অরিগ্যামি-মৌমাছির অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আজকে ভাবছিলাম কি পোস্ট করব। এরপর হঠাৎ করেই মনে হল রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করি। সেই ভাবনা থেকে রঙিন কাগজ দিয়ে মৌমাছি তৈরি করার চেষ্টা করেছি এবং মৌমাছির অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


মৌমাছির অরিগ্যামি তৈরি:

IMG_20230821_172020.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে যখন নতুন কিছু তৈরি করা হয় তখন দেখতে যেমন ভাল লাগে তেমনি নতুন কিছু তৈরি করে সবার মাঝে শেয়ার করতেও ভালো লাগে। প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য মৌমাছির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি এবং এই পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করেছি। রঙিন কাগজ দিয়ে মৌমাছির অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছিল। মাঝে মাঝে যদি নতুন কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করা হয় তাহলে ভীষণ ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই অরিগামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20230821151013.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230821151248.jpg
Device-OPPO-A15
IMG20230821151544.jpg
Device-OPPO-A15


মৌমাছির অরিগ্যামি তৈরি করার জন্য প্রথমে কালো কাগজ নিয়েছি। এরপর গোল করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230821151559.jpg
Device-OPPO-A15
IMG20230821151622.jpg
Device-OPPO-A15


কালো কাগজ কাটা হয়ে গেলে এবার একই পদ্ধতি অনুযায়ী হলুদ কাগজ কেটে নিয়েছি এবং সুন্দর করে গোল করে নিয়েছি।


ধাপ-৩

IMG20230821151751.jpg
Device-OPPO-A15
IMG20230821152010.jpg
Device-OPPO-A15


এবার এই কাগজের টুকরো গুলো দিয়ে মৌমাছির অরিগ্যামি তৈরি করার জন্য একটির সাথে আরেকটি আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি


ধাপ-৪

IMG20230821152124.jpg
Device-OPPO-A15
IMG20230821152223.jpg
Device-OPPO-A15


এবার পাখা তৈরি করার জন্য সুন্দর করে কাগজ কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230821152312.jpg
Device-OPPO-A15
IMG20230821152512.jpg
Device-OPPO-A15


পাখা তৈরির জন্য লাভ আকৃতির কাগজ সুন্দর করে কেটে নিয়েছি এবং অন্যান্য অংশের জন্য কিছু কাগজ কেটে নিয়েছি।


ধাপ-৬

IMG20230821152538.jpg
Device-OPPO-A15
IMG20230821152640.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে পাখাগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। যাতে খুলে না যায়।


ধাপ-৭

IMG20230821152746.jpg
Device-OPPO-A15
IMG20230821152938.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের লেজের অংশ তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি এবং সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


ধাপ-৮

IMG20230821153141.jpg
Device-OPPO-A15
IMG20230821153506.jpg
Device-OPPO-A15


এবার চোখ তৈরি করার জন্য সুন্দর করে কাগজ কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে চোখ গুলো দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230821153658.jpg
Device-OPPO-A15
IMG20230821153801_01.jpg
Device-OPPO-A15


এবার চোখগুলো সুন্দর করে তৈরি করেছি এবং আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। যাতে মৌমাছি দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230821153930.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে মৌমাছির অরিগ্যামি তৈরি করা হয়ে গেলে এবার মুখের অংশ সুন্দর করার জন্য কলম দিয়ে অঙ্কন করে দিয়েছি। এভাবেই এই সুন্দর মৌমাছির অরিগ্যামি তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230821_172121.jpg
Device-OPPO-A15


যদিও মৌমাছি অনেক ভয়ঙ্কর একটি প্রাণী। তবে মাঝে মাঝে ছোট ছোট এই প্রাণীগুলোর অরিগ্যামি তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আমি মৌমাছির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে নতুন কিছু তৈরি করতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

আরে বাপরে বাপ কি বুদ্ধি রে বাবা। এত বুদ্ধি নিয়ে রাত্রে কিভাবে ঘুমান আপু? আমাকে একটু খানি ধার দিলেই তো পারেন। রঙিন কাগজ দিয়ে কি সুন্দর সুন্দর অরিগামি করেন আপনি। আজও করলেন বেশ সুন্দর একটি মৌমাছি। অনেক সুন্দর হয়েছে আজকের অরিগামি পোস্ট আপু। শুভকামনা রইল আপনার প্রতি।

 last year 

আপু আমি রাতে ঘুমাই মাথায় বালিশ দিয়ে। যাতে করে বুদ্ধি খাটের নিচে চলে না যায়। যাই হোক আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে মৌমাছির অরিগামী তৈরি করলেন। আপনার চমৎকার অরিগামী দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে আরো ভালো লাগবে। দেখেই মনে হচ্ছে যেন সত্যিকারের মৌমাছি। আসলেই মৌমাছি এমনিতে অনেক ভয়ানক একটি প্রাণী। অনেক মৌমাছির কামড়ে অনেক সমস্যা হতে পারে। কিন্তু আমার কাছে এই ছোট্ট প্রাণীগুলোর ছবি অথবা স্কেচ গুলো অনেক ভালো লাগে। এত সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

মৌমাছির অরিগ্যামি তৈরি করতে আমার ভালো লেগেছে। তাই তো প্রতিটি ধাপ তুলে ধরেছি। আসলে এই প্রাণী সত্যিই অনেক ভয়ঙ্কর। কামড় দিলে অনেক সমস্যা হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর মৌমাছি তৈরি করেছেন। এই রঙিন কাগজের মৌমাছি দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা মৌমাছির অরিগ্যামি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

আমাদের বাংলা ব্লগে যার যতটুকু ক্রিয়েটিভিটি আছে সে ততটুকুই আমাদেরকে দেখায়। এভাবে যদি বাংলা ব্লগে কাজ না করতাম তাহলে এত সুন্দর সুন্দর জিনিস গুলো কখনোই দেখতে পারতাম না। আপু আপনি আজকে মৌমাছিরে অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি অরিগ্যামিটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটি তৈরি প্রত্যেকটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং এর পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সবাই নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরার চেষ্টা করে। তাইতো আমিও মাঝে মাঝে চেষ্টা করি ভিন্ন কিছু তৈরি করে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর মৌমাছির অরিগামি তৈরি করেছেন। দেখতে খুব কিউট লাগছে। কাগজ দিয়ে কিছু তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমরা ভালো লাগে। তাই তো মৌমাছির অরিগ্যামি তৈরি করেছি আপু। এই কাজগুলো করতে সত্যি অনেকটা সময় লাগে। ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি প্রতি সপ্তাহেই একটি করে অরিগামী পোস্ট করার চেষ্টা করেন আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সব সময়ই। রঙিন কাগজ দিয়ে মৌমাছি তৈরির প্রক্রিয়াটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা দারুন ভাবে তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি মৌমাছির অরিগামী আমাদের মাঝে তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

প্রতি সপ্তাহে চেষ্টা করি অরিগ্যামি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। এরই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। মৌমাছি তৈরি করে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে মৌমাছির দারুন অরিগ্যামি তৈরি করেছেন আপু। মৌমাছির এই অরিগ্যামি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দরভাবে এবং সময় নিয়ে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 last year 

মৌমাছির অরিগ্যামি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last year 

আপু কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও বেশ ভালো লাগে। আপনার মৌমাছির অরিগামিটি সত্যি চমৎকার হয়েছে ।মনে হচ্ছে দুটি ছোট ছোট মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। দারুন বানিয়েছেন আপনি। বেশ ভালো ছিল ধাপগুলো ।ধন্যবাদ আপনাকে।

 last year 

কাগজ দিয়ে কোন কিছু বানাতে আমারও বেশ ভালো লাগে আপু। সময় পেলেই নতুন কিছু বানানোর চেষ্টা করি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর মৌমাছির অরি্গ্যামি তৈরি করেছেন। দেখতে বেশ কিউট লাগছে মৌমাছি দুটো।হলুদ ও কালো রং এর কাগজ ব্যবহার করায় দেখতে আর ও বেশি সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু মৌমাছি তৈরির বিভিন্ন ধাপ শেয়ার করার জন্য।

 last year 

অরিগ্যামি তৈরি করতে আমার ভালো লাগে। তাই তো মৌমাছির অরিগ্যামি তৈরি করেছি। হলুদ এবং কালো রঙের কাগজ ব্যবহার করেছি। যাতে দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 last year 

মৌমাছির অরিগ্যামি তৈরি করেছেন।দেখতে খুবই কিউট লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আমার তৈরি করা মৌমাছির অরিগ্যামি দেখতে কিউট লাগছে জেনে ভালো লাগলো ভাইয়া। চেষ্টা করেছি সুন্দর করে মৌমাছি তৈরি করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45