নাটক রিভিউ-নতুন বউ|

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। বিকেল বেলায় ভাবলাম একটি নাটক দেখি। আর সেই ভাবনা থেকে একটি নাটক দেখলাম এবং সেই নাটকটির রিভিউ সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি নাটক রিভিউ সবার ভালো লাগবে।


IMG_20230919_183220.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামনতুন বউ
প্রযোজকফখরুল রিয়া
পরিচালনারুবেল হাসান
সহকারী পরিচালকফাহাদ আছমার
অভিনয়েজিয়াউল ফারুক অপূর্ব,সাবিলা নূর ও আরো অনেকে
দৈর্ঘ্য৪৪ মিনিট
মুক্তির তারিখ১৮ জুলাই ২০২৩
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • জিয়াউল ফারুক অপূর্ব- আনিস
  • সাবিলা নূর- তিথী
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-09-19-17-04-23-83.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই আমরা দেখতে পাই আনিস সাহেব তার স্ত্রী তিথিকে নিয়ে তার নিজের বাসায় এসেছেন। আনিস সাহেব একজন প্রবাসী এবং তিনি সিডনিতে থাকেন। তিথি এবং আনিক সাহেবের মধ্যে বয়সের অনেক ফারাক রয়েছে। তিথি আনিস সাহেবকে একদমই পছন্দ করত না। সে সবসময় নিজেকে আলাদা রাখার চেষ্টা করত। অন্যদিকে তিথি তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে থাকে। তার বয়ফ্রেন্ড তাকে জানায় কিছুদিন পর সে এসে তাকে নিয়ে যাবে। এরপর তিথি সেই অপেক্ষায় থাকে এবং তার স্বামীর সাথে দূরত্ব বজায় রেখে থাকার চেষ্টা করে। অন্যদিকে আনিস সাহেব তার বউকে ইমপ্রেস করার চেষ্টা করে। আনিস সাহেব তার বন্ধুর পরামর্শ অনুযায়ী প্রথমে তিথিকে গান শোনায়। এরপর তিথি গান শুনে বিরক্ত হয়ে যায়। এই প্ল্যানটি ফেল হয়ে গেলে এবার তার বন্ধু বলে সে যেন তিথিকে ভালো ভালো গিফট দেয়। এরপর আনিস সাহেব সেই পরামর্শ গ্রহণ করে এবং তিথিকে গিফট দে। এতে কোন কাজ হয় না। এরপর আনিস সাহেব তিথির হাতের রান্না খেতে চায় এবং তার বন্ধুর কথা মত রান্নার প্রশংসা করে। অন্যদিকে তিথি খাবারের মধ্যে অতিরিক্ত লবণ দেয়। এটা খাওয়ার পরেও আনিস সাহেব তার রান্নার প্রশংসা করে।


Screenshot_2023-09-19-17-08-13-63.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এরপর তার বন্ধু তাকে পরামর্শ দেয় সে যেন ভালো ভালো রান্না করে তিথিকে খাওয়ায়। এবার আনিস সাহেব একটু খুশি হয়। কারণ সে রান্নায় বেশ ভালো। এরপর আনিস সাহেব তিথির জন্য রান্না করে। তার রান্না তিথির খুবই পছন্দ হয়। কিন্তু মুখে সেভাবে কখনো প্রশংসা করে না। দেখতে দেখতে তিথির জন্মদিন চলে আসে। তিথি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। আর তার বয়ফ্রেন্ড তার জন্মদিনের কথা ভুলে গেছে। সেজন্য তিথির মন খারাপ হয়েছিল। এমন সময় আনিস সাহেব কেক, ফুল এবং উপহার নিয়ে তিথির সামনে আসে। আর তাকে জন্মদিনের উইশ করে। যদিও এতে করে তিথি খুব একটা খুশি হয়নি। কারণ তার ভীষণ মন খারাপ ছিল। এরপর আনিস সাহেব সেখান থেকে চলে যায়।


Screenshot_2023-09-19-17-21-02-11.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার পরের দিন তিথি তার স্বামীর কাছে কিছু ডলার চায়। এরপর আনিস সাহেব সকালে উঠে প্রয়োজনের চেয়ে বেশি ডলার তাকে দিয়ে এরপর অফিসে যায়। এরপর যখন সে অফিসে সময় ছিল তখন হঠাৎ করেই তার ফোনে একটি মেসেজ আসে। দেখে তার বউ তাকে মেসেজ পাঠিয়েছে এবং লিখেছে সে অন্য একটি ছেলেকে ভালোবাসে এবং তার জন্যই এই দেশে এসেছে। সে তার কাছে চলে যাচ্ছে। এই কথাটি তাকে জানিয়ে দেয়। মেসেজটি পেয়ে আনিস সাহেবের ভীষণ মন খারাপ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় তার মা ফোন দেয়। কিন্তু সে তার মায়ের সাথে মিথ্যা কথা বলে যে তিথি তার অনেক খেয়াল রাখে এবং অনেক ভালোবাসে। অন্যদিকে তিথি তার বয়ফ্রেন্ডের বাসায় যায়। সেখানে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে এবং অন্য একটি মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এসব দেখে সে আবারো ফিরে আসে।


Screenshot_2023-09-19-17-25-37-89.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


অন্যদিকে আনিস সাহেব মনে করে তিথি চলে গেছে। তাই ভীষণ মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে। নিজের বাড়িতে ফিরে আসার পর দেখে তিথি যেখানে আছে। তিথিকে দেখে সে কিছুই বলে না। অন্যদিকে তিথি বার বার তার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করছিল। কিন্তু তার স্বামী তেমন একটা কথা বলছিল না। ভেতরে ভেতরে হয়তো অভিমান হয়েছে। এরপর একদিন দুজনে একটি জায়গায় ঘুরতে যায়। এবার আনিস সাহেব তার জীবনের কথাগুলো বলে। যে তার বাবার চাকরি যাওয়ার পর সে এখানে এসেছে এবং নিজের ইনকাম দিয়ে পরিবারের সবকিছু সামলানোর চেষ্টা করেছে। তাই তো বিয়ে করতে দেরি হয়েছে। আনিস সাহেব তিথিকে সবকিছু খুলে বলেন। যে এই কারণেই তার বয়স হয়ে গিয়েছে বিয়ে করতে। আনিস সাহেব যখন অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলছিল। তিথি সবকিছু চুপ করে শুনছিল। এরপর আনিস সাহেব বলে তোমার যা ইচ্ছা তুমি করো আমি কখনোই তোমাকে বিরক্ত করব না। এসব বলে সে যখন হেঁটে যাচ্ছিল এমন সময় তিথি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং বলে তার ভুল হয়েছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে।


Screenshot_2023-09-19-17-48-35-64.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভালোবাসা বড়ই অদ্ভুত। হয়তো আমরা মাঝে মাঝে ভুল মানুষের জন্য অপেক্ষা করি। কখনো বা ভুল পথে পা বাড়াই। আর নিজের জীবনে আশা সত্যিকারের ভালোবাসাকে দূরে ঠেলে দেই। এই নাটকটিতেও ঠিক তেমনটাই হয়েছে। তিথি তার বয়ফ্রেন্ডের জন্য স্বামীর সাথে দূরত্ব বজায় রাখে। অথচ তার বয়ফ্রেন্ডের সাথে অন্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সময়ের সাথে সাথে সব ভুল বোঝাবুঝির অবসান হয়। এই নাটকটিতেও শেষে তিথি তার ভুল বুঝতে পেরেছে। সবমিলিয়ে নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছিল।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক




আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

নতুন বউ নাটকটি দেখেছি। নাটকটির গল্প ছিলো অসাধারন। অপূর্ব একটু বয়সে বড় ছিলো তাই বলে সাবিলা নূর অবহেলা করতো। তবে নাটকটির শেষের দিকে গিয়ে তার ভুল বুঝতে পারে। নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

এই নাটকটি আপনি আগে দেখেছেন এবং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। নাটকটি আমার কাছেও ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

অপূর্বের নাটকগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে নাটকটা দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অপূর্ব আমার খুবই পছন্দের একজন অভিনয়শিল্পী। তাইতো উনার নাটক গুলো আমার কাছে খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

নাটক দেখেছিলাম। খুবই ভালো লেগেছিল নাটকটি। নাটকের গল্পটিও দারুণ ছিল। তিথি ফাইনালি বুঝতে পেরেছিল যে আনিসই তাকে সত্যিকারের ভালো বাসে ☘️

 last year 

এই নাটকটি আপনি দেখেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। অবশেষে তিথি সব কিছু বুঝতে পেরেছিল এবং সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছিল।

 last year 

নতুন বউ নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো। আসলে একসময় বাংলা নাটক প্রচুর দেখা হতো। কিন্তু বর্তমানে একদমই এসব নাটক দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বাংলা নাটক আমি আগে খুবই দেখলাম। এখন খুব একটা দেখা হয় না। তবে সময় পেলে রিভিউ পোস্ট করার জন্য নাটক দেখার চেষ্টা করি আপু।

 last year 

নতুন বউ নাটকের রিভিউ পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।আপনি খুব সুন্দর করে নাটকের বিস্তারিত বিষয় আলোচনা করেছেন।কাহিনী সারসংক্ষেপ ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

 last year 

আপু অপূর্ব খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আমি শুধু ভাবছি দেখবো কিন্তু দেখার মতো সময় আর হয়ে ওঠেনি। এর মধ্যে আজ আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো। সত্যিই খুব সুন্দর একটি নাটক আর গল্পও খুব সুন্দর। ধন্যবাদ আপু এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

আপনি আজকে খুব চমৎকার একটি নাটক রিভিউ করেছেন। আপনার এই নাটকটি পড়ে বেশ ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন ভালোবাসা বড়ই অদ্ভুত। কখনো কেউ সত্যিকারের ভালোবাসার জন্য অপেক্ষা করে কেউ মিথ্যে ভালোবাসার জন্য অপেক্ষা করে। তবে আসল ভালোবাসাকে চিনে যে পাশে রাখতে জানে সেই হলো ভালোবাসা। আপনার নাটকের ভিতরে খুব ভালো হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার কাছ থেকে এরকম সুন্দর একটা নাটকের রিভিউ দেখতে পেরে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর হয়েছে এই নাটকটি। আমি এই নাটকটি দেখিনি। তবে অবশ্যই আমি আপনার কাছ থেকে এই নাটকের ভিডিও দেখে যেভাবে অনুপ্রাণিত হয়েছি এটি অবশ্যই দেখে নিব।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক হৃদয়ের মাধ্যমে শেয়ার করেছেন। আসলে এই নাটকটি আমি কিছুদিন আগে দেখেছিলাম বেশ ভালো লেগেছিল। মেয়েটির বয়ফ্রেন্ড এর কারনে তার স্বামীর থেকে দূরে দূরে থাকতো এটা কিন্তু অনেক খারাপ একটা বিষয়। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে নাটকটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86