ফটোগ্রাফি-নদীর পাড়ের কয়েকটি ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই কোথাও গেলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।
নদীর পাড়ের কয়েকটি ফটোগ্রাফি:
Location
Location
বেশ কিছুদিন আগে নদীর দিকে গিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন। সেখানে যাওয়ার পর আমি বেশ কিছু ফটোগ্রাফিও করেছিলাম। আর নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য আমার কাছে এতটাই ভালো লেগেছিল যেটা বলার মত নয়। সত্যি কথা বলতে প্রকৃতির সেই সৌন্দর্য হয়তো আমরা সেভাবে উপলব্ধি করি না। কিন্তু গভীরভাবে সেই সৌন্দর্য যদি উপলব্ধি করার চেষ্টা করি তাহলে হৃদয় জুড়িয়ে যায়। আমিও নদীর পাড়ে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম।
Location
Location
নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দেখে হৃদয় জুড়িয়ে যায়। আর এত সুন্দর প্রকৃতি দেখতে সত্যি অনেক ভালো লাগছিল। বিশেষ করে নদীর পাড়ের মিষ্টি হাওয়া আমার হৃদয় শীতল করে দিয়েছিল। আমরা যেহেতু অনেকটা পথ হেঁটে গিয়েছিলাম তাই সেখানে গিয়ে অনেকটা প্রশান্তি কাজ করছিল। কিছুক্ষণ হাঁটার পর শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। আর নদীর পাড়ে পৌঁছানোর সাথে সাথে একটু হিমেল হওয়ার অভ্যাস পাচ্ছিলাম। যতই কাছাকাছি যাচ্ছিলাম ততই বেশ সুন্দর হাওয়া পাচ্ছিলাম।
Location
নদীর পাড়ের সৌন্দর্য বাড়িয়ে তোলে ছোট ছোট নৌকাগুলো। ছোট বড় বিভিন্ন সাইজের নৌকা গুলো দেখতে অনেক ভালো লাগে। আমরা যেহেতু নদী পাড় হয়ে গিয়েছিলাম তাই নৌকাতে ওঠার সুযোগ হয়েছিল। এই বিষয়ে অবশ্য এর আগে একটি পোস্ট শেয়ার করেছিলাম। নৌকায় উঠার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। ঘাটে বাঁধা নৌকাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এছাড়া নদীর পাড়ের সৌন্দর্য হৃদয় ভরিয়ে তুলেছিল। মুগ্ধ হয়ে গেছিলাম নদীর পাড়ের সৌন্দর্য দেখে।
Location
নদীর স্বচ্ছ পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। স্বচ্ছ পানিগুলো দেখেই তো আমার মন চাচ্ছিল একটু নেমে পড়ি। নদীর পানি গুলো দেখতে যেমন সুন্দর লাগছিল তেমনি পরিষ্কার ছিল। নদীর বুকে যখন পালতোলা নৌকা চলে তখন দেখতে অনেক ভালো লাগে। মাঝ নদীতে গিয়ে যখন নদীর পানি স্পর্শ করেছিলাম তখন বেশ ভালো লেগেছিল। সুন্দর কিছু অনুভূতি তৈরি হয়েছিল। আর ফটোগ্রাফি গুলো করতেও বেশ ভালো লেগেছিল
Location
যদিও নদীর পাড়ে খুব একটা যাওয়া হয় না। তাই সেভাবে ফটোগ্রাফিও করা হয় না। সেদিন যেহেতু নদী পার হয়ে যেতে হয়েছিল সেই সুযোগে নদীর পাড়ের বিভিন্ন অংশের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আর নদীর পাড়ের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য আর প্রকৃতির সৌন্দর্য হৃদয় শীতল করে দিয়েছিল। আবারও সময় পেলে কোন এক সময় ছুটে চলে যাব নদীর পাড়ে। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন আপু। নদীর পাড়ের দৃশ্য গুলো এত সুন্দর হয়েছে চোখ ফেরানো যাচ্ছে না। আমার কাছে বেশ ভালোই লাগে নদীর পাড়ে ঘুরাঘুরি করতে। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
জায়গাটি সত্যি অনেক সুন্দর ছিল। আমি বেশ উপভোগ করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু মন্তব্যের জন্য।
আপু আমি যখন আপনার ফটোগ্রাফি গুলো দেখছিলাম তখন কেন যেন বারবার মনে হচ্ছিল আমি কোন বই বা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আছি। আসলে বাস্তবে যে এত সুন্দর ফটোগ্রাফি করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে কিন্তু মিস হয়ে যেত। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাইতো নদীর পাড়ের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। দারুন ভাবে মতামত প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
নদী দেখতে আসলেই সুন্দর লাগে আর বর্ষাকালে আর সুন্দর লাগে। আমার কলেজ থেকে আসার সময় করতোয়া নদী পরে কিন্তু চারপাশে এত নোংরা আর গন্ধ যে নদী তার রুপ হারিয়েছে। । ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া নদী অনেক সুন্দর। বর্ষাকালে নদীর পাড়ের সৌন্দর্য আরো বেড়ে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ । নদীর পাড়ের বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে এত দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
নদীর পাড়ের সৌন্দর্য দেখে সত্যিই ভালো লাগে। তাইতো আমি এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করেছি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
নদীর পারে এই সৌন্দর্যময় দৃশ্যগুলোর ফটোগ্রাফি দেখে যেন হৃদয় জুড়িয়ে গেল। আসলে বিকেলবেলা নদীর পাড়ে মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। আর এই নদীর পারে দৃশ্যগুলো খুবই সুন্দর হয়। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। কি অপরূপ সৌন্দর্যময় এই নদীর পারে দৃশ্য। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ।
নদীর পাড়ের সৌন্দর্য দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আমি চেষ্টা করেছি সুন্দর সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার।
নদীর পাড়ে ভ্রমণ করলে আসলেই মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর নদী পাড়ে তো দেখছি নৌকা বাধায় রয়েছে। নদীর পানি গুলো তো দেখছি অনেক সুন্দর নীল রঙের।
ঠিক বলেছেন আপু নদীর পাড়ে গেলে আলাদা রকমের অনুভূতি তৈরি হয়। তবে দারুন সময় কাটিয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপু, নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে যাই। আর নদীর পাড়ে সময় কাটাতে পারলে সেই সময়টুকু খুবই উপভোগ্য হয়। যাইহোক আপু, আপনি নদীর পাড়ে গিয়ে নদীর পাড়ের দৃশ্য খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন, এবং আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
নদীর পাড়ের সৌন্দর্য সত্যি অনেক ভালো লাগে। তাইতো আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে ফটোগ্রাফি করার। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
একটা কথায় আমি আপনার সাথে সহমত প্রকাশ করলাম হ্যাঁ নদীর পাড়ে ছোট ছোট নৌকাগুলো সৌন্দর্য আরো বাড়িয়ে তুলে। তাছাড়া নদীর পানি যদি স্বচ্ছ হয় তাহলে আরো বেশি ভালো লাগে, গরমের সময় এরকম স্বচ্ছ পানি দেখলেই তো গোসল করতে মন চায়।
সত্যি ভাইয়া নদীর পাড়ের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
নদীর পাড়ে প্রাকৃতিক দৃশ্য গুলো মানুষকে বেশি মুগ্ধ করে। তবে আজকে আপনি নদীর পাড়ে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। নদীর মধ্যে নৌকার ফটোগ্রাফি দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে । সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখতে সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে আকাশের রং এবং পানির রং দারুন ভাবে ফুটে উঠেছে। তাছাড়া নৌকার ফটোগ্রাফি দুর্দান্ত ছিলো। ধন্যবাদ এতো সুন্দর একটি ফটোগ্ৰাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।