Diy-রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু তৈরি করতে। তেমনি আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20230110_122816.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। কারণ অনেকটা সময় নিয়ে কাজ করতে হয়। আমি সকাল থেকে এই ওয়ালমেটটি তৈরি করার চেষ্টা করেছি। আসলে নতুনভাবে কোন কিছু তৈরি করতে পারলে ভালই লাগে। ঘরে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যায় কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. শক্ত কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পেন্সিল।

IMG20230110110824.jpg
Device-OPPO-A15


ধাপসমূহ:


ধাপ-১

IMG20230110111019.jpg
Device-OPPO-A15
IMG20230110111347.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে একটি মোটা কাগজ নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং দাগ অনুযায়ী কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230110111441.jpg
Device-OPPO-A15
IMG20230110111710.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে ওয়ালমেট আরো বেশি সুন্দর করার জন্য একটি কালো কাগজ নিয়েছি। এরপর কাগজটি সুন্দর করে মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। এবার সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230110111731.jpg
Device-OPPO-A15
IMG20230110111835.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেটের ফ্রেম তৈরি করার জন্য এবং দেখতে আরো বেশি আকর্ষণীয় করার জন্য কালো কাগজটি সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৪

IMG20230110112023.jpg
Device-OPPO-A15
IMG20230110112050.jpg
Device-OPPO-A15


এবার ফুল তৈরি করার জন্য হলুদ রঙের রঙিন কাগজ সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি।


ধাপ-৫

IMG20230110112108.jpg
Device-OPPO-A15
IMG20230110112129.jpg
Device-OPPO-A15


এবার কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। এভাবে কয়েকটি ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৬

IMG20230110112225.jpg
Device-OPPO-A15
IMG20230110112654.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কেটে কেটে ফুলগুলো তৈরি করে নিয়েছি।


ধাপ-৭

IMG20230110113833.jpg
Device-OPPO-A15
IMG20230110114159.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু ফুল তৈরি করার জন্য কালো রংয়ের কাগজ কেটে নিয়েছি এবং সুন্দর করে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৮

IMG20230110114745.jpg
Device-OPPO-A15
IMG20230110114848.jpg
Device-OPPO-A15


এবার আগের পদ্ধতি অনুযায়ী কাগজগুলো কেটে ফুল তৈরি করার চেষ্টা করেছি। এবার হলুদ ফুল এবং কালো ফুল একসাথে লাগিয়ে দেওয়ার জন্য আঠা ব্যবহার করেছি।


ধাপ-৯

IMG20230110114903.jpg
Device-OPPO-A15
IMG20230110114943.jpg
Device-OPPO-A15


সুন্দর করে ফুলগুলো আরো বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১০

IMG20230110114953.jpg
Device-OPPO-A15
IMG20230110115031.jpg
Device-OPPO-A15


এবার ফ্রেমের উপর ফুলগুলো আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১১

IMG20230110115456.jpg
Device-OPPO-A15
IMG20230110115706.jpg
Device-OPPO-A15


এবার ছোট ছোট লাভগুলো তৈরি করার জন্য কাগজের ব্যবহার করেছি এবং সুন্দর করে ফ্রেমের চারপাশে লাগিয়ে দিয়েছি।


ধাপ-১২

IMG20230110115847.jpg
Device-OPPO-A15
IMG20230110120317.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরো কিছু কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। হলুদ কাগজ লম্বা হবে কেটে নিয়েছি এবং কালো কাগজ কেটে নিয়েছি। এবার পূর্বের পদ্ধতি অনুযায়ী কাগজ কেটে কেটে ফুল তৈরি করে নিয়েছি। ছোট বড় বিভিন্ন সাইজের ফুল তৈরি করেছি।


শেষ ধাপ

IMG20230110120405.jpg
Device-OPPO-A15
IMG20230110120429.jpg
Device-OPPO-A15


ফুলগুলো সুন্দর করে লম্বা কাগজের মধ্যে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং সেগুলো ওয়ালমেটের সাথে সেটিং করার চেষ্টা করেছি। এভাবেই আমি এই সুন্দর ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230110_132729.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে এই ওয়ালমেট তৈরি করতে আমার ভালো লেগেছে। তবে অনেকটা সময় লেগেছে। আসলে সময় দিয়ে কোন কাজ করলে দেখতে ভালো লাগে। আমিও চেষ্টা করেছি কিছুটা সময় নিয়ে কাজটি করার জন্য। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে ওয়ালমেট তৈরী করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

আপু আপনার এই ওয়ালমেট দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে অনেক সময় ধরে তৈরি করছেন। রঙিন কাগজ দিয়ে এই সব বানতে অনেকটা সময়ের প্রয়োজন হয় আবার যদি একটু ভুল হয় কতোটা যে বিরক্ত লাগে। এতো সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া অনেকটা সময় নিয়ে করতে হয়েছে। আসলে একবার যদি ভুল হয়ে যায় তাহলে ঠিক করতে বেশ বিরক্ত লাগে। তাই তো খুব সাবধানতার সাথে করার চেষ্টা করেছি। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মত আমিও রঙিন কাগজ দিয়ে নতুন কিছু জিনিস বানাতে পছন্দ করি। আপনি ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা যেমন সহজ তেমন কঠিন। একটু ভুল হলে পুরোটাই নষ্ট হয়ে যায়। তারপরও আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।অনেক ধন্যবাদ আপু সুন্দর পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু কোন কিছু দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলেই বোঝা যায় আসলে কতটা কঠিন। একবার ভুল হয়ে গেলে ঠিক করা ভীষণ ঝামেলার ব্যাপার হয়ে যায়। এই ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

কাগজের সাহায্যে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। আর পুরো কাজটি করতে আপনি বেশ সময় নিয়েই করেছেন। যার কারণে অনেক বেশি সুন্দর লাগছে এটি। বিশেষ করে কাগজের কাজগুলো যদি ধৈর্য সহকারে করা যায় তাহলে অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার আজকের এই ওয়ালমেট।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সম্পূর্ণ কাজ করতে অনেকটা সময় লেগেছে। তবে কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় ঠিক ততটাই কঠিন। সম্পূর্ণ কাজ করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনার আর কত ক্রেয়েটিভিটি দেখবো। যতই দেখি ততই দু চোখ যেন জুড়িয়ে যায়। আল্লাহ্ যে কবে আমাকে এত ক্রেয়েটিভিট দেবেন। যাক আপনার ওয়ালমেট টি আমাকে দিলে ভাল হতো । আমি আমার ঘরে টানিয়ে রাখতাম আর আপনার কথা ভাবতাম। যাক অনেক সুন্দর হয়েছে আপনার বানানো ওয়ালমেটটি। রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট এর সুন্দর উপস্থাপনা ও করেছেন আপনি।

 2 years ago 

আপু আমি খুবই ক্ষুদ্র মানুষ। তাই তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় নতুন কিছু করার চেষ্টা করি। আমার কাজ আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। আপনিও এভাবে ওয়ালমেট তৈরি করে ঘরে টানিয়ে রাখতে পারেন আপু।

 2 years ago 

আপনি একেবারে ঠিক বলেছেন, রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। অনেকটা সময় নিয়ে কাজ করতে হয়।মাঝে মাঝে একটু বিরক্ত লাগলেও। জিনিসটা বানানোর পর দেখতে খুব ভালো লাগে। তবে আপনার বানানো ওয়ালমেট টি দেখতে খুব সুন্দর লাগছে।আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি এটি খুব ধৈর্য্য সহকারে বানিয়েছেন।এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

অনেকটা সময় নিয়ে কাজ করলে সত্যি বিরক্ত চলে আসে। কিন্তু যখন তৈরি করা শেষ হয়ে যায় তখন দেখতে ভালো লাগে। আর সেই বিরক্তি চলে যায় এবং ভালোলাগা কাজ করে। আমিও ওয়ালমেট তৈরি করে সুন্দরভাবে ঘরে সাজিয়ে রাখার চেষ্টা করি।

 2 years ago 

আমিতো মুগ্ধ আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখে। রঙিন কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করতে এমনিতে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। অনেক সময় ব্যবহার করে এটি তৈরি করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু বেশি পছন্দ করি রঙিন কাগজ দিয়ে এরকম ডাই তৈরি করতে। হলুদ এবং কালো রঙের হওয়ার কারণে একটু সুন্দরভাবে ফুটে উঠেছে। ভালো থাকবেন ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আসলে আপনাদের মন্তব্য গুলো উৎসাহ যোগায়। অনেক সময়ের ব্যবহার করে এই ওয়ালমেট তৈরি করেছি। হলুদ এবং কালো রঙের সমন্বয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভাইয়া।

 2 years ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করা যতটা সহজ আবার ততটাই কঠিন। অনেক সময় ও ধৈর্য সহকারে এটি তৈরি করতে হয়। তবে কাগজের তৈরি ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়। আপনার ওয়ালমেট তৈরির কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কিংবা যে কোন কিছুই দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলেই বোঝা যায় আসলে কতটা সময় নিয়ে করতে হয়। ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয়। ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে দারুণ লাগছে। দেখে বুঝাই যাচ্ছে ওয়ালমেট টি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। এইভাবে ওয়ালমেট করে দেয়ালে টানিয়ে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট করেছেন আপু,দারুন হয়েছে।আসলে রঙিন কাগজ দিয়ে এতকিছু করা যায় আমার ধারনাই ছিল না। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। এসব করতে ধৈর্যের দরকার হয়।আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে তুলে ধরেছেন, অনেক ধন্যবাদ আপু। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি আপু। সত্যি কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আপনিও চেষ্টা করলে তৈরি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই ধাপে ধাপে তৈরি করা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে উপস্থাপন অসাধারণ ছিল।

 2 years ago 

ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি। যাতে করে কেউ দেখে দেখে সুন্দর এই ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখতে পারে। আপনিও চাইলে তৈরি করতে পারেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43