লাইফ স্টাইল-বিয়ের অনুষ্ঠানে কাটানো কিছু মুহূর্ত||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন আগে আমি একটি বিয়ের প্রোগ্রামে এটেন্ড করেছিলাম। সম্পর্কে সে আমার ভাগ্নে। আর সেই বিয়ে বাড়িতে অনেকটা সুন্দর সময় কাটিয়েছি। তাই তো সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আশা করছি এই পোস্ট আপনাদের সবার কাছে ভালো লাগবে।


বিয়ের অনুষ্ঠানে কাটানো কিছু মুহূর্ত:

IMG_20230803_120539.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230803_115248.jpg
Device-OPPO-A15
Location


যে কোন অনুষ্ঠানে সবাই মিলে গেলে বেশ ভালো লাগে। আর যদি কোন বিয়ের অনুষ্ঠান হয় তাহলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আমরা সবাই মিলে অনেক আনন্দ নিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর সেখানে গিয়ে সত্যি অনেক সুন্দর সময় কাটিয়েছি। মেয়ের বাড়িতে বিয়ের আনন্দ অনেক বেশি হয়। সেই তুলনায় ছেলের বাড়িতে বিয়ের আনন্দ খুব একটা হয় না। আমরা যেহেতু ছেলে পক্ষ ছিলাম তাই তো মেয়ের বাড়িতে গিয়ে অনেক আনন্দ করেছি। নতুন বউকে দেখে অনেক ভালো লেগেছে।


IMG_20230803_120738.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230803_115622.jpg
Device-OPPO-A15
Location


যখন আমরা সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তখন প্রচন্ড গরম ছিল। সবাই বারবার ঘেমে যাচ্ছিল। এই গরমে বিয়ে খেতে যাওয়া সত্যিই অনেক মুশকিল। এরপর যখন আমরা বেরিয়ে পড়লাম তখন জানালা দিয়ে বাতাস আসছিল। তখন বেশ ভালো লেগেছিল। ধীরে ধীরে শরীর শীতল হয়ে আসছিল। আর সেই মুহূর্তে সত্যি অনেক ভালো লেগেছে। যখন আমরা বিয়ে বাড়িতে পৌঁছলাম তখন দেখলাম সুন্দরভাবে বিয়ের গেট সাজানো হয়েছে। আর প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। যদিও আমরাও কম না। শেষমেষ ১০ হাজার টাকায় সবকিছু মিটমাট হয়েছে। শরবতের গ্লাস হাতে আর মিষ্টি হাতে দাঁড়িয়ে ছিল কয়েকটি সুন্দরী মেয়ে। তাদেরকে দেখে তো বেশ ভালো লেগেছে। যদিও এই ভিড়ের মাঝে তাদের ছবি খুব একটা তুলতে পারিনি।


IMG_20230803_120346.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230803_120253.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর নিরিবিলি পরিবেশ আর গ্রাম্য খোলা হাওয়া সত্যিই অনেক ভালো লেগেছিল। পুরোটা রাস্তা জুড়ে সুন্দর করে লাইটিং করা হয়েছিল। দেখতে বেশ ভালোই লাগছিল। গ্রামের রাস্তা ও সুন্দর নিরিবিলি পরিবেশ সবকিছু মেলে বেশ ভালো লেগেছিল। সত্যি কথা বলতে এরকম পরিবেশের সময় কাটাতে ভালো লাগে। তাইতো আমরা সেখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটিয়েছি।


IMG_20230803_120651.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230803_120630.jpg
Device-OPPO-A15
Location

গ্রামে হলেও তারা কিন্তু বেশ সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জ করেছে। অনেক সুন্দর করে সবকিছু সাজিয়েছে। দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। চারপাশে বড় বড় স্ট্যান্ড ফ্যান দিয়েছিল তাই তো গরমে কারো কোন সমস্যা হয়নি। সবাই অনেক ভালোভাবে সময় কাটাতে পেরেছে। আমিও বেশ ভালোই সময় কাটিয়েছি


IMG_20230803_120058.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230803_120500.jpg
Device-OPPO-A15
Location


বর কনেকে যখন বিয়ের মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তখন দূর থেকে কিছু ছবি তোলার চেষ্টা করেছিলাম। কাজী সাহেব যখন বিয়ে কাবিন করছিল তখন সত্যি অনেক ভালো লেগেছিল। আমিও সেই মুহূর্তটা সবার মাঝে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। এই সুন্দর শুভ মুহূর্তগুলো দেখতে অনেক ভালো লাগে। তাইতো তাদের শুভক্ষণের মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করেছি।


পরিবারের সবার সাথে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে সত্যি অনেক ভালো লেগেছে। যেহেতু আমাদের পরিবারের মোটামুটি সবাই গিয়েছিল তাই তো সময়টা আরও বেশ ভালো কেটেছে। সব মিলিয়ে সবাই মিলে দারুন সময় কাটিয়েছি। আশা করছি আমার এই পোস্ট সবার কাছে ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 last year 

বাহ্ ভালোই তো সময় কাটিয়েছেন। ভাগিনার বিয়েতে তো অনেক আনন্দ করেছেন। কিন্তু গেইট ধরায় ৫০০০০ টাকা। এতো অনেক বেশী হয়ে গেল। যাক অবশেষে আপনারা ১০০০০ টাকায় দফারফা করে নিলেন। সব মিলেযে বেশ সুন্দর করে আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন।

 last year 

বিয়ে বাড়িতে সত্যিই অনেক সুন্দর সময় কাটিয়েছি আপু। বিশেষ করে গেটের কাছে গিয়ে অনেক সুন্দর সময় কেটেছে। সব মিলিয়ে দারুন মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ আপু।

 last year 

চাপায় ভাল জোর আছে ৫০ থেকে দশে নামিয়ে দিলেন। আগে জানতাম ছেলেরা বিয়ে বাড়িতে গেলে গেইটে সুন্দরী মেয়েদের দিকে নজর দেয়ে এখন দেখছি আপনিও গেইটে সুন্দরী মেয়ে দেখেন,হে হে হে। আমার জন্য একটা সুন্দরী বউ দেখেন আপু,হা হা হা।

 last year 

চাপার জোর আছে বলেই তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম 😅😅। সত্যি ভাইয়া মেয়েগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তাই তো তাকিয়ে ছিলাম। এরপর থেকে আপনার জন্যও খুঁজে রাখবো।

 last year (edited)

প্রথমেই জানাই নবদম্পতির জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি অনেক টাকার গেট ধরেছে তবে এতো কমে টাকায় ছেড়ে দিল বুঝতে পারলাম না হা হা।যাইহোক আপু আমি জানতাম ছেলেরা মেয়েদের দিকে নজর দেয় আর এখন দেখছি তার উল্টো। যাইহোক আপু বিয়েতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

চাপার জোর থাকলে সবকিছুই সম্ভব হয় আপু। তাইতো কম টাকাতেই ছেড়ে দিয়েছে। যাই হোক সত্যি অনেক সুন্দর সময় কেটেছে। আর মেয়েগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তাই তো তাকিয়ে ছিলাম আপু।

 last year 

বিয়ের অনুষ্ঠান মানে জমজমাট মুহূর্ত আর বিয়ের অনুষ্ঠানে মুহূর্তগুলো এমনিতে অনেক আনন্দময় হয়।ধন্যবাদ আপু বিয়ের অনুষ্ঠানে কাটানো কিছু মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া বিয়ের অনুষ্ঠান মানেই জমজমাট মুহূর্ত। আর প্রত্যেকটি মুহূর্ত সত্যি অনেক দারুন কেটেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

 last year 

বিয়ের বাড়িতে এমনি মজা অনেক হয়। তবে ঠিক বলেছেন ছেলেদের বাড়ি থেকে মেয়েদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মজা দ্বিগুণ হয়। তবে প্রবেশ পথে ৫০০০০ টাকা হলে অনেক বেশি। যাইহোক আপনারা ১০০০০ টাকা মধ্যে সমাধান করলেন। তবে বিয়ে বাড়িতে অনুষ্ঠান আমার কাছেও ভালো লাগে। তবে এখন আপু গ্রামের বিয়ের অনুষ্ঠানগুলো আরো মজা হয়। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন আপু বিয়ে বাড়িতে এমনিতেই অনেক মজা হয়। তবে মেয়ের বাড়িতে বেশি মজা হয়। যাইহোক আপু আমি সত্যি অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর গ্রামের বাড়ির বিয়ে গুলো অনেক বেশি মজার হয়।

 last year 

সম্পর্কে আপনার ভাগ্নে বিয়েতে গিয়ে খুব মজাই করেছেন। তবে বিয়ে বাড়িতে এমনিতে অনেক মজা হয়। বিশেষ করে মেয়েদের বাড়িতে বিয়ের মজাই বেশি। তবে গেটে যেভাবে পঞ্চাশ হাজার টাকা চাইলে তাঁরা। আপনারা ১০ হাজারের মধ্যে সমাধা করলেন। তবে বিয়ে বাড়িতে গেটে এরকম মজা হয়ে থাকে। খুব সুন্দর করে বিয়ে বাড়ির অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91