কারোর পৌষ মাস কারো সর্বনাশ।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাইয়া আমরা বিভিন্নভাবে জীবন যাপন করি। অনেকের কাছে বৃষ্টি মানে আনন্দ অনেকের কাছে বৃষ্টি মানে অনেক কষ্টের কারণ।

 last year 

সচরাচর আপনি আমাদের মাঝে জনসচেতন মূলক পোস্ট বেশি শেয়ার করে থাকেন। আপনার এই পোস্টগুলি আমার অনেক ভালো লাগে। পূর্বদিনে নেই আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন এ দেখি আমি মুগ্ধ। আশা করি আপনার এই পোস্ট অনেকের পূর্বে এবং এই বিষয়ে অবগত হবে। বৃষ্টির দিনে অনেক অসহায় দরিদ্র পরিবার সত্যিই আতঙ্কে থাকে।

 last year 

জনসচেতনতা মূলক পোস্ট দেখতে আমার ভালো লাগে। তাই তো নিজের চিন্তাধারা তুলে ধরার চেষ্টা করি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনার পোস্টটি পড়ছিলাম, আর ভাবছিলাম। সত্যি অনেকগুলো বাস্তব কথা তুলে ধরেছেন আপু আপনার পোস্টে আজকে। বৃষ্টি ভেজা দিনে কেউ বা অসহায় দিন উদযাপন করে। আর অন্যদিকে অনেকেই আনন্দে আত্মহারা হয়ে থাকে। কেউ ভাবে না এসব অসহায় মানুষের কথা। দারুন ছিল আজকের পোস্টটি আপু।

 last year 

বাস্তবতা থেকে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপু। বৃষ্টি ভেজা দিন অসহায় মানুষদের জন্য অনেক বেশি কষ্টের। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

আপু লেখাগুলো পড়ে ভাবছিলাম আমার এসব ভাবনার জন্য ই বৃষ্টি কে উপভোগ করা হয়না।বৃষ্টি হলেই আমার মনটা খারাপ লাগায় ভরে উঠে।লেখাগুলো খুব সত্যি। বৃষ্টি দেখে কেউ আনন্দ উল্লাসে মেতে উঠে। কেউবা ভাবে দিনটি তার কিভাবে কাটবে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু বৃষ্টি দেখে কেউ আনন্দ উল্লাসে মেতে উঠে কেউবা কষ্টে দিন পার করে। অসংখ্য ধন্যবাদ আপু মতামতের জন্য।

 last year 

আসলে প্রকৃতিরযে কোন মূহুর্ত সবার জন্য সুখময় হয় না। কেউ সারাটা দিন বৃষ্টি উপভোগ করে আবার কেউ বৃষ্টির কারণে নিজের জন্য একবেলা পেটে ভাত জোগাড় করতে পারেনা। যারা গরীব মানুষ তাদেরকে বৃষ্টির কারণে অনেক সমস্যার মুখে পড়তে হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করারা জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া কেউ সারাদিন বৃষ্টি উপভোগ করে কেউবা বৃষ্টির কারণে এক বেলা ভাতের জোগাড় করতে পারে না। সেসব মানুষদের কথা মনে হলে সত্যিই অনেক খারাপ লাগে। ধন্যবাদ আপনাকে।

 last year 

এমনও দিনমজুর এখনো আছে যারা বৃষ্টির দিনে বাইরে বের হতে না পারলে অনেকটাই বাসি ভাত খেয়ে অথবা না খেয়ে দিন পার করতে হয়। আবার কিছু ধনী মানুষ আছে যারা বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি ভাইয়া এমন অনেক দিন মজুর আছে যারা বৃষ্টির কারণে বাইরে যেতে পারে না। আর না খেয়ে কিংবা বাসি ভাত খেয়ে দিন পার করতে হয়। অন্যদিকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি নিয়ে ব্যস্ত থাকে।

 last year 

সত্যি বলতে আপনার পোস্ট টা পড়ে আমার মনটা খারাপ হয়ে গেল। এই বাস্তবতা গুলু এতোদিন আমার চোখের আড়ালে ছিল। বৃষ্টি হলে আমরা যেন সুখ খুঁজে পাই। কিন্তু এই বৃষ্টি কারো না খেয়ে থাকার কারণ। এই বৃষ্টি তে কেউ শখ করে ভেজে আর কারো মাথার উপর ছাদ না থাকায় ভেজে। সৃষ্টিকর্তার অদ্ভূত একটা নিয়তি এটা।।

Posted using SteemPro Mobile

 last year 

আমার পোস্ট পড়ে আপনার মন খারাপ হয়ে গেল জেনে সত্যি খারাপ লাগলো ভাইয়া। আসলে জীবনের বাস্তবতা গুলো তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলেই আপু অনেকে প্ল্যান করে রাখে বৃষ্টির দিনে এটা করবে সেটা করবে, এটা খাবে সেটা খাবে আরো কতো কি। তাদের কাছে বৃষ্টির দিন মানে আনন্দ এবং অন্যরকম অনুভূতি। কিন্তু যারা দিনমজুর তারা বৃষ্টিকে রীতিমতো ভয় পায়। কারণ বৃষ্টির দিন তারা সেভাবে কাজ পায় না। আর পেলেও বৃষ্টিতে ভিজে কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। এতে করে শরীর অসুস্থ হয়ে যায়। সেজন্যই তো বলে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। যাইহোক এমন সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65792.35
ETH 2676.19
USDT 1.00
SBD 2.90