ভ্রমণ-বিলের পাড়ে ভ্রমণ||আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও কখনো সেভাবে ভ্রমন পোস্ট শেয়ার করা হয় না। কারণ কখনো সেভাবে বাহিরে ঘুরতে যাওয়া হয় না। তবে এবার ঈদের ছুটিতে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন বিলের পাড়ে বেড়াতে গিয়েছিলাম। যদিও সেটা ঈদের দুই-তিন দিন পর। কারণ ঈদের দিন আমি বিছানা থেকে উঠতেই পারিনি অসুস্থতার কারণে। এরপর বাসার পিচ্চি গুলো যখন বায়না করলো তখন কাছেই সুন্দর একটি বিলের পাড়ে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। সব ভাইবোনরা মিলে একসাথে বেড়াতে সত্যিই ভালো লেগেছিল। তাই তো সেই অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।
বিলের পাড়ে ভ্রমণ:
Location
Location
আমার বাসা থেকে এই বিলের পাড়ে যেতে প্রায় ২০ মিনিট সময় লাগে। আমরা সবাই বিকেলের দিকে সেখানে ঘুরতে গিয়েছিলাম। অটোতে করে আমরা প্রায় বিলের কাছাকাছি চলে গিয়েছিলাম। যেহেতু রাস্তাটা বেশ ভালো ছিল তাই তো খুব সহজেই পৌঁছে গিয়েছিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম ফটোগ্রাফি করতেই পারবো না। কারণ বিকেল হয়ে গিয়েছিল। তারপর যখন দেখলাম পড়ন্ত বিকেলের অপরূপ সৌন্দর্য বিলের পাড়ের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে তখন দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম।
Location
Location
বিলের পাড়ের খোলা হাওয়া আর চারপাশের পরিবেশ দেখে এতটাই ভালো লেগেছিল যে মন চাচ্ছিল অনেকটা সময় সেখানে কাটাই। সবাই মিলে সত্যি দারুন সময় কাটিয়েছি। আর অনেকটা সময় ঘুরাঘুরি করেছি। নৌকা ভ্রমন করেছি। এরপর রশি টেনে টেনে ড্রামের উপর দিয়ে নদী পার হয়েছি। আসলে এই অভিজ্ঞতাগুলো সত্যিই দারুন ছিল। যদিও আমি নৌকায় উঠতে পারিনি। কারণ নিচে বসতে আমার অনেক কষ্ট হয় ব্যথার কারণে। তাই তো পিচ্চিগুলোর আবদার পূরণ করার জন্য ওই নৌকার মালিক আংকেলকে অনুরোধ করেছিলাম এবং ১০০ টাকা হাতে ধরিয়ে দিয়েছিলাম। যাতে পিঁচি গুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসে।
Location
নৌকা ভ্রমন করে পিচ্চিগুলো তো সেই খুশি হয়েছে। আর সেই সাথে আমারও ভীষণ ভালো লেগেছে। আসলে সবার আনন্দ দেখলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। সেই ক্ষণিকের সময়ের জন্য মনে হচ্ছিল আমি মনে হয় পুরোপুরি সুস্থ। আর আমিও ভাসমান ড্রামের উপর দাড়িয়ে নদী পার হয়েছিলাম। মনে হয়েছিল নদীর উপর ভেসে যাচ্ছি। প্রথম প্রথম সবাই ভয় পেয়েছিল। বিশেষ করে আমার পিচ্চি চাচাতো বোনটা তো উঠতেই চাচ্ছিলনা। সে তো ভীষণ কান্নাকাটি শুরু করেছিল। এরপর বললাম তুমি এপারে থাকো তখন বলল সে থাকতে পারবে না। পরে যখন উঠলো তখন অনেক আনন্দ পেয়েছে।
Location
নদীর পাড়ের খোলা হাওয়ায় আমরা অনেকটা সময় কাটিয়েছি। অনেকটা সময় বসে ছিলাম। আর সেই সময়টাতে মনে হয়েছে যেন জীবনের প্রশান্তি বোধ হয় এখানেই আছে। কোন চিন্তা নেই, ভাবনা নেই, আছে শুধু মুক্ত বাতাস আর নিরিবিলি পরিবেশ। সবমিলিয়ে মনে হয়েছিল যেন আরো খানিকটা সময় যদি সেখানে থেকে যেতে পারতাম তাহলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। অনেক সময় আমরা হয়তো দূর-দূরান্তে গিয়ে আনন্দ খোঁজার চেষ্টা করি। কিন্তু নিজের বাসার কাছাকাছিও যে এত সুন্দর পরিবেশ থাকতে পারে সেটা কখনো ভেবে দেখি না।
Location
হঠাৎ করেই এত সুন্দর পরিবেশে সময় কাটাতে পারব সেটা সত্যি কখনো ভাবিনি। আমি যে পরিমাণ অসুস্থ তার মাঝেও যে সেই বিকেলটাতে ঘোরাঘুরি করতে পেরেছি এতে আমি সত্যি খুশি হয়েছিলাম। কতদিন কোথাও যাওয়া হয় না। আর পিচিগুলোর হাসি মাখা মুখ দেখে আমার আরো বেশি ভালো লেগেছিল। ওরা তো ভীষণ খুশি হয়েছিল। ঈদের দিন আমার জন্য ওরাও বেড়াতে যেতে পারেনি। আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর ওরা একা একা কোথাও বেড়াতে যায় না। আমার সাথে গেলে তারা বেশি আনন্দ পায়। আমিও তাদেরকে নিয়ে ঘুরতে অনেক আনন্দ পাই। আশা করছি আমার ভ্রমন পোস্ট আপনাদের ভালো লাগবে।
ইদানিং শুনি আপনি প্রায় অসুস্থ্য থাকেন। একটু ভালো ডাক্তার দেখান তো আপু। যাক এভাবে মাঝে মাঝে এদিক সেদিক ঘুরাঘুরি করলে কিন্তু শরীর হতে অনেক রোগ ব্যাধি দৌড়ে পালাবে। ও আপু এত সুন্দর জায়গায় বেড়াতে যাওয়ার আগে আমাকে একটু বলেন না যে। ইস্ আমি যদি যেতে পারতাম তাহলে বাশেঁর ভেলার উপর বসে পানিতে পা দুটো ভিজিয়ে পুরো বিল টা ঘুরে বেড়াতাম। তাতে মাঝি কাকা যা টাকা চাইতো তাই দিতাম। থাক না নেন তাতে কোন সমস্যা নেই, আপনি তো কিছুটা সুস্থ্যতা অনুভব করেছেন। এটাই আমার কাছে শান্তি। হি হি হি
আপু অসুস্থ অবস্থায় তেমন কোথাও যেতে পারিনি। তাইতো এই বিলের পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আপু আপনি চলে আসেন আবারো নতুন করে ঘুরতে যাবো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। ঈদের দিন অসুস্থ থাকার কারণে এখন উঠতেই পারেননি। যাহোক তারপরে দুই থেকে তিনদিন পর সন্তানের আবদারের কারণে বিলের পারে ভুলে গিয়েছে। সকলে একত্রে দিলে নৌকা ভ্রমণ করেছেন সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। মন যতই খারাপ থাকুক এই সমস্ত জায়গায় গেলে এমনিতে মন অনেকটা ভালো হয়ে যায়। আপনার পরিবার এবং আপনার সন্তানদের জন্য দোয়া থাকলো।
এরা আমার ভাইবোন সন্তান না।
এরকম ভ্রমণ করতে আমারও অনেক মন চায়। তবে সময় স্বল্পতার কারণে একদমই কোথাও যেতে পারি না। যাই হোক অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপু সময় পেলে এভাবে ঘুরে আসতে পারেন। সময় অনেক কঠিন। ব্যস্ততার মাঝেও একটুখানি সময় পেলে এরকম একটি জায়গায় ঘুরে আসতে পারেন আপু। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।