অরিগ্যামি-কাগজ দিয়ে প্রজাপতি তৈরি||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে কোন কিছু বানাতে আমার অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে যখন সময় পাই তখন কাগজ নিয়ে বসে পরি কোন কিছু তৈরি করার জন্য। যখন কোন কিছু তৈরি করতে বসেছিলাম তখন মনে হল প্রজাপতি তৈরি করি। আর সেই ভাবনা থেকে প্রজাপতি তৈরি করার চেষ্টা করেছি।


কাগজ দিয়ে প্রজাপতি তৈরি:

IMG_20240116_101538.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। সাদা কাগজের উপর হালকা ভাবে কলম দিয়ে প্রজাপতি আঁকার চেষ্টা করেছি। নিজে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর ছোট ছোট এই সাদা প্রজাপতি গুলোকে আমি কলম দিয়ে একে রঙিন করার চেষ্টা করেছি। কাগজের প্রজাপতি আমার কাছে বেশ ভালো লাগে। এর আগেও অনেকবার কাগজের প্রজাপতি তৈরি করেছি। তবে এভাবে কখনো প্রজাপতি তৈরি করা হয়নি। আমাদের কমিউনিটির কয়েকজনের পোস্ট দেখে অনুপ্রেরণা পেয়েছিলাম আর খুবই ভালো লেগেছিল। তাইতো আমিও একটু এভাবে প্রজাপতি তৈরি করার ট্রাই করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি প্রজাপতি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পেন্সিল।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20240114163711.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240114163725.jpg
Device-OPPO-A15
IMG20240114163818.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240114163957.jpg
Device-OPPO-A15
IMG20240114164025.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে প্রজাপতির বিভিন্ন অংশ পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এরপর কেটে নেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৩

IMG20240114164051.jpg
Device-OPPO-A15
IMG20240114164122.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে প্রজাপতির অংশ গুলো কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে প্রজাপতি তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৪

IMG20240114164135.jpg
Device-OPPO-A15
IMG20240114164345.jpg
Device-OPPO-A15


একই পদ্ধতিতে ধীরে ধীরে প্রজাপতির অন্যান্য অংশগুলো সুন্দর করে কেটে কেটে প্রস্তুত করে নিয়েছি।


ধাপ-৫

IMG20240114164437.jpg
Device-OPPO-A15
IMG20240114164557.jpg
Device-OPPO-A15


এবার প্রজাপতির উপরের পাখাগুলো সুন্দর করার জন্য লাল কলম নিয়েছি এবং লাল কলম দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240114164619.jpg
Device-OPPO-A15
IMG20240114164753.jpg
Device-OPPO-A15


সুন্দর করে লাল কলম দিয়ে প্রজাপতির উপরের পাখাগুলো ডিজাইন করে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240114164903.jpg
Device-OPPO-A15
IMG20240114165023.jpg
Device-OPPO-A15


এবার নিচের পাখা সুন্দর করে অন্যরকমের ডিজাইন করেছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।


ধাপ-৮

IMG20240114165036.jpg
Device-OPPO-A15
IMG20240114165102.jpg
Device-OPPO-A15


এবার পাখার দুটি অংশ আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার জন্য সুন্দর করে আঠার ব্যবহার করেছি এবং সুন্দর করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20240114165305.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আমি দুটি প্রজাপতি সুন্দর করে তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20240116_102149.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে আমার বেশ ভালো লাগে। তাই তো সময় পেলে কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার চেষ্টা করি। আর এই ছোট ছোট প্রজাপতি গুলো তৈরি করতে আমার বেশ ভালো লেগেছে। সুন্দর করে কলমের ব্যবহার করে রঙিন করে তোলার চেষ্টা করেছি। আর এই প্রজাপতি গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি সবাই ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 months ago 

আপনি কাগজ দিয়ে অসাধারণ একটি প্রজাপতি তৈরি করেছেন।আপনার তৈরি প্রজাতির অরিগমি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এরকম অরিগমি দেখলে নিজের ও করার ইচ্ছা জাগে।আমিও চেষ্টা করবো এরকম অরিগমি তৈরি করার।

 7 months ago 

আমার তৈরি করা প্রজাপতি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 7 months ago 

কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতি তৈরি করেছেন আপু। প্রজাপতিটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। লাল কালার দিয়ে ছোট ছোট ফোটা দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। তৈরি করার পদ্ধতি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। সুন্দর একটি অরিগামি আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। লাল রঙের কলম দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি আপু।

 7 months ago 

আসলে সত্যি বলতে আপনার কিছু কিছু পোষ্ট সত্যি অনেক ভালো লাগে ৷ ঠিক আজকের পোষ্ট টি ও অসাধারন অরিগ্যামি-কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন ৷ অনেক সময় ধৈর্য ধরে করেছেন ৷ অনেক ভালো লাগছে আপনার তৈরি প্রজাপতি ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 7 months ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। সময় নিয়ে কাজ করতে পারলে সবকিছুই ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 7 months ago 

চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে আপনি প্রজাপতির অরিগামী তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি আজকের সুন্দর এই পোস্ট দেখে আমি মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে আপনি কারু কাজ করে দেখেছেন।

 7 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করে শেয়ার করার। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 7 months ago 

প্রজাপতি দেখতে অনেক ভালো লাগে।আপনি কাগজ দিয়ে বেশ দারুন একটি প্রজাপতি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগছে । প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

প্রজাপতি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি প্রতিটি ধাপ তুলে ধরার। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

আপু আপনি দেখছি কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করলেন। আপনি প্রজাপতি তৈরি করে খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। তাইতো প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 7 months ago 

এটা ঠিক বলেছেন আপু, কমিউনিটিতে সবাই খুব সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার করে থাকে। আর সেখান থেকে আমরা অনেক বেশি উৎসাহ পাই। আসলেই নিজে কিছু তৈরি করলে খুবই ভালো লাগে। আপনি আজকে সাদা কাগজের উপরে লাল রঙের ফোঁটা দিয়েছেন বলে প্রজাপতিগুলো দেখতে বেশি ভালো লেগেছে। আমার মনে হয় এগুলো ঘরের দেওয়ালে লাগালেও খুবই সুন্দর লাগবে।

 7 months ago 

আপু আমি সময় পেলেই নতুন কিছু করার চেষ্টা করি। তাই সবার কাজগুলো দেখে অনেক উৎসাহ পাই। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ একটা প্রজাপতি তৈরি করেছেন। আসলে আপু আমি ও প্রজাপতি তৈরি করেছি তবে আপনার মতো নয়। আর লাল কলম দিয়ে ডিজাইন করাতে সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই প্রজাপতি তৈরি করার চেষ্টা করেছি। আপনিও প্রজাপতি তৈরি করেছিলেন জেনে ভালো লাগলো।

 7 months ago 

প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গিন পাখা।প্রজাপতি বলবে মনিরা আপু দিয়েছে এমন রঙ্গিন পাখা।হ্যাঁ প্রজাপতি সত্যি কথা বলবে কারণ এতো সুন্দর করে প্রজাপতি বানিয়েছেন আর সুন্দর আকর্ষণীয় কালার করেছেন দারুণ লাগছে আপু।তৈরি পদ্ধতি দারুণ ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপু আমি চেষ্টা করেছি প্রজাপতির রঙিন পাখা তৈরি করার। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

কাগজের ভিতরে লাল একটা ফোটার মতো দেয়াতে দেখতেও চমৎকার দেখাচ্ছে আপু। আপনি অনেকটা ধৈর্য নিয়ে কাজটি করেছেন দেখেই বুঝা যাচ্ছে। আপনার প্রজাপতিটিও সুন্দর হয়েছে 🌼

 7 months ago 

সাদা কাগজের মাঝে লাল রঙের ব্যবহার করেছি এবং সুন্দর করার চেষ্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60420.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.60