লাইফস্টাইল-বসন্ত উৎসব||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। তাই কি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না। ব্যস্ততার মাঝেও ভাবলাম একটি ভিন্ন ধরনের পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করি। আর সেই ভাবনা থেকে একটি পোস্ট সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।


বসন্ত উৎসব:

IMG_20240215_175458.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240215_170306.jpg
Device-OPPO-A15
Location


আমাদের কলেজে বসন্ত উৎসব পালিত হচ্ছে। যদিও এইসব উৎসবে খুব একটা যাওয়া হয় না। তবে আজকে প্রয়োজনীয় কিছু কাজে কলেজ গিয়েছিলাম। আর সেখানে গিয়ে দেখি বসন্তের ছোঁয়া লেগেছে কলেজ মাঠে। সবাই বসন্তের সাজে নিজেকে রাঙিয়ে তুলেছে। শাড়ি পড়ে সবাইকে দেখতে বেশ সুন্দর লাগছিল। তাইতো আমি আড়াল থেকে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। যদিও এদের কাউকে চিনি না। তবে বসন্তের সাজে সবাইকে বেশ সুন্দর লাগছিল। তাইতো আমিও ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।


IMG_20240215_170935.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240215_175427.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু কলেজ মাঠে অনেক ভিড় ছিল তাই আমরা কিছুটা সময় সেখানে ছিলাম। আর সবাইকে দেখছিলাম। সবাইকে দেখে পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আর সেই সাথে সাথে বদলে যায় মনের ইচ্ছে গুলো। এখন আর বসন্তের ছোঁয়া হৃদয়ে লাগে না। এখন আর বাসন্তী রঙের শাড়ি পড়ে বসন্ত উৎসব উদযাপন করা হয় না। তবে সবার আনন্দ দেখে অনেক ভালো লাগে। যখন দেখলাম একটি পিচ্চি মেয়ে শাড়ি পড়ে ঘুরে বেড়াচ্ছে তখন আমার বেশ ভালো লেগেছিল। তখন আমি পারমিশন নিয়ে ছবি তুলেছি। পিচ্চিটা যখন শাড়ি পড়ে হেঁটে যাচ্ছিল তখন দেখতে অনেক সুন্দর লাগছিল।


IMG_20240215_170535.jpg
Device-OPPO-A15
Location


কলেজ ক্যাম্পাসে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। হয়তো প্রোগ্রাম শুরু হওয়ার আরো কিছুটা দেরি ছিল। তাই আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তবে সেই পুরনো বটতলায় দারুন একটি স্টেজ সাজানো হয়েছে। আর অনেকে সেখানে বসে সময় কাটাচ্ছিল। দেখতে বেশ ভালো লাগছিল। পুরনো সেই স্মৃতিগুলো বার বার মনে পড়ে যাচ্ছিল। সময়টা সত্যি অনেক পাল্টে গেছে। আর সময়ের সাথে পাল্লা দিয়ে সবকিছুই অতীত হয়ে গেছে।


IMG_20240215_170446.jpg
Device-OPPO-A15
Location


যদিও নিজের প্রয়োজনে কলেজে গিয়েছিলাম। তাই সেভাবে সেখানে সময় কাটাতে পারিনি। নিজের প্রয়োজনের পাশাপাশি সবার বসন্ত উৎযাপন দেখে অনেক ভালো লেগেছে। কলেজ মাঠের চারপাশে যেন হলুদ আর লাল শাড়ি পরা পরীদের ছড়াছড়ি ছিল। সবাইকে দেখতে সত্যি অনেক ভালো লেগেছিল। তাদের মনে বসন্তের ছোঁয়া লেগেছে। তারা নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করার চেষ্টা করছে। আর এই দৃশ্য গুলো দেখে সত্যি অনেক ভালো লেগেছে।


IMG_20240215_170613.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে সবার আনন্দ দেখে ভালো লাগে। মনে হয় যেন নিজেও আনন্দ করছি। আসলে সময়ের সাথে সাথে সবকিছু যেমন বদলে যায়। তেমনি অনুভূতিগুলোও বদলে যায়। তবে অন্যের ভালোলাগা কিংবা আনন্দ নিজের হৃদয়ে আনন্দের দোলা দেয়। কলেজ ক্যাম্পাসে সবাইকে আনন্দ করতে দেখে সত্যি অনেক ভালো লেগেছে। এছাড়া আমিও অনেক সুন্দর সময় কাটিয়েছি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 months ago 

সত্যিই মাঝে মাঝে সবার আনন্দ দেখে অনেক ভালো লাগে। আমি নিজেও চেষ্টা করি অন্যের আনন্দ গুলোর সাথে নিজেকে সামিল করতে। আপনার কলেজে বসন্ত উৎসব বেশ ঝমে উঠেছে দেখলাম। আর সবাইকে শাড়িতে বেশ সুন্দর লেগেছে। যদিও নিজের কাজে গিয়েছিলেন তবুও বেশ আনন্দের ছোঁয়া আপনার মাঝেও বিস্তার লাভ করেছে। ধন্যবাদ আপু চমৎকার পোস্ট উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সবার আনন্দ দেখে অনেক ভালো লেগেছে। আর এরকম সুন্দর সময় কাটাতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 4 months ago 

আপু আপনিও শাড়ি পরে যেতেন। সবাই যখন শাড়ি পরে গিয়েছিল কলেজে। হয়তো ভালো লাগতো। ছোট পিচ্চিটা অনেক কিউট লাগছে। বসন্তের সাজে পুরো পরিবেশে সেজে উঠলেও মনের রঙ যে হারিয়ে গেছে

 4 months ago 

কি যে বলেন ভাইয়া শাড়ি পড়ে কোথাও যাব এটা ভাবতেই পারি না 🤣🤣। তবে পিচ্চিটাকে দেখতে সত্যি অনেক ভালো লেগেছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 4 months ago 

বসন্তের আগমন আর ভালবাসা দিবসের মধ্য দিয়ে বেশ সুন্দর দিন অতিবাহিত করছে অনেক মানুষ। ঠিক তেমনি একটি বাস্তব অনুভূতি আর ভালোলাগা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো আমার। তবে বলতে পারি প্রয়োজনের কাজে কলেজে গিয়ে কিন্তু বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন।

 4 months ago 

সত্যি ভাইয়া হঠাৎ করে কলেজে গিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছি। আর সবাইকে দেখে অনেক ভালো লেগেছে।

 4 months ago 

বেশিরভাগ মানুষ কিন্তু বসন্তের আগমনে ভালো কিছু মুহূর্ত অতিবাহিত করেছে। আর সবার অনুভূতি অনেক বেশি সুন্দর ছিল মনে হচ্ছে। প্রত্যেকটা মেয়ে শাড়ি পড়েছে আর সবাইকেই শাড়িতে খুবই দারুণ লাগতেছে। ছোট্ট মেয়েটা কেউ কিন্তু সত্যি খুব সুন্দর লাগতেছে। আপনি পারমিশন নিয়ে তার ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লেগেছে। বসন্ত উপলক্ষে সুন্দর একটা আয়োজন করা হয়েছে দেখে ভালো লেগেছে। সব মিলিয়ে আপনার আজকের এই পোস্টটা আমার কাছে খুব ভালো লাগলো।

 4 months ago 

এতদিনে জানতাম শুধু ছেলেরাই লাল আর হলুদ পরী বলে সম্বোধন করে কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে জানলাম মেয়েরাও মেয়েদেরকে লাল আর হলুদ পরী বলে সম্বোধন করে হা হা হা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বসন্ত উৎসবে গিয়ে দেখছি ভালো সময় অতিবাহিত করেছিলেন। আর ছোট্ট বাবুটার অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন তার অনুমতি নিয়ে। ছোট্ট বাবুটা শাড়ি পড়ার কারণে এবং মাথায় গাজরা পড়ার কারণে তাকে খুব কিউট লাগতেছে। চারপাশ থেকে আপনি অনেক সুন্দর সুন্দর করে বেশ কয়েকটা ফটোগ্রাফি করেছেন দেখে আমার কাছে পুরোটা অসম্ভব ভালো লেগেছে। এত সুন্দর করে পুরোটা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

চারদিকে চলছে বসন্তের আমেজ। তবে আমাকে কেন জানি এসব কিছু টানে না। হয়তো আমার নিজের মনটাই এমন। তবে বসন্তের আমেজে ‍শুধু আপনার কলেজ নয় সমস্ত দেশ সেজেছিল সেদিন। যেগুলো দেখার সুযোগ আমার হয়নি। তবে আজ আপনার পোস্ট থেকে কিছুটা আমেজ নিজেও নিলাম। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

কলেজে দরকারী কাজে গিয়ে তো দেখছি চমৎকার সময় কাটিয়েছেন আপু। চারিদিকে হলুদ আর লাল শাড়ি পরা পরীদের দেখে ভীষণ ভালো লাগলো। বসন্ত উৎসব দেখতে আসলেই খুব ভালো লাগে। অনুমতি নিয়ে বাচ্চা মেয়েটির ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন আপু। বাচ্চা মেয়েটিকে দেখতে বেশ কিউট লাগছে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম আপু। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66117.27
ETH 3560.84
USDT 1.00
SBD 3.12