আর্ট-সুপারি পাতার প্লেটে গোধূলির পেইন্টিং।||

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তবে এবার একটি ভিন্ন ধরনের পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা আমার নতুন পেইন্টিং আপনাদের ভালো লাগবে।


সুপারি পাতার প্লেটে গোধূলির পেইন্টিং:

IMG_20240528_140420.jpg
Device-OPPO-A15
IMG_20240529_101432.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য আমার ভীষণ ভালো লাগে। এর আগেও আমি বহুবার পেইন্টিং করেছি তবে সুপারি পাতার প্লেটে কখনো পেইন্টিং করিনি। এবার সুপারি পাতার প্লেটের ওপর গোধূলি বেলার পেইন্টিং করার চেষ্টা করেছি। কিছুদিন আগে আমি অনলাইন থেকে বেশ কিছু সুপারি পাতার প্লেট কিনেছিলাম। এই সুপারি পাতার প্লেটগুলো পেইন্টিং করার জন্যই কিনেছিলাম। তবে পেইন্টিং করতে গিয়ে যে সমস্যায় পরতে হয়েছে সেটা হলো সুপারি পাতার প্লেটের সাইজ অনেকটাই বড় ছিল। আর অনেকটা বড় সুপারি পাতার প্লেটের মধ্যে পেইন্টিং করতে অনেক সময় লেগেছিল। তবুও আমি এই পেইন্টিং শেষ করার চেষ্টা করেছি। প্রথমবার সুপারি পাতার প্লেটের উপর পেইন্টিং করতে আমার বেশ ভালোই লেগেছে। তবে প্রথমে একটু সময় লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কিছু উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সুপারি পাতার প্লেট।
২. পোস্টার রং।
৩. তুলি।

IMG20240527125639.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240527125845.jpg
Device-OPPO-A15
IMG20240527125921.jpg
Device-OPPO-A15


সুপারি পাতার প্লেটে গোধূলির পেইন্টিং করার জন্য প্রথম সুপারি পাতার প্লেট নিয়েছি। এরপর হলুদ রং দেওয়ার চেষ্টা করেছি। এরপর কমলা রং দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240527130101.jpg
Device-OPPO-A15
IMG20240527130221.jpg
Device-OPPO-A15


এবার ভাগ ভাগ করে কিছু জায়গায় কমলা রং দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20240527130404.jpg
Device-OPPO-A15
IMG20240527130534.jpg
Device-OPPO-A15


হলুদ এবং কমলা রঙের মিশ্রণে এই প্লেটটি খুব সুন্দর করে উপস্থাপন করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240527131031.jpg
Device-OPPO-A15
IMG20240527131144.jpg
Device-OPPO-A15


এবার চারপাশের অংশে সুন্দর করে রঙের ব্যবহার করেছি।


ধাপ-৫

IMG20240527131406.jpg
Device-OPPO-A15
IMG20240527131533.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে কালো রং দিয়েছি। এরপর একটি সূর্য অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240527131739.jpg
Device-OPPO-A15
IMG20240527131857.jpg
Device-OPPO-A15


সূর্য সুন্দর করে অঙ্কন করার পর সূর্যের আলো ছড়িয়ে গেছে এরকম একটি প্রতিচ্ছবি অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240527131943.jpg
Device-OPPO-A15
IMG20240527132317.jpg
Device-OPPO-A15


এবার কালো গালি দিয়ে গাছ অঙ্কন করার চেষ্টা করছি।


ধাপ-৮

IMG20240527132516.jpg
Device-OPPO-A15


এবার গাছের পাতাগুলো সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20240527132742.jpg
Device-OPPO-A15
IMG20240527133124.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে গাছের পাতা গুলো সুন্দর করে অঙ্কন করেছি। আর সবগুলো পাতা অঙ্কন করেছি।


ধাপ-১০

IMG20240527133224.jpg
Device-OPPO-A15
IMG20240527133725.jpg
Device-OPPO-A15


গাছের পাতা অঙ্কন করা হয়ে গেলে এবার নিচের দিকে ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20240528_232303.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে আরো কিছু অংশ অঙ্কন করেছি। আর এইভাবেই আমি আমার এই পেইন্টিং শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20240527_145515.jpg
Device-OPPO-A15


প্রথমবার সুপারি পাতার প্লেটে গোধূলির পেইন্টিং করতে বেশ ভালো লেগেছে। তবে এই পেইন্টিং করতে অনেকটা সময় লেগেছে। বৃষ্টি ভেজা দিনে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। আর আমি যখন পেইন্টিং করছিলাম তখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সুপারি পাতায় করা গোধূলির এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে এই পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে বেশ ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago (edited)

আপনার পেইন্টিং টি দেখে আমি সত্যিই মুগ্ধ। আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। শিল্পের প্রতি আপনার নিখুঁত ভালবাসা ও যত্ন স্পষ্ট। আপনার কাজ দেখে মনে হয় যেন প্রতিটি রঙ ও রেখার মধ্যে একটি গল্প লুকিয়ে আছে। এ ধরনের সুন্দর ও হৃদয়গ্রাহী শিল্পকর্ম আমাদের সবার অনুপ্রেরণা। ধন্যবাদ, এমন একটি চমৎকার পেইন্টিং ব্লগ উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া কোন কিছুর প্রতি ভালোবাসা থাকলে সেই কাজটি অনেক ভালোভাবে করা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 months ago 

সুপারি পাতার প্লেটে গোধূলির পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো, এত সুন্দর একটি দৃশ্য আপনি পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হলাম।

 2 months ago 

সুপারি পাতার প্লেটে গোধূলি লগ্নের চিত্র অংকন দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। এ ধরনের চিত্র অংকন দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 months ago 

সুপারির পাতা প্লেটে করা পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। চেষ্টা করেছি প্রতিটি ধাপ উপস্থাপন করার।

 2 months ago 

ওয়াও....আপু আপনার পেইন্টিং টা দারুন হয়েছে। গোধূলি বেলার দৃশ্য দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি পেইন্টিং গুলোও অসাধারণ লাগে। তবে সুপারি পাতার প্লেট এই প্রথম আমি দেখলাম। আগে কোনদিন আমি সুপারি পাতার প্লেট দেখিওনি এবং জানতামও না সুপারি পাতার ও যে প্লেট হয় এটা সম্পর্কে। খুব ভালো লাগলো আপনার পোস্টটি ভিজিট করে।

 2 months ago 

আপু আমি এর আগে সুপারি পাতার প্লেট দেখেছিলাম। এরপর অনলাইন থেকে কিনেছিলাম। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 months ago 

সুপারি পাতার নিচের অংশ প্লেটের মতো করে গোল করে কেটে নিয়েছেন এবং তার উপর অসাধারণ পেইন্টিং করে দেখিয়েছেন আমাদের। এমন সুন্দর দক্ষতা সম্পন্ন একটি আর্ট দেখে মুগ্ধ হলাম আপু। বেশ দারুণ অঙ্কন করেছেন।

 2 months ago 

ভাইয়া আমি এই প্লেটগুলো নিজে তৈরি করিনি। এগুলো কিনেছিলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সুন্দর এই পেইন্টিং এর মাধ্যমে গোধূলি বেলার চমৎকার একটি দৃশ্যের চিত্র ফুটে তুলতে সক্ষম হয়েছেন। অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমার এই পেইন্টিং পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। চেষ্টা করেছি গোধূলি বেলার সৌন্দর্য তুলে ধরার।

 2 months ago 

ভাবছি অফিস থেকে এক মাসের ছুটি নেবো। আর আপনার ওখানে চলে যাবো। এই একমাসে আপনার যত ক্রেয়েটিভিটি আছে সব কিছু একটু একটু করে শিখে নিবো। সুপারী পাতার পেইন্টিং দেখে তো মাথা ঘুরে পড়ে যেতে নিয়েছিলাম। অসাধারণ একটি পোস্ট আপু।

 2 months ago 

আপু আপনি তাড়াতাড়ি ছুটি নিয়ে ফেলেন। তাহলে দুজনে একসাথে অনেক সময় কাটাবো আর অনেক অনেক পেইন্টিং করবো।

 2 months ago 

অসম্ভব সুন্দর এবং ইউনিক একটি আর্ট করেছেন আজ আপনি।সুপারি পাতার প্লেটে এই দারুন আর্ট টা খুব নিখুত ভাবে তুলে ধরেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার পেইন্টিং আপনার কাছে ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে সুপারি পাতার প্লেটে গোধূলির পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি আপু। আসলে এভাবে যেকোনো ধরনের পেইন্টিং তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে গোধূলিময় পেইন্টিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করার। আপনার কাছে ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68