জেনারেল রাইটিং-বর্ষাকালে অনাহারী মানুষ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট সবার মধ্যে শেয়ার করবো। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি বর্ষাকালে অনাহারি মানুষের জীবন নিয়ে কিছু কথা লিখবো। আশা করছি আমার এই লেখাগুলোর সাথে আপনারা বাস্তবতার অনেক মিল খুঁজে পাবেন।
বর্ষাকালে অনাহারী মানুষ:

Source
বর্ষাকাল মানে অন্যরকমের এক অনুভূতি। বর্ষাকাল কারো জন্য বয়ে আনে খুশির বার্তা আবার কারো জন্য বা দুচোখে জল। বর্ষাকালে কেউ ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে কেউ বা চিন্তা করে পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিবে কি করে। বর্ষাকাল কারো জন্য আনন্দ উদযাপনের সময় কারো জন্য অনাহারে দিন কাটানোর লড়াই। বর্ষাকালের সংজ্ঞাটা আসলে একেকজনের কাছে একেক রকমের।
বর্ষাকালে দিনমজুর থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের জীবন যুদ্ধ টা অনেক কঠিন হয়ে যায়। যেই মানুষগুলো দিনে রোজগার করে আর সেই রোজগারের টাকা দিয়েই পরিবারের মুখে খাবার তুলে দেয় সেই মানুষদের জন্য বর্ষাকাল কতটা কঠিন সেটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে। একজন দিনমজুর যদি কাজ না করতে পারে তাহলে তার পরিবার অনাহারে দিন কাটাবে। একজন দিনমজুর যদি টানা কয়েকদিন বৃষ্টির কারণে কাজ না পায় তাহলে তার পরিবারকেও সেই ভোগান্তির শিকার হতে হয়।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা দৈনন্দিন আয়ের উপর নিজেদের খরচ চালায়। হয়তো প্রয়োজনের তুলনায় তাদের আয় অনেক কম। তাই সঞ্চয় করার মত সামর্থ্য তাদের থাকেনা। নিজে উপার্জন করে পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়াই তাদের কাছে কঠিন লড়াই। আর এরই মাঝে যদি বর্ষাকালে তাদের কাজ বন্ধ হয়ে যায় তাহলে প্রত্যেকটা দিন শুধু অনাহারে কাটে তাদের।
আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা সারাদিন কাজ করে বিকেল বেলায় চাল ডাল নিয়ে বাড়ি ফেরে। হয়তো একদিনের খাবার তাদের জুটে যায় কিংবা কোন রকমে দুইদিন চালাতে পারবে। কিন্তু তিন দিন যখন কাজে যেতে পারবে না তখন তাদের মুখে আর খাবার জুটবে না। অনাহারে দিন পার করতে হবে। হয়তো শুধু পানি খেয়ে পেটের জ্বালা মেটাতে হবে। সেই সব অসহায় মানুষদের কথা ভাবলে বর্ষাকালটা খুব একটা ভালো লাগে না।
আমরা হয়তো বর্ষাকালের আনন্দটা উদযাপন করি। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা বর্ষা কালকে অভিশাপ মনে করে। কারণ বর্ষাকালে তাদের আয় রোজগার যেমন কমে যায় তেমনি পরিবার চালানো কষ্টকর হয়ে যায়। আর পরিবারের মুখে খাবার তুলে দিতে না পারার ব্যর্থতা সেই মানুষটিকে তিলে তিলে শেষ করে দেয়। সে যেন বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1953824110553051392?t=y1xo9fzW9Wa_lWshUvJ2Aw&s=19
https://x.com/Monira93732137/status/1953826150486008296?t=Oed0lzVa8vevr2EmJDRfHQ&s=19
https://x.com/Monira93732137/status/1953826990680633454?t=TIIxcZd96B2s-rci2gzW9A&s=19
কথায় আছে না কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ।তবে বর্ষার সময় দরিদ্র মানুষ গুলো কষ্টের শেষ থাকে না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
সত্যি আপু অসহায় মানুষের কথা ভেবে খুবই খারাপ লাগে। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।