ফটোগ্রাফি-আমার শখের বাগানের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে ফটোগ্রাফি করতে বাহিরে যাওয়ার মত সময় কিংবা সুযোগ খুবই কম হয়। আজকে ভাবছিলাম কি পোস্ট করবো। এরপর হঠাৎ করে মনে হলো ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। আর নিজের বাগানের কিছু ফটোগ্রাফি উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


আমার শখের বাগানের ফটোগ্রাফি:

IMG_20240707_105955.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240706_145727.jpg
Device-OPPO-A15
Location


রেইন লিলি আমার খুবই পছন্দের একটি ফুল। বৃষ্টির সময় এই ফুলগুলোর আগমন ঘটে। পুরো বছর জুড়ে অপেক্ষার পর রেইন লিলি ফুলের দেখা পেয়েছি। যখন রেইন লিলি ফুল ফুটতে শুরু করে তখন দেখতেও দারুন লাগে। আসলে বাগানে যখন ফুল ফুটে তখন মন আনন্দে ভরে যায়। পুরো বছর অপেক্ষা করার পর যখন আবারো নতুন ভাবে তাদের আগমন ঘটে তখন সত্যিই অনেক ভালো লাগে। নিজের বাগানের ফুল গুলো দেখলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। আর মনে হয় যেন এর চেয়ে আনন্দের আর কিছুই নেই। আমার তো বেশ ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি করেছিলাম।


IMG_20240706_144933.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240706_145143.jpg
Device-OPPO-A15
Location


এটি এক প্রকারের ইনডোর প্লান্ট। নাম আমার জানা নে।ই তবে এর কয়েকটা চারা আমার কাছে আছে। প্রথমে ছোট্ট একটি গাছ ছিল। এরপর আমি বেড়ে ওঠা লতাপাতা গুলো কেটে আবার নতুন করে রোপণ করার চেষ্টা করেছি। এই ইনডোর প্লান্ট আমার খুবই ভালো লেগেছে। আর এই গাছগুলো আমার বারান্দার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সত্যি কথা বলতে মন খারাপের সময়গুলোতে এই গাছগুলোর সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো এই ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম


IMG_20240706_145925.jpg
Device-OPPO-A15
Location


লতানো গাছগুলো আমার বেশ ভালো লাগে। এই গাছগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে এই গাছের নাম আমি অনেকবার শুনেছিলাম। কেন জানি এখন আর কিছুই মনে রাখতে পারি না। যাই হোক এই গাছগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এই গাছগুলোর খুব একটা যত্ন করতে হয় না। এমনিতেই বেড়ে ওঠে। অল্প কিছু ডালপালা থেকেই একেবারে ছড়িয়ে যায় আর বারান্দার সৌন্দর্য বাড়িয়ে তোলে। আমার কাছে তো এই গাছ অনেক ভালো লাগে। এই গাছগুলো ইনডোর প্লান্ট হিসেবেও সবার প্রিয়। আর যদি আলো বাতাস যুক্ত জায়গায় রাখা হয় তাহলে বেশি ভালো হয়।


IMG_20240706_145031.jpg
Device-OPPO-A15
Location


প্রায় দুই বছর আগে আমি এই গাছগুলো রোপণ করেছিলাম। দেখতে অনেকটা পর্তুলিকা ফুলের গাছের মতো। কিন্তু এটা পর্তুলিকা ফুলের গাছ নয়। এটা এক ধরনের ইনডোর প্লান্ট। ছোট ছোট পাতা আর লতা মিলে যখন সুন্দর করে বেড়ে ওঠে তখন দেখতে ভালোই লাগে। এই গাছগুলো আমার খুবই পছন্দের। এই গাছগুলো দেখলে আমার কেন জানি অন্য রকমের ভালো লাগা কাজ করে। আর এই গাছগুলোর সাথে সময় কাটালে বেশ ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে মন খারাপের সময়গুলোতে এই গাছগুলোর সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে।


IMG_20240706_145244.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240706_145223.jpg
Device-OPPO-A15
Location


আমার বাগানে কিন্তু বেশ কিছু গোলাপ গাছ আছে। আজকে না হয় লাল গোলাপের ফটোগ্রাফি শেয়ার করে নেই। লাল গোলাপ গুলো ছোট ছোট ছিল। যখন ফুলগুলো ফুটেছিল তখন দেখতে ভালোই লেগেছিল। আর সুন্দর লাল গোলাপের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য ফটোগ্রাফি করেছিলাম। আসলে নিজের বাগানের গাছের ফুল যেমনই হোক না কেন দেখতে অনেক ভালো লাগে। এই গাছের একটি মজার ব্যাপার হল একই গাছে দুই রকমের ফুল ফোটে। লাল এবং সাদা গোলাপ ফোটে। এর আগেও সেই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।


IMG_20240706_145113.jpg
Device-OPPO-A15
Location


নতুন কিছু রেইন লিলি আবারও রোপন করেছি। আশা করছি গাছগুলো আর একটু সতেজ হলেই রেইন লিলি ফুলের আগমন ঘটবে। যদিও অনেকটাই সতেজ হয়েছে গাছগুলো। তবে এখনো ফুল আসেনি। যখন এই গাছে ফুল আসবে তখন খুবই ভালো লাগবে। ভাবলাম আমার বাগানের এই রেইন লিলি গাছ আপনাদের মাঝে উপস্থাপন করি। তাইতো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলাম। যখন নতুন ভাবে এই গাছে ফুল আসবে তখন আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করবো।


আমার শখের বাগানের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। তবে এই গাছগুলো আমার খুবই প্রিয়। আর যখন ফুল আসে তখন আমার মন আনন্দে ভরে উঠে। আশা করছি আমার শখের বাগানের ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 days ago 

আপনার বাগানের দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে লাল গোলাপ ফুল দেখতে পেয়ে আমি মুগ্ধ হলাম।

 3 days ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর করে করার। লাল গোলাপের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 4 days ago 

দারুন তো আপু আপনার সখের বাগান। এত গুন রাখেন কোথায়? আমাকে একটু ধার দিলেও তো পারেন। আমি তো সময়ই পাই না। কেমনে যে দিন আর রাত যায় সেটাই বুঝি না। বেশ দারুন ছিল আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি। আপু যদি এখান থেকে আমার জন্য কিছু ফুল কুরিয়ার করতেন। বেশ সুখ পেতাম।

 4 days ago 

মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। আর এগুলোই আমার বাঁচার অনুপ্রেরণা। এই গাছগুলো আমার খুবই প্রিয়। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 4 days ago 

বাগান করা আমারও একটি শখ আপু। আপনার ফুলের বাগান ও বাগানের প্রতিটি গাছ দেখে আমার অনেক ভালো লেগেছে। ফুলের পাশাপাশি পাতা বাহার গাছগুলো আমার অনেক পছন্দের। আগে অনেক হরেক রকমের পাতাবাহার গাছ লাগিয়ে ঘর সাজিয়ে রাখতাম। অনেক ভালো লাগলো আপু আপনার শখের বাগানের ফটোগ্রাফি গুলো দেখে।

 3 days ago 

আমার বাগানের গাছগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। গাছগুলো আমার খুবই প্রিয়।

 4 days ago 

আপু আপনি তো বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আপু। বিশেষ করে রেইন লিলি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হলা।বাকি ফটোগ্রাফি গুলোও অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর হবে বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 days ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর করে ফটোগ্রাফি করার। রেইন লিলি এবং গোলাপের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 4 days ago 

বাহ আপু আপনার বাগান তো বেশ সুন্দর। এই ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। সবগুলোই নজর কাড়া ছিল। বিশেষত পর্তুলিকা ফুল গাছের মতো গাছটা বেশি আকর্ষণীয় দেখা যাচ্ছে। সবগুলো ফটোগ্রাফি কিন্তু সুন্দর। রেইনলিলি গুলো বেশিরভাগ বর্ষাকালে ফুটে। এজন্য যখন রেইনলিলি গাছ ফুল দেয় তখন মনে হয় যেন কত সুন্দর সতেজ বাগান দেখা যায়। এই গাছগুলো আমার মামার ছিল। আমার কাছেও কিছু ছিল তবে যত্নের অভাবে মারা গিয়েছে। আমার ইচ্ছে আছে এরকম ফুলের বাগান করার। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় করা হয়ে ওঠে না।

 3 days ago 

আপু আপনি সময় করে ছোট্ট একটি বাগান তৈরি করবেন। তাহলে মন ভালো থাকবে এবং অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 4 days ago 

আপনি দেখছি আজকে আপনার ফুলের বাগান থেকে বেশ কয়েকটি ফুল এবং ফুলের গাছের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা লাল গোলাপ ফুলের ফটোগ্রাফী টি বেশ দারুন লেগেছে।

 3 days ago 

আমি আমার বাগান থেকেই এই ফটোগ্রাফি গুলো করেছি। ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। লাল গোলাপের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 4 days ago 

আসলে ফুলের ছবি দেখলেই মনটা ভালো হয়ে যাই। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি খুব নিখুঁতভাবে তুলেছেন আপনি। লাল রংয়ের গোলাপ ফুলটি যেন ফুটে উঠেছে এত সুন্দর দেখাচ্ছে বলে বোঝানো যাবে না। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো।

 3 days ago 

ঠিক বলেছেন আপু ফুলের ছবি দেখলেই মন ভালো হয়ে যায়। আর আমার বাগানের এই ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এছাড়া অন্যান্য গাছ গুলো দেখতে ভালো লাগছিল। তাই তো ফটোগ্রাফি করেছিলাম।

 4 days ago 

আপনার বাগানে কি দারুন দারুন সব ফুল আপু। ভীষণ চমৎকার লাগছে আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি। ধাপে ধাপে সবগুলো ফটোগ্রাফি সহ বর্ণনা করেছেন সব গুলো ফুলের। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 3 days ago 

আমার বাগান আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সত্যি আপু নিজের বাগানের ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে।

 4 days ago 

আপু গাছগুলোর দৃশ্য আমার কাছে বেশ ভালো লেগেছে তবে যদি প্রতিটা গাছের নাম উল্লেখ করে দিতেন তাহলে একটু উপকার হত মানে গাছগুলো পছন্দ হয়েছে নিজেও এরকম কিছু গাছ সংগ্রহ করতাম।

 4 days ago 

গাছের নাম মনে করতে করতে আমি নিজেই অজ্ঞান হয়ে গিয়েছি। সবগুলো গাছের নাম জানি কিন্তু এখন মনে আসছে না। অনেকদিন আগে থেকেই এই গাছগুলো সংগ্রহে ছিল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42