অরিগ্যামি-কাগজ দিয়ে আনারস তৈরি||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আজকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। এরপরেও রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


কাগজ দিয়ে আনারস তৈরি:

ei_1702897929432-removebg-preview.png
Device-OPPO-A15


কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। তবে আজকে হাতে একদমই সময় ছিল না। আর কি পোস্ট করব তাও ভেবে পাচ্ছিলাম না। এরপর অবশেষে চেষ্টা করেছি কাগজ দিয়ে আনারস তৈরি করার। আসলে কোন কিছু যখন তৈরি করে সবার মাঝে উপস্থাপন করি তখন ভীষণ ভালো লাগে। জানিনা কাগজের তৈরি আনারস আপনাদের কাছে কেমন লাগবে। তবে আনারস তৈরি করতে আমার বেশ ভালো লেগেছে। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কাগজের আনারস তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পেন্সিল।

IMG20231218160545.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20231218160657.jpg
Device-OPPO-A15
IMG20231218160718.jpg
Device-OPPO-A15


কাগজের আনারস তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ নিয়েছি। এরপর দাগ দিয়ে আনারসের আকৃতি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20231218160758.jpg
Device-OPPO-A15
IMG20231218160852.jpg
Device-OPPO-A15


এবার দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নিয়েছি। যাতে করে কাগজ দিয়ে সুন্দর করে আনার রস তৈরি করা যায়।


ধাপ-৩

IMG20231218160929.jpg
Device-OPPO-A15
IMG20231218162412.jpg
Device-OPPO-A15


এবার কিছু হলুদ কাগজ নিয়েছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20231218162504.jpg
Device-OPPO-A15
IMG20231218162546.jpg
Device-OPPO-A15


এবার ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে আনারস তৈরি করতে সুবিধা হয়। এরপর কালো কলমের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20231218162733.jpg
Device-OPPO-A15
IMG20231218162745.jpg
Device-OPPO-A15


এবার হলুদ কাগজের উপর কালো কলম দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। এরপর আঠা লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20231218162823.jpg
Device-OPPO-A15
IMG20231218162947.jpg
Device-OPPO-A15


এবার আনারস তৈরি করার জন্য কাগজগুলো ধীরে ধীরে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20231218163144.jpg
Device-OPPO-A15
IMG20231218163236.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সুন্দর করে সম্পূর্ণ অংশে কাগজ লাগিয়ে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20231218163336.jpg
Device-OPPO-A15
IMG20231218163415.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে আনারস তৈরি করে উপস্থাপন করার জন্য পাতা তৈরি করার চেষ্টা করেছি। এজন্য প্রথমে সবুজ কাগজ কেটে নেওয়ার চেষ্টা করেছি এবং দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৯

IMG20231218163437.jpg
Device-OPPO-A15
IMG20231218163530.jpg
Device-OPPO-A15


এবার কাগজ কেটে কেটে পাতা তৈরি করে নিয়েছি। যাতে করে পাতা গুলো দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

ei_1702896831184-removebg-preview.png
Device-OPPO-A15


এবার আঠা দিয়ে আনারসের উপর কাগজের পাতাগুলো লাগিয়ে দিয়েছি। যাতে করে সবুজ পাতাগুলো দেখতে ভালো লাগে।


উপস্থাপনা:

ei_1702896949753-removebg-preview.png
Device-OPPO-A15


কাগজ দিয়ে আনারস তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। অল্প সময়ের মধ্যেই আনারস তৈরি করে ফেলেছি। আসলে যখন কোন কিছু তৈরি করি তখন বেশ ভালো লাগে। আর যখন আপনাদের মাঝে উপস্থাপন করি তখন অনেক বেশি ভালো লাগে। আজকে এতটাই ব্যস্ত সময় কাটিয়েছি যে কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তাই হঠাৎ করে যেই আইডিয়া মাথায় এসেছে সেই আইডিয়া অনুযায়ী আনারস তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি আনারস তৈরি করেছেন। আপনার এই আনারস দেখতে একদম বাস্তবের মতই দেখাচ্ছে। আনারসের কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি আনারস তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার তৈরি করা কাগজের আনারস আপনার কাছে বাস্তবের আনারসের মতো লেগেছে জেনে ভালো লাগলো আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 8 months ago 

বাহ! দারুণ হয়েছে আপু! ব্যস্ততার মাঝেও দারুণ একটি অরিগ্যামি শেয়ার করলেন আমাদের সাথে। আনারসের মতোই দেখা যাচ্ছে। উপরের পাতাগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগলো

 8 months ago 

আমার তৈরি করা কাগজের আনারস আপনার কাছে সত্যিকারের আনারসের মতো লেগেছে এবং পাতাগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

বাহ্ সুন্দর।
কাগজ দিয়ে আপনার তৈরি করা আনারস 🍍 ভীষণ সুন্দর দেখাচ্ছে। এরকম ছোট্ট ডাই প্রজেক্ট দেখতে ভালোই লাগে। তৈরি প্রনালী বেশ গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার ডাই প্রজেক্ট উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

কাগজ দিয়ে তৈরি করা আনারস আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। চেষ্টা করেছি প্রস্তুত প্রণালী সুন্দর করে উপস্থাপন করার।

 8 months ago 

বাহ্ আপনি চমৎকার একটি রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করেছেন। যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার তৈরি করা রঙিন কাগজের আনারস আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 8 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে আনারসের দারুণ অরিগমি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। এটা দেখতে একেবারে সত্যিকারের আনারসের মত হয়েছে।

 8 months ago 

রঙিন কাগজের ব্যবহার করে সুন্দর করে আনারস তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে সত্যিকারের আনারসের মতো লেগেছে জেনে খুশি হলাম।

 8 months ago 

রঙিন কাগজের তৈরি আনারস দেখতে ভীষন সুন্দর হয়েছে আপু ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিনিষ গুলো দেখতে খুবই ভালো লাগে আমার ৷ আপনি খুব সুন্দর এবং নিখুঁত ভাবে একটি আনারস তৈরি করেছেন ৷ এটি দেখতে খুবই সুন্দর হয়েছে ৷ আমার কাছে ভীষণ ভালো লেগেছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 8 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর করে আনারস তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনার ভালো লেগেছে এবং মন্তব্য প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 8 months ago 

কাগজ কেটে কাগজের ভাঁজে ভাঁজে রঙিন কাগজের সমন্বয়ে আনারসের অরিগামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

কাগজ কেটে কেটে নতুন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই তো আনারস তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর আনারস তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। আসলে রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করতে একটু সময় লাগলেও তৈরি করার পরে সেগুলো দেখতে খুবই ভালো লাগে।

 8 months ago 

কাগজ দিয়ে আনারস তৈরি করে সেই পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি আপু। এই কাজগুলো করতে খুব একটা সময় লাগেনি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 8 months ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের আনারস দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ক্রিটিভ মানুষের হাতের কাজ দেখলেই বেশ ভালো লাগে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার তৈরি করা কাগজের আনারস আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 8 months ago 

রঙিন কাগজের যেকোনো জিনিস বানালে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে আনারস তৈরি করলেন। আপনি ধাপগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 8 months ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58034.65
ETH 2448.81
USDT 1.00
SBD 2.38