DIY-কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই সময় পেলে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। আজকে আমি কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20240204_165524.jpg
Device-OPPO-A15


নিজের তৈরি করা কোন কিছু ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। যদিও কয়েকদিন থেকে তেমন কিছু করার সুযোগ হয়ে উঠছে না। তবুও চেষ্টা করেছি একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার। আর এই ধরনের ওয়ালমেট তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তাই সময় পেলে নতুন কিছু তৈরি করি। তাইতো আমি কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি আর আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কটনবাড।
২. সাদা কাগজ।
৩. রঙিন কাগজ।
৪. কলম।
৫. কাঁচি।
৬. আঠা।

IMG20240204161031.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240204161330.jpg
Device-OPPO-A15


কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি সাদা কাগজ নিয়েছি।


ধাপ-২

IMG20240204162345.jpg
Device-OPPO-A15
IMG20240204162456.jpg
Device-OPPO-A15


এবার সাদা কাগজের উপর কিছু লতাপাতা অঙ্কন করার জন্য কালো কলমের ব্যবহার করেছি। আর সুন্দরভাবে কিছু ডালপালা অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20240204162538.jpg
Device-OPPO-A15
IMG20240204162639.jpg
Device-OPPO-A15


এবার কটন দিয়ে ফুল তৈরি করার জন্য সুন্দর করে কটনবাড গুলো ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240204162646.jpg
Device-OPPO-A15
IMG20240204162819.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে কটনবাড গুলো দিয়ে ফুল তৈরি করার জন্য বসিয়ে নিয়েছি। আর আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240204162913.jpg
Device-OPPO-A15
IMG20240204163004.jpg
Device-OPPO-A15


খুব সাবধানতার সাথে ধীরে ধীরে আঠা দিয়ে কটনবাড গুলো বসিয়ে দিয়েছি।


ধাপ-৬

IMG20240204163049.jpg
Device-OPPO-A15
IMG20240204163424.jpg
Device-OPPO-A15


এভাবে আমি কয়েকটি ফুল তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে আমার তৈরি করা ওয়ালমেট দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20240204163450.jpg
Device-OPPO-A15
IMG20240204163545.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেটের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য সবুজ কাগজ নিয়েছি। আর পাতার আকৃতি অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৮

IMG20240204163601.jpg
Device-OPPO-A15
IMG20240204163716.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে পাতাগুলো কেটে নিয়েছি। আর সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20240204163729.jpg
Device-OPPO-A15
IMG20240204163937.jpg
Device-OPPO-A15


এবার পাতাগুলো আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১০

IMG20240204164014.jpg
Device-OPPO-A15
IMG20240204164037.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার ওয়ালমেটের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য সবুজ রঙের কাগজ নিয়েছি। আর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20240204164144.jpg
Device-OPPO-A15
IMG20240204164149.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আঠা দিয়ে কাগজের অন্য অংশগুলো লাগিয়ে নিয়েছি। আর ওয়ালমেটের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20240204_170214.jpg
Device-OPPO-A15


নতুন নতুন ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। তাইতো আজকে আমি রঙিন কাগজ এবং কটনবাড ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমার এই ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 5 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যিই আপনার হাতের কাজগুলো সব সময় আমাকে বেশ মুগ্ধ করে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

কটনবাড দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ভাবে নিজের মন্তব্য তুলে ধরার জন্য।

 5 months ago 

আসলেই নিজে কোন কিছু তৈরি করে ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালোলাগা কাজ করে সব সময়। কটনবাড ব্যবহার করে চমৎকার একটা ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া নিজে কোন কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আর অন্যরকম ভালো লাগার কাজ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 5 months ago 

ঠিক বলেছেন আপু নিজের তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখলে নিজের কাছেই খুব ভালো লাগে। আপনি এরকম কত ওয়ালমেট তৈরি করে সাজিয়ে রেখেছেন? মাঝেমধ্যেই তো চমৎকার সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আজকের কটন দিয়ে ওয়ালমেট তৈরি খুব সুন্দর হয়েছে।

 5 months ago 

আপু আমি বেশ কয়েকটা ওয়ালমেট ঘরে সাজিয়ে রেখেছি। আর কিছু কিছু ওয়ালমেট নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 5 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটা ডাই পোস্ট শেয়ার করেছেন। আপনি দেখছি কটনবাট দিয়ে খুব সুন্দর করে ফুলের তৈরি করেছেন যা দেখতে বেশ আকর্ষনে লাগছে। এটি ঘরের দেয়ালে রেখে দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভাই আমি চেষ্টা করেছি ভিন্ন রকমের কিছু করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

কটম বাড দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখতে খুব সুন্দর লাগছে। এই ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে এটি তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

ওয়ালমেট দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। ঘরে এই ধরনের ওয়ালমেট গুলো রাখলে দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।

 5 months ago 

এতা একদম ঠিক বলেছেন নিজের হাতের বানানো জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে। আমিও তাই করি।আমার তৈরি করা জিনিসগুলো দিয়ে ঘর সাজিয়েছি। আপনার আজকের কটনবাড দিয়ে তৈরি করা ওয়ালমেটটি দেখতে বেশ সুন্দর হয়েছে।ফুলের মাঝখানে পুথি বা রঙ্গিন কাগজ লাগালে আরও বেশি সুন্দর লাগতো আপু । ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

সত্যি আপু নিজের হাতে তৈরি করা কোন কিছু দিয়ে ঘর সাজালে অনেক ভালো লাগে। আপনিও তাই করেন জেনে অনেক ভালো লাগলো।

 5 months ago 

আপু আপনি আজকে কটনবাড দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। আমিও অনেক দিন আগে কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরি করেছিলাম। আপনার তৈরি ওয়ালমেটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 5 months ago 

কটনবাড দিয়ে তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আপনিও এভাবে ওয়ালমেট তৈরি করেছিলেন জেনে ভালো লাগলো ভাইয়া।

 5 months ago 

আপু আপনি চমৎকার একটি ওয়ালমেট তৈরি করলেন।কটনবাড আর রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট আপনি শেয়ার করেছেন।ওয়ালমেটটি আমার কাছে বেশ ভালো লাগলো।আপনি ওয়ালমেট তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই ওয়ালমেটটি শেয়ার করার জন্য।

 5 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। আর প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 5 months ago 

আপনি ঠিকই বলেছেন আপু নিজের তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে কটন বাদ দিয়ে অনেক সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। এরকম সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

সত্যি আপু নিজের তৈরি করা কোন কিছু দিয়ে ঘর সাজালে বেশ ভালো লাগে। তাই তো আমিও চেষ্টা করেছি ওয়ালমেট তৈরি করার।

 5 months ago 

নিজের তৈরি করা যেকোনো জিনিস ঘরে সাজিয়ে রাখলেও সুন্দর লাগে। আপনি কটন বাড ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন। কাজটি দেখেই বুঝা যাচ্ছে সময়সাপেক্ষ ছিল 🌼

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া নিজের তৈরি করা কোন কিছু দিয়ে ঘরে সাজালে দেখতে অনেক ভালো লাগে। তাইতো আমিও মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39