আর্ট-রং তুলিতে সমুদ্রের পাড়ের চিত্র পেইন্টিং||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাইতো রং তুলিতে সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। তবে রং তুলিতে সমুদ্রের পাড়ের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে।


রং তুলিতে সমুদ্রের পাড়ের চিত্র পেইন্টিং:

IMG_20230701_120141.jpg
Device-OPPO-A15


রং তুলিতে পেইন্টিং করতে মাঝে মাঝে অনেক ভালো লাগে। তবে ঈদের ব্যস্ততা আর অসুস্থতা সব মিলে মিশে কোন কিছুই সেভাবে করা হয়ে উঠছে না। তবুও এই পেইন্টিংটি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসলে ব্যস্ততার মাঝে কিংবা অসুস্থতার সময়গুলোতে কোন কিছু সেভাবে করা হয়ে ওঠে না। তবুও মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। সমুদ্রের পাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি সারি সারি নারিকেল গাছগুলো দেখতেও বেশ ভালো লাগে। মাঝে মাঝে চেষ্টা করি সেই সৌন্দর্য তুলে ধরার জন্য। তেমনি একটি পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20230627154225.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230627154723.jpg
Device-OPPO-A15
IMG20230627154809.jpg
Device-OPPO-A15


সমুদ্রের পাড়ের সুন্দর একটি পেইন্টিং ফুটিয়ে তোলার জন্য প্রথমে হালকাভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230627154902.jpg
Device-OPPO-A15
IMG20230627155017.jpg
Device-OPPO-A15


এবার আকাশি রং এর ব্যবহার করার চেষ্টা করেছি। এরপর ধীরে ধীরে গোধূলির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য হালকা হলুদ রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230627155023.jpg
Device-OPPO-A15
IMG20230627155124.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে হলুদ রঙের ব্যবহার করা শেষ হয়ে গেলে এবার কমলা রঙের মিশ্রণ দিয়ে সুন্দর করে মুহূর্তটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230627155227.jpg
Device-OPPO-A15
IMG20230627155336.jpg
Device-OPPO-A15


সমুদ্রের পাড়ের সেই সুন্দর প্রকৃতি সবার মাঝে তুলে ধরার জন্য সুন্দর করে সমুদ্রের পানি গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এজন্য হালকা নীল রঙের ব্যবহার করেছি। এরপর ধীরে ধীরে নিচের দিকে কালো রং দিয়েছি।


ধাপ-৫

IMG20230627155536.jpg
Device-OPPO-A15
IMG20230627155600.jpg
Device-OPPO-A15


এবার ডুবন্ত সূর্য অঙ্কন করার চেষ্টা করেছি। সূর্যের আলো চারপাশে ছড়িয়ে পড়ছে এরকম একটি দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230627160716.jpg
Device-OPPO-A15
IMG20230627160849.jpg
Device-OPPO-A15


এবার হালকাভাবে পেন্সিল দিয়ে একে নেওয়ার চেষ্টা করেছি। এরপর কিছু নারিকেল গাছ আঁকার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230627161111.jpg
Device-OPPO-A15
IMG20230627161009.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সুন্দর করে পাতা এবং ডালপালা তৈরি করার চেষ্টা করেছি। যাতে এই পেইন্টিং দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20230627161418.jpg
Device-OPPO-A15
IMG20230627161844.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু পাতা অঙ্কন করেছি এবং পেইন্টিংটির সম্পূর্ণ অংশ সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230627_235640.jpg
Device-OPPO-A15


সমুদ্রের পাড়ের অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য এই পেইন্টিং করেছি। মাঝে মাঝে নতুন নতুন পেইন্টিং করতে ভালো লাগে। তারই ধারাবাহিকতায় এই পেইন্টিং করে সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। রং তুলির ছোঁয়ায় নতুন নতুন পেইন্টিং করতে আমার বেশ ভালো লাগে। তাইতো সবার মাঝে শেয়ার করেছি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

আপু আপনি সুস্থ ভাবে আরোগ্য লাভ করুন সেটাই আমাদের চাওয়া। ঈদের অনেক ব্যস্ততার মাঝেও রং তুলি দিয়ে সমুদ্রের পাড়ের দৃশ্য অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। অংকন পদ্ধতিটিও অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুস্থ জীবনে হয়তো খুব শীঘ্রই ফিরব। তবে এই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়বে। অনেক কষ্টে দিন পার করছি। যাইহোক ভাইয়া আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর করে পেইন্টিং করে উপস্থাপন করার জন্য।

 last year 

সৃষ্টিকর্তা আপনার কষ্ট ও দূর করে দিক সেটাই আমাদের চাওয়া। আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

অসাধারণ একটি পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং গুলো আমার অনেক ভালো লাগে। আজকেরটাও খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আমার করা পেইন্টিং গুলো আপনার কাছে ভালো লাগে এবং এবারের পেইন্টিংটি ভালো লেগেছে জেনে সত্যি ভালো লেগেলো আপু। চেষ্টা করি সুন্দর করে পেইন্টিং করার জন্য। আর আপনাদের সুন্দর মন্তব্য গুলো পড়ে আরও বেশি উৎসাহ পাই।

 last year 

আপু প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনি রং তুলি দিয়ে চমৎকার ভাবে সমুদ্রের পাড়ের চিত্র পেইন্টিং করেছেন। দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। কালার কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। গাছ গুলো দেখে মনে হচ্ছে বাস্তব। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

রং তুলি দিয়ে সমুদ্রের পাড়ের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। তবে চেষ্টা করেছি ভিন্নভাবে সমুদ্রের পাড়ের সৌন্দর্য তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

রং তুলিতে সমুদ্র পারের অসাধারণ একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন।
বিশেষ করে গাছের আড়ালে সূর্যের উঁকি মারা এবং চিত্রের কালার কম্বিনেশন উপভোগ করতে দারুন লাগলো।
ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 last year 

গাছের আড়ালে সূর্য উঁকি দিচ্ছে এরকম একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে এবং কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

শরীর ভালো না থাকলে কোন কিছুই করতে ইচ্ছা করে না। তাছাড়া ব্যস্ত থাকলে তো রং তুলি নিয়ে আরো বসা হয় না। কারণ এগুলো নিয়ে বসলে অনেক জিনিস নষ্ট হয়। যাই হোক আপু জল রং দিয়ে খুব সুন্দর একটি সমুদ্রের পাড়ের চিত্র অঙ্কন করেছেন। কালার কম্বিনেশনের কারণে আপনার আর্টটি আরো চমৎকারভাবে ফুটে উঠেছে। খুব ভালো লাগছে দেখতে।

 last year 

ঠিক বলেছেন আপু শরীর ভালো না থাকলে কোন কিছু করা যায় না। কিন্তু কি আর করার আপু মাঝে মাঝে জোর করেও কোন কিছু করতে হয়। আপু আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

সত্যি বলতে অসুস্থ থাকলে কোন কিছু করতে তেমন একটা ভালো লাগে না কোন কাজে করার প্রতি তেমন একটা ইচ্ছে হয় না। যেহেতু ঈদের সময় ছিল সে তো ঈদের কাজকর্মে সকলেই অনেক বেশি ব্যস্ত ছিল আপনিও দেখছি অনেক বেশি ব্যস্ত ছিলেন। অবশেষে একটি সুন্দর অঙ্কন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। সত্যি সমুদ্র পারে নারিকেল গাছের দৃশ্যগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায় আপনার এই অংকন দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসুস্থতার দিনগুলো এতটাই খারাপ ভাবে কাটছে যেটা বলে বোঝাতে পারবো না। আসলে একদিকে ব্যস্ততা অন্যদিকে অসুস্থতা দুটো মিলে বেশ খারাপ সময় যাচ্ছে। এর মাঝেই সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

রং তুলি দিয়ে সমুদ্রের পাড়ের চিত্র অংকটি অনেক সুন্দর হয়েছে। এরকম চিত্রগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আমিও মাঝে মাঝে রংতুলি দিয়ে চিত্র অঙ্কন করি। এই ধরনের চিত্রগুলো দেয়ালে সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। খুবই সুন্দর হয়েছে আপনার চিত্রটি।

 last year 

রং তুলি দিয়ে নতুন কিছু করতে ভালো লাগে। তাই তো সমুদ্রের পাড়ের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। সত্যি আপু এই চিত্রগুলো দিয়ে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

আর্ট-রং তুলিতে সমুদ্রের পাড়ের চিত্র পেইন্টিংটি
অসম্ভব সুন্দর হয়েছে। মানতে হবে আপনার হাতে জাদু আছে। সাদা কাগজ,পোস্টার রং,তুলি,পেন্সিল ও পানি দিয়ে নিখুঁতভাবে আর্টটি সম্পন্ন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ক্ষুদ্র প্রচেষ্টায় কোন কিছু অঙ্কন করতে ভালো লাগে। তাই চেষ্টা করেছি ভাইয়া। আপনার সুন্দর মন্তব্য পড়ে আরও বেশি ভালো লাগলো। চেষ্টা করব ভিন্ন কিছু নিয়ে আবারও হাজির হওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 88638.48
ETH 3290.10
USDT 1.00
SBD 3.05