আর্ট-সমুদ্রের পাড়ের পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে। তবে বেশ কয়েকদিন থেকে পেইন্টিং করা হয় না। তাই আজকে ভাবলাম একটি পেইন্টিং করব। আর আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সমুদ্রের পাড়ের পেইন্টিং সবার ভালো লাগবে।


সমুদ্রের পাড়ের পেইন্টিং:

IMG_20240311_130250.jpg
Device-OPPO-A15


রং তুলি দিয়ে কোন কিছু পেইন্টিং করতে বেশ ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং করতে বেশি ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। গোধূলী বেলায় যখন আলো আধারের খেলা শুরু হয় তখন প্রকৃতির নতুন ভাবে সেজে ওঠে দেখতে অনেক ভালো লাগে। তাইতো আমি রং তুলির ছোঁয়ায় সমুদ্রের পাড়ের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করার চেষ্টা করেছি। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে। তবে মাঝে মাঝে সময় পেলে পেইন্টিং করতে ইচ্ছে করে। আর সেই পেইন্টিং গুলো সবার মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কিছু উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20240311115057.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240311115153.jpg
Device-OPPO-A15
IMG20240311115325.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে আমি কমলা রঙ এবং হলুদ রঙের মিশ্রণে একটি সুন্দর রং তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240311115437.jpg
Device-OPPO-A15
IMG20240311115619.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে হালকা নীল রঙের ব্যবহার করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20240311115733.jpg
Device-OPPO-A15
IMG20240311115926.jpg
Device-OPPO-A15


সমুদ্রের অংশ উপস্থাপন করা হয়ে গেলে এবার পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর নিচের দিকে কালো কালির ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240311115958.jpg
Device-OPPO-A15
IMG20240311120126.jpg
Device-OPPO-A15


কালো কালির ব্যবহার করে সুন্দরভাবে এঁকে নেওয়ার চেষ্টা করেছি। এরপর গাছের চিত্র একে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240311120226.jpg
Device-OPPO-A15
IMG20240311120331.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে গাছের অন্যান্য অংশগুলো অঙ্কন করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20240311120518.jpg
Device-OPPO-A15
IMG20240311120655.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সুন্দর করে পাতাগুলো অঙ্কন করেছি। আর গাছগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240311120917.jpg
Device-OPPO-A15
IMG20240311121056.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে পাতাগুলো সুন্দর করার চেষ্টা করেছি এবং আমার এই পেইন্টিং আকর্ষণীয় করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240311121207.jpg
Device-OPPO-A15
IMG20240311121930.jpg
Device-OPPO-A15


এবার নিজের দিকে কিছু ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। এখানেই পেইন্টিং করা শেষ করতে চেয়েছিলাম এরপর দেখলাম পেইন্টিং এর বিভিন্ন অংশ ফাঁকা ফাঁকা লাগছে। তাই তো আবারও একটি জাহাজ অঙ্কন করেছি।


ধাপ-৯

IMG20240311122024.jpg
Device-OPPO-A15
IMG_20240311_131244.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে জাহাজের অংশটিতে কালো রঙের ব্যবহার করার চেষ্টা করেছি এবং এভাবেই এই সুন্দর পেইন্টিং করেছি।


উপস্থাপনা:

IMG_20240311_124139.jpg
Device-OPPO-A15


সমুদ্রের পাড়ের অপরূপ সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তবে অনেক সময় সময়ের অভাবে পেইন্টিং করা হয়ে ওঠেনা। পেইন্টিং করতে বসলে অনেকটা সময় নিয়ে বসতে হয়। আর সময় নিয়ে কাজ না করলে কোন কিছুই দেখতে ভালো লাগেনা। জানিনা আমার এই পেইন্টিং সবার কাছে কেমন লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 months ago 

গোধূলি বেলায় এ আলো আঁধারের খেলা আমার কাছে অসম্ভব ভালো লাগে। এ সময় প্রকৃতির রূপ যেন পরিবর্তন হয়ে যায়। আপনি আপনার আর্টের মাধ্যমে সে বিষয়টিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে গাছ দুটির কারণে আরো বেশি ভালো লাগছে। আপনার আর্টটি অনেক বেশি কালারফুল। খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 months ago 

গোধূলি বেলায় প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। আর প্রকৃতির সেই রূপ তুলে ধরার চেষ্টা করেছি আপু। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 months ago 

আপু আপনি বেশ চমৎকার ভাবে সমুদ্রের পাহাড়ের পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি বেশ সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপহার দেন।আজকের পেইন্টিং টি অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

সমুদ্রের পাড়ের পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি পেইন্টিং করে উপস্থাপন করার। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 months ago 

সমুদ্রের পাড়ের পেইন্টিং দেখতে অনেক সুন্দর লাগতেছে। নৌকা এবং নারিকেল তৈরি করাতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার পেইন্টিং বরাবরই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সমুদ্রের পাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাই তো মনের কল্পনা থেকে এই পেইন্টিং করার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 months ago 

আপনার তৈরি করা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের সমুদ্রের পাড়ের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু। পেইন্টিং তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আমার আর্ট আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। আমি চেষ্টা করেছি আর্টের প্রতিটি ধাপ তুলে ধরার। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 months ago 

আপনার পেইন্টিং আর্ট মানে চোখ ধাঁধানো ৷ শুধু আজকের টা নয় ৷ আপনার বিগত আর্ট গুলোও আমার কাছে সেরা ৷ আজকের সমুদ্রের মাঝে তাল গাছ নৌকা ওয়াও দারুন ৷ জল রং দিয়ে এমন সুন্দর আর্ট পেন্টিং দেখে মন ভরে গেলো ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই নিত্য নতুন আর্ট শেয়ার করবেন এমনটাই প্রত্যাশা ব্যাক্ত করছি৷

 3 months ago 

ভাইয়া আমি মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। আপনার কাছে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 months ago 

অনেক ব্যস্ততার মাঝেও অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি পেইন্টিং করার। আর আপনাদের মাঝে উপস্থাপন করেছি। মন্তব্য পড়ে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

খুব সুন্দর একটি সমুদ্র পাড়ের পেন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যেখানে দুইটা নারিকেল গাছের দৃশ্য এবং নদীতে ভাসমান নৌকা দৃশ্য বিদ্যমান ছিল। খুবই ভালো লাগলো আমার চিত্র দেখে।

 3 months ago 

সমুদ্রের পাড়ের সৌন্দর্য রং তুলির ছোঁয়ায় তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। নারকেল গাছের দৃশ্য আর নৌকার দৃশ্য আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 months ago 

রং তুলি দিয়ে চিত্র অঙ্কন খুবই কঠিন কাজ। আর আমাদের কমিউনিটিতে রং তুলি দিয়ে অনেকেই আছে খুব সুন্দর চিত্র অঙ্কন করে থাকে। যে কাজে আপনি অনেক দক্ষ মাঝে মাঝেই প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে অংকন করে থাকেন। আজকে সমুদ্রের পাড়ের দৃশ্য খুব সুন্দর ভাবে অঙ্কন করে দেখালেন। ভালো লাগলো এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

Posted using SteemPro Mobile

 3 months ago 

রং তুলি দিয়ে আর্ট করতে সত্যিই ভালো লাগে। তাই তো মাঝে মাঝে চেষ্টা করি। আপনি চেষ্টা করলেও পারবেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রকাশের জন্য।

 3 months ago 

সমুদ্রের পাড়ের পেইন্টিং টি অনেক সুন্দর লাগছে আপু।কালার কম্বিনেশন এর সাথে সুন্দর একটি পেইন্টিং আপনি শেয়ার করেছেন।অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সমুদ্রের পাড়ের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপু। আপনার ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

সমুদ্র পাড়ের খুবই সুন্দর একটা চিত্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এমন চিত্রগুলো দেখলে আসলেই মন ভরে যায়। চিত্রের মধ্যে নৌকার দৃশ্য দেবার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 3 months ago 

সমুদ্রের পাড়ের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। আমার এই পেইন্টিং আপনার ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67708.83
ETH 3801.89
USDT 1.00
SBD 3.48