জেনারেল রাইটিং-অনুভূতিগুলো যেন আজ শূন্যতায় ভরা||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। লেখালেখি করতে আমার অনেক ভালো লাগে। তাই তো নিজের অনুভূতি থেকে কিছু কথা লেখার চেষ্টা করি। জানিনা আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লাগে। তবে মাঝে মাঝে সময় পেলে লেখার চেষ্টা করি। তাইতো আজকে আমি একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।


অনুভূতিগুলো যেন আজ শূন্যতায় ভরা:


IMG_20231121_181842.jpg
Device-OPPO-A15
Location

জীবনের হিসেব মেলাতে গিয়ে বারবার যেন হিসেবের খাতা শূন্য পরে রয়। হয়তো অনুভূতিগুলো আজ বদলে গেছে। বদলে গেছে নিজের ভালোলাগা। সেই সাথে বদলে গেছে কাছের মানুষগুলো। আমরা হয়তো অনুভূতি নিয়ে বেঁচে থাকি। হয়তো অনুভূতির মাঝেই নিজের সুখ খুঁজে নেই। কিংবা বেঁচে থাকার অনুপ্রেরণা। মাঝে মাঝে জীবনটাকে বড় বেশি অদ্ভুত মনে হয়। মনে হয় যেন আবার শুরু থেকে যদি জীবনটা শুরু করতে পারতাম তাহলে হিসেবের খাতায় হিসাবটা ঠিক ভাবেই মেলাতাম। জীবনের অনেকটা পথ পেরিয়ে যখন হিসেবের খাতাগুলো এলোমেলো হয়ে যায় তখন জীবন খাতা শুধুই শূন্য পরে রয়।


বাস্তবতা আমাদের বদলে ফেলে। বদলে যায় নিজের অনুভূতিগুলো। হয়তো সময় বদলায়। তাই তো নিজের ইচ্ছে গুলো বিলীন হয়ে যায়। কখনো না বলা কথা বলা হয়ে ওঠে না। কখনো বা নীরবতা সঙ্গী করে নিতে হয়। কখনো চাপা কষ্ট তিলে তিলে শেষ করে দেয় নিজেকে। কখনো বা মনের অগোচরে লুকানো কথাগুলো চিৎকার করে বলতে ইচ্ছে করে। বারবার বলতে ইচ্ছে করে আমার ভেতরের অনুভূতি গুলো আজ আমায় তারা করে। বারবার বলতে ইচ্ছে করে অনুভূতিগুলো যেন আজ শুধুই শূন্যতায় ভরা।


জীবন নদীর বয়ে চলা যেন আজ নিস্তব্ধ হয়ে গেছে। থমকে গেছে কোন এক অদৃশ্য বাঁধায়। হয়তো জীবন নদীর দুই কুল হারিয়ে আজ নদী তার বয়ে চলা ধারাটা হারিয়ে ফেলেছে। কিংবা অদৃশ্য সেই বাঁধা নদীটাকে ক্ষতবিক্ষত করে থমকে দিয়েছে। হয়তো নদীর বয়ে চলা সেই ধারা আজ নিস্তব্ধ। কারণ শূন্যতা বাসা বেধেছে নদীর বয়ে চলা সেই ধারার মাঝে। এভাবেই হয়তো জীবন ধরার মাঝেও শূন্যতা বাসা বাঁধে। আর বদলে যায় নিজের অস্তিত্ব। হয়তো সময় বদলায় কিংবা কাছের মানুষগুলো।


মাঝে মাঝে জীবন খাতার হিসাব মিলাতে গিয়ে অবাক হয়ে যাই। মনে হয় যেন এ জীবন শুধুই বৃথা। কি পেলাম আর কি হারালাম সেটার হিসেব মেলাতে গেলে বড্ড অবাক হয়ে যাই। মনে হয় জীবনে সবকিছুই বোধয় আবেগ দিয়ে কেনা। নিজের ভালোবাসার বিনিময়ে কিনা আবেগটুকু আজ শূন্য। যেখানে শূন্যতার অদৃশ্য আঘাত হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দেয়। হয়তো অদৃশ্য সেই আঘাত জীবনটাকে বদলে দেয়। কিংবা নিজের অনুভূতিগুলোকে বদলে দেয়। এভাবেই হয়তো চলতে চলতে কোন এক সময় জীবন প্রদীপ নিভে যাবে। হারিয়ে যাওয়া অনুভূতি গুলোর মতই জীবনটাও কোন একদিন হারিয়ে যাবে অন্ধকারে কিংবা ধোঁয়াশায়।


আজকে আমার মনটা ভীষণ খারাপ। তাই এলোমেলো সব চিন্তাধারা গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। হয়তো সেভাবে গুছিয়ে কিছু লিখতে পারছি না। তবে আবেগ দিয়ে ভালোবাসা কেনা যায় না। কারণ ভালোবাসা হৃদয়ের অনুভূতি। আর আবেগের আড়ালে যদি শূন্যতা লুকিয়ে থাকে তখন দিনশেষে শূন্য হাতে ফিরে যেতে হয়। আমাদের এভাবেই হয়তো কেটে যায় জীবনের প্রত্যেকটি মুহূর্ত। কিংবা জীবনের অনন্তকাল।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

সত্যি মাঝেমধ্যে মনে হয় আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। আবার মাঝে মাঝে মনে হয় জীবনে এতদিন পার করে ফেললাম কিন্তু কিছুই করতে পারলাম না। আবার মাঝে মাঝে মনে হয় যদি আবারও সেই শুরু থেকে শুরু করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমরা যেহেতু মানুষ তাই হয়তো বা সেই শুরু থেকে শুরু করলেও আবার ভুল করেই যেতাম। আর হ্যাঁ কখনো কখনো মনে হয় যেন বুকের মধ্যে এক চাপা কষ্ট অনুভব হচ্ছে সেগুলো যদি দূর করতে পারতাম কতই না ভালো হতো। আবার মাঝে মাঝে ইচ্ছে করে চিৎকার দিয়ে নিজের অনুভূতি গুলো প্রকাশ করে দিতে কিন্তু সেটাও সম্ভব হয় না। যাইহোক আশা করি খুব দ্রুতই আপনার মনটা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপু আপনাকেই এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। হয়ত মাঝে মাঝে জীবনের হিসাব মিলানো মুশকিল হয়ে যায়। ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

মনটা যদি খারাপ থাকে তাহলে কোন কিছুই ভালো লাগেনা। আসলে সবাই ভালো থাকতে চায় এবং জীবনটাকে সুন্দর করে সাজাতে চায়। তবে হঠাৎ করে মনে হয় আমাদের বুকের ভেতর চাপা কিছু কষ্ট রয়েছে, যেগুলোর থেকে দূরে থাকলে অনেক ভালো হতো। জীবনের হিসাব মিলানোটা অনেক কঠিন একটা কাজ। জীবনটা অনেক অদ্ভুত একটা বিষয়। এত সুন্দর করে পুরোটা লিখেছেন দেখে ভালো লেগেছে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু মন খারাপ থাকলে কোন কিছুই ভালো লাগেনা। আর হঠাৎ করে বুকের মাঝে চাপা কষ্ট অনুভব করতে হয়। ধন্যবাদ আপনাকে আপু মন্তব্যের জন্য।

 last year 

আজ আপনার মনটা খারাপ আপু।খুব চাইবো আপনার মনটা কোন এক কারনে ভালো হয়ে যাক। আপনি আজ বেশকিছু অনুভুতি নিয়ে লেখাগুলো শেয়ার করেছেন । আসলে দিনশেষে যখন শুন্যতা মনে ভর করে বসে তখন কিছুই করার আর থাকেনা।ভালোবাসা নিয়ে শূন্য মনে তখন পরে থাকতে হয়।ধন্যবাদ আপু সুন্দর কিছু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last year 

কয়েকদিন থেকে সবকিছু এলোমেলো লাগছে। কোন কিছুতেই ভালো লাগছে না। জানিনা মানসিক শান্তিটা কখন আসবে। আপু আমার জন্য দোয়া করবেন।

 last year 

জীবনের হিসাব মেলানো আসলেই খুব কঠিন। মাঝে মধ্যে আমিও জীবনের হিসাব নিকাশ করি মনে মনে। ছোটবেলায় আমরা যখন বিভিন্ন ধরনের খেলা খেলতাম, তখন ভুল হলে অনেক সময় আবারও নতুন করে খেলা শুরু করতাম। মাঝেমধ্যে ভাবি সেভাবে যদি জীবনটা, আবারও শুরু করতে পারতাম একেবারে প্রথম থেকে,তাহলে সবকিছু ঠিকঠাক মতো করতে পারতাম। আমাদের জীবনটা আসলেই অদ্ভুত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া জীবনের হিসাব মিলানো অনেক মুশকিল। তবুও মাঝে মাঝে প্রত্যাশা করি একটুখানি হিসাব মেলানোর। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

আপু আমাদের সাথেও এমনটা হয়, জীবন খাতার হিসাব মিলাতে গিয়ে আমরাও অবাক হয়ে যাই। জীবনে কি পেলাম, আর কি হারালাম এটা মেলাতে গিয়ে আমাদের কাছেও এই জীবন বৃথা মনে হয়। আজকে আপনার মনটা খারাপ জেনে আমারও খারাপ লাগলো আপু । আবেগ অনুভূতি নিয়ে দারুন ভাবে কথাগুলো লিখেছেন আজকের পোস্টে।

 last year 

সত্যি ভাইয়া জীবনের হিসাব মিলাতে গিয়ে অনেক সময় জীবনটাই বৃথা মনে হয়। যাই হোক ভাইয়া মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.032
BTC 92732.43
ETH 3310.72
USDT 1.00
SBD 2.90