ফটোগ্রাফি-কয়েকটি রেনডম ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও খুব একটা ফটোগ্রাফি করার সুযোগ হয় না। তবে বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো একসাথে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আসলে ব্যস্ততার সময় গুলোতে কিংবা মন খারাপের দিনগুলোতে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে তখন কোন কাজেই মন বসে না। তাই তো বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20231212_153136.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231212_153216.jpg
Device-OPPO-A15
Location


আকাশের অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। নীল আকাশ আর সাদা মেঘের ভেলা দেখতে অনেক ভালো লাগে। আকাশের অপরূপ সৌন্দর্য দেখে হৃদয় জুড়িয়ে যায়। এই ফটোগ্রাফিটি অনেকদিন আগে করা হয়েছিল। কোন এক পড়ন্ত বিকেলে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম আর সেই সময় এই ফটোগ্রাফি করা হয়েছিল। নদীর বুকে যখন আকাশের নীলিমা এসে পড়ে তখন প্রকৃতি যেন নতুন ভাবে সেজে ওঠে। প্রকৃতির সেই নতুন সাজ দেখতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। তাই তো আমি এই সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।


IMG20231124155254.jpg
Device-OPPO-A15
Location


শীত মানেই চারপাশে ধান কাটার মৌসুম। আর এই সময় গ্রামের দিকে গেলেই দেখতে পাওয়া যায় খড়কুটো সুন্দরভাবে রাখা হয়েছে। আর এগুলো দেখতে অনেক ভালো লাগে। গ্রামের মানুষগুলো অনেক পরিশ্রম করে এই খড়গুলো সংগ্রহ করে এবং রোদে শুকিয়ে ঢিপি করে রাখে। যাতে করে বৃষ্টিতে ভিজে না যায়। আসলে গ্রামের মানুষ গুলো তাদের গৃহপালিত পশু গুলোকে খাওয়ানোর জন্যই এই পদ্ধতিতে খড় সংরক্ষণ করে রাখে।


IMG_20231212_152729.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231212_152819.jpg
Device-OPPO-A15
Location


যখন খড়কুটো থেকে ধানগুলা আলাদা করা হয় তখন স্তূপ করে রেখে দেওয়া হয়। এরপর সেগুলো শুকানো হয় এবং সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয়। সেই দৃশ্যগুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগে। বেশ কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর সেই সময় হঠাৎ করে রাস্তায় এই দৃশ্য দেখলাম। এরকম দৃশ্য দেখে সত্যিই ভালো লেগেছিল। আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। যেখানে খড়কুটোর স্তূপ দেখতাম সেখানে গিয়ে বসে পড়তাম। আসলে সময়ের সাথে সাথে শৈশব যেমন হারিয়ে গেছে তেমনি ভালো লাগার কাজগুলো আর করা হয়ে ওঠে না।


IMG_20231212_152916.jpg
Device-OPPO-A15
Location


এই দৃশ্যটি দেখে আমার একটি কবিতার কথা মনে পড়ে গিয়েছিল "বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই"। এই দৃশ্যটি একটি বাঁশ বাগানের। যখন নিচ থেকে বাঁশ বাগানের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলাম তখন মনে হচ্ছিল যেন অন্যরকম কিছু। ঘন ঘন বাঁশের গাছ দেখতে সত্যিই ভালো লাগছিল। তাই তো সেই দৃশ্যটির ফটোগ্রাফি করেছি। জানিনা বাঁশ বাগানের ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে।


IMG_20231212_152438.jpg
Device-OPPO-A15
Location


ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখতাম এরকম ফেরিওয়ালা খেলনা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর সবাই তাকে ঘিরে ধরে থাকত। বিভিন্ন রকমের বেলুন, খেলনা এগুলো বিক্রি করে এসব মানুষ জীবিকা নির্বাহ করে। আর ছোটরা অনেক আনন্দ নিয়ে সেই খেলাগুলো কিনে। এখনো এই মানুষগুলোকে ফেরি করে ফেলনা বিক্রি করতে দেখা যায়। আসলে সময়গুলো বদলে গেছে। কিন্তু কিছু কিছু মানুষ সেই আগের জীবিকার উপর নির্ভরশীল হয়ে আছে। তাইতো হঠাৎ করে একদিন যখন এই ফেরিওয়ালাকে সামনে পেলাম তখন ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 9 months ago 

খড়গুলো এভাবে একসাথে জমিয়ে রাখাকে আমাদের দিকে আপু এটাকে পুঞ্জি বলে মানুষজন। উপরের খড় ভিজে গেলেও ভিতরের গুলা ঠিকই অনেকদিন ভালো থাকে। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আপু 🌼

 9 months ago 

খড়গুলো একসাথে জমিয়ে রাখাকে পুঞ্জি বলা হয় জেনে ভালো লাগলো ভাইয়া। সত্যি ভাইয়া এভাবে রাখলে ভিতরে পানি ঢুকতে পারে না।

 9 months ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার এই চমৎকার ক্যামেরা বন্দী করা ফটোগুলো। আকাশের দৃশ্য ধানের খড়ের পালা পাশাপাশি এক বিক্রেতার জিনিস সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন পোস্টের মাঝে।

 9 months ago 

বেশি সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখেও মনটা ভরে গেল। কারণ আপনার ফটোগ্রাফির মধ্যে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোললেন। মাঝেমধ্যে এরকম ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে। বেশ সুন্দর কয়েকটি ফটোগ্রাফি। ধাপে ধাপে প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা ও উল্লেখ করলেন।

 9 months ago 

ফটোগ্রাফি করতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো ভাইয়া। ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি মন ভালো হয়ে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 9 months ago 

নীল আকাশের ফটোগ্রাফি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে আপু। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলেছেন। বাঁশ বাগানের ফটোগ্রাফি দেখে আপনার কবিতা মনে পড়েছে জেনে খুশি হলাম। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই । এই কবিতাটি আমাদের সকলের পছন্দের। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

নীল আকাশের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। সত্যি ভাইয়া বাঁশ বাগানের ফটোগ্রাফি করতে গিয়ে কবিতার কথা মনে পড়ে গিয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 9 months ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন ব্যস্ততম সময় এবং মন খারাপের সময়ে কোন কিছু করতেই ভালো লাগেনা। তখন ফটোগ্রাফি করলে বেশ ভালই লাগে ।আর আপনার আজকের ফটোগ্রাফি গুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি এত প্রাণবন্ত হয়েছে যে দেখে ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

সত্যি আপু ব্যস্ততার মাঝে কিংবা মন খারাপের সময়গুলোতে কোন কিছু লিখতে ভালো লাগে না। আর সেই সময় ফটোগ্রাফি পোস্ট বেশি শেয়ার করা হয়। আপু আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 9 months ago 

দারুন একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছেন আপু প্রতিটা ফটোগ্রাফিতে ভিন্ন ভিন্ন সৌন্দর্য তুলে ধরেছেন। তাছাড়া প্রতিটা ফটোগ্রাফি স্বচ্ছ ছিল। চমৎকার ফটোগ্রাফি পর্ব টি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 9 months ago 

আপু অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। তবে নীল আকাশের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রকাশের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

 9 months ago 

পুকুর সহ আকাশের ফটোগ্রাফি টা দারুন হয়েছে আপু। নীল আকাশ দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মাচা তৈরি করে অনেক সুন্দর ভাবে খড়কুটো রেখেছে সেটার ফটোগ্রাফি ও বেশ দারুন ভাবে করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আপু।

 9 months ago 

নীল আকাশ দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর খড়কুটো দেখে অনেক ভালো লাগছিল। তাই তো ফটোগ্রাফি করেছি। আপু ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ফটোগ্রাফি পড়তে সুন্দর্য উপভোগ করতে বরাবরই আমার অনেক ভালো লাগে।
আপনি প্রতিনিয়তই সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন।
আজকের ফটোগ্রাফির মধ্যে বিশেষ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ নম্বর ফটো সব থেকে বেশি ভালো লাগলো।
সেই সাথে বর্ণনা করেছেন অসাধারণ।

 9 months ago 

ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফির সৌন্দর্য দেখে অনেক ভালো লাগে। তাই তো আমরা সবাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। নিজ হাতে ক্যামেরা নিয়ে সুন্দর মুহূর্ত বন্দি করার মজাই অন্যরকম। বিশেষ করে খড়কুটো ও ফেরিওয়ালার ফটোগ্রাফি টা দারুন হয়েছে। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। খড়কুটো এবং ফেরিওয়ালার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58034.65
ETH 2448.81
USDT 1.00
SBD 2.38