DIY-সবাইকে জানাই ক্রিসমাস ডের শুভেচ্ছা||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে পুরো বিশ্ববাসীর কাছে একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে একটি সুন্দর পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আর সেই সাথে সবাইকে ক্রিসমাস ডের শুভেচ্ছা জানানোর জন্য একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।


সবাইকে জানাই ক্রিসমাস ডের শুভেচ্ছা:

ei_1703502271557-removebg-preview (1).png
Device-OPPO-A15
ei_1703502365578-removebg-preview.png
Device-OPPO-A15


ক্রিসমাস ডের বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। ক্রিসমাস ডে মানেই চারপাশে নতুন ভাবে সেজে ওঠা। আজ এই বিশেষ দিনে পুরো বিশ্ববাসী আনন্দে মেতে উঠেছে। চারপাশ সেজেছে নতুন সাজে। আর এই বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে। আজকে সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে যে কি করব ভেবে পাচ্ছিলাম না। তবুও সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। সেই সাথে সবাইকে ক্রিসমাস ডের শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড সবার ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20231225162806.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20231225162917.jpg
Device-OPPO-A15
IMG20231225163114.jpg
Device-OPPO-A15


একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ নিয়েছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি। এরপর লাল রঙের কাগজ নিয়েছি।


ধাপ-২

IMG20231225163236.jpg
Device-OPPO-A15
IMG20231225163236.jpg
Device-OPPO-A15


এবার মাপ অনুযায়ী লাল রংয়ের কাগজ কেটে নিয়েছি। এরপর কাগজ সুন্দরভাবে ডিজাইন করে নেওয়ার জন্য হালকাভাবে এঁকে নিয়েছি।


ধাপ-৩

IMG20231225163402.jpg
Device-OPPO-A15
IMG20231225163426.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কাঁচি দিয়ে কেটে কেটে কাগজটি ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20231225163441.jpg
Device-OPPO-A15
IMG20231225163458.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কাগজ কাটা হয়ে গেলে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। যাতে করে কার্ড দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20231225163544.jpg
Device-OPPO-A15
IMG20231225163621.jpg
Device-OPPO-A15


কার্ড সুন্দরভাবে তৈরি করা হয়ে গেলে এবার কার্ডের উপরের ডিজাইন তৈরি করার জন্য কাগজ নিয়েছি। এরপর দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20231225163702.jpg
Device-OPPO-A15
IMG20231225163724.jpg
Device-OPPO-A15


কাগজ কেটে নেওয়া হয়ে গেলে সুন্দর করে ফুল তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20231225163741.jpg
Device-OPPO-A15
IMG20231225163744.jpg
Device-OPPO-A15


ফুল তৈরি করা হয়ে গেলে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৮

IMG20231225163932.jpg
Device-OPPO-A15
IMG20231225163952.jpg
Device-OPPO-A15


এরপর কাগজ কেটে পাতা তৈরি করে নিয়েছি। যাতে করে কার্ড দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20231225164216.jpg
Device-OPPO-A15
IMG20231225164348.jpg
Device-OPPO-A15


এবার আঠা দিয়ে পাতাগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর লেখাটি লিখে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20231225164505.jpg
Device-OPPO-A15
IMG20231225165035.jpg
Device-OPPO-A15


এবার লেখা আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। যাতে করে কার্ড দেখতে ভালো লাগে।


ধাপ-১১

IMG20231225165135.jpg
Device-OPPO-A15
IMG20231225165317.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের ডিজাইন আরো বেশি সুন্দর করার জন্য লাল কাগজ নিয়েছি এবং মাপ অনুযায়ী কেটে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20231225165512.jpg
Device-OPPO-A15


এবার কার্ডটির অন্যান্য কিছু অংশ সুন্দর করে সেটিং করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


উপস্থাপনা:

ei_1703502426512-removebg-preview.png
Device-OPPO-A15


বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই তো এই সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আর সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদিও শরীরটা খুব একটা ভালো লাগছে না। মনে হচ্ছে জ্বর আসবে😔। তবুও সবাইকে বিশেষ দিনের শুভেচ্ছা জানানোর জন্য একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি এবং সবার মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 months ago 

ক্রিসমাস ডে নিয়ে খুব সুন্দর একটি উইশ কার্ড বানিয়েছেন আপনি। দেখতে খুবই ভালো লাগছে। প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 7 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি এবং সবাইকে শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 7 months ago 

আপনাকেও ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা।ক্রিসমাস ডে উপলক্ষে অনেক সুন্দর ভাবে একটি কার্ড তৈরি করলেন। রঙিন কাগজ দিয়ে এরকম উইস কার্ড তৈরি করলে দেখতে সুন্দর দেখায়। একপাশে একটি গোলাপ ফুল আর পাতা দেওয়ার কারণে আরো সুন্দর লাগলো আমার কাছে। কিভাবে তৈরি করলেন ধাপে ধাপে চেষ্টা করেছেন সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 7 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে কার্ড তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। গোলাপ এবং পাতাগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

আপু আপনি কিন্তু দেখছি প্রতিটি বিশেষ দিনে আমাদের সাথে বিশেষ বিশেষ কিছু তৈরি করে শেয়ার করে যাচ্ছেন। আপনার তৈরি করা প্রতিটি ডাই পোস্ট আমার কাছে বেশ ভালো লাগে। বেশ ভালো লাগলো। রঙিন কাগজে এমন সুন্দর করে বড়দিনের শুভেচ্ছা জানানোর আইডিয়াটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই তো চেষ্টা করেছি আপু। আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ভীষণ ভালো লাগলো আপনি আজকে সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে একটি ডাই তৈরি করেছেন। এটি ভীষণ ভালো ছিল। পদ্ধতিটা অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 7 months ago 

ক্রিসমাস ডের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর ভাবে কার্ড তৈরীর পদ্ধতি উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্য প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 7 months ago 

আসলে আপু বিশেষ দিনে বিশেষ কোন কিছু বানাতে বেশ ভালই লাগে ।আজ আপনি ক্রিসমাস দিন উপলক্ষে দারুন একটি কার্ড বানিয়েছেন ।দেখতে বেশ ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 7 months ago 

সত্যিই আপু বিশেষ দিনে বিশেষ কিছু বানাতে বেশ ভালো লাগে। তাইতো আমি এই বিশেষ দিনে সুন্দর একটি কার্ড তৈরি করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু।

 7 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে খুবই চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন! সারা বিশ্বে দিনটি ভালোভাবেই পালন করা হয়। লাল রঙের কাগজ দেয়াতে সুন্দরও লাগছে 🌼

 7 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে তৈরি করা আমার এই কার্ড আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। লাল রঙের কাগজ ব্যবহার করেছি যাতে করে দেখতে ভালো লাগে।

 7 months ago 

ক্রিসমাস ডের শুভেচ্ছা জানাতে আপনি খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। কার্ডের উপরে ফুল পাতা দেওয়াতে খুব সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর কার্ড শেয়ার করার জন্য।

 7 months ago 

ক্রিসমাস ডের বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এই সুন্দর কার্ড তৈরি করেছি এবং সম্পূর্ণ পদ্ধতি উপস্থাপন করেছি আপু। ধন্যবাদ আপনাকে।

 7 months ago (edited)

ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন। এরকম অরিগামি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 7 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 7 months ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন ক্রিসমাস উপলক্ষে। আপনার তৈরি করা এই কার্ডটি দেখতে খুবই সুন্দর লাগতেছে। ফুলটা তৈরি করার কারণে বেশি ভালো লাগতেছে এই কার্ড। মেরি ক্রিসমাস লেখাটা অনেক সুন্দর করে লিখেছেন, যা আরো বেশি ভালো লেগেছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। তৈরি করার পদ্ধতি দেখে যে কেউ এটা শিখে নিতে পারবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66996.66
ETH 3235.91
USDT 1.00
SBD 2.63