আর্ট-গোধূলি বেলার পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। তাই তো আজকে আমি গোধূলি বেলার একটি পেইন্টিং সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


গোধূলি বেলার পেইন্টিং:

IMG_20231120_103208.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য দেখে অনেক ভালো লাগে। আর প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য যদি রং তুলিতে তুলে ধরে যায় তাহলে অনেক ভালো লাগে। যদিও প্রকৃতির শেষ সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। তবুও মাঝে মাঝে রং তুলি নিয়ে বসে পড়ি প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার জন্য। গোধূলি বেলায় প্রকৃতি নতুন ভাবে সেজে ওঠে। প্রকৃতির সেই সুন্দর রূপ দেখতে অনেক ভালো লাগে। তাইতো প্রকৃতির সেই সৌন্দর্য তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টায় আজকের এই পেইন্টিং উপস্থাপন করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি গোধূলি বেলার পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20231119162314.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20231119162706.jpg
Device-OPPO-A15
IMG20231119162717.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলার সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে আমি কমলা রঙের ব্যবহার করেছি এবং উপরের দিকের অংশ সুন্দর করে অঙ্কন করেছি।


ধাপ-২

IMG20231119162822.jpg
Device-OPPO-A15
IMG20231119162825.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য নিচের দিকে কমলা রঙ এবং হলুদ রঙের মিশ্রণে সম্পূর্ণ অংশ সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20231119163040.jpg
Device-OPPO-A15
IMG20231119163142.jpg
Device-OPPO-A15


এবার আমি পেন্সিল দিয়ে সুন্দর একটি গোল বৃত্ত অঙ্কন করেছি এবং সাদা রং দিয়ে সুন্দর একটি সূর্য অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20231119163232.jpg
Device-OPPO-A15
IMG20231119163309.jpg
Device-OPPO-A15


সুন্দর ভাবে সূর্যটি অঙ্কন করেছি এবং পেন্সিল দিয়ে আরো কিছু অংশ অঙ্কন করেছি।


ধাপ-৫

IMG20231119163427.jpg
Device-OPPO-A15
IMG20231119163547.jpg
Device-OPPO-A15


এবার কালো কালীর ব্যবহার করে গাছের প্রতিচ্ছবি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20231119163551.jpg
Device-OPPO-A15
IMG20231119163625.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে নারিকেল গাছের পাতা গুলো অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20231119163848.jpg
Device-OPPO-A15
IMG20231119164129.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সুন্দরভাবে সবগুলো গাছে পাতা অঙ্কন করেছি এবং এই পেইন্টিং সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20231119164303.jpg
Device-OPPO-A15
IMG20231119164416.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে সুন্দর করে বেড়া তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20231119164552.jpg
Device-OPPO-A15
IMG_20231127_180115.jpg
Device-OPPO-A15


এবার দূরের কিছু অঞ্চল সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর ঘাস অঙ্কনের মাধ্যমে এই পেইন্টিং সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20231127_180651.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলার পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে গোধূলির সৌন্দর্য উপস্থাপন করতে ভালো লেগেছে। যদিও ভালো পেইন্টিং করতে পারিনা। তবে মনের কল্পনায় অনেক সময় প্রকৃতির সৌন্দর্য এসে ভিড় করে। সেই সৌন্দর্য সবার মাঝে উপস্থাপন করতে আমার বেশ ভালো লাগে। গোধূলি বেলার পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে এই পেইন্টিং করতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 9 months ago 

আপু আপনার গোধূলি বেলার পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে। আসলে গোধূলি বেলার সৌন্দর্য অন্যরকম হয়ে থাকে, যা আপনি আপনার রং তুলি দিয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। গাছগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি গাছ এবং প্রকৃতি সুন্দর করে উপস্থাপন করার। অনেক অনেক ধন্যবাদ আপু।

 9 months ago 

গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য দেখতে আমারও খুব ভালো লাগে। আপনার পেইন্টিং গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি সবসময় অসাধারণ অসাধারণ পেইন্টিং করেন। আজকেও অসাধারন একটি পেইন্টিং করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 9 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ভালো লাগে জেনে সত্যি ভালো লাগলো আপু। মন্তব্য প্রকাশের মাধ্যমে উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 9 months ago 

আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। গোধূলি বেলার চমৎকার আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম,। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি মাঝে মাঝে নিজের মতো করে আর্ট করার চেষ্টা করি।

 9 months ago 

ঠিক বলেছেন আপু প্রকৃতির অপরুপ সৌন্দর্য রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা যায় না।তবুও আমরা চেস্টা করি প্রকৃতির রুপ রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে।যেহেতু আমরা প্রকৃতি পছন্দ করি। বেশ সুন্দর এঁকেছেন গোধুলী বেলার সৌন্দর্য। রংগুলোও বেশ ভালো সিলেক্ট করেছেন। তাই দৃশ্যটি বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 9 months ago 

ঠিক বলেছেন আপু রং তুলির ছোঁয়ায় সুন্দর ভাবে প্রকৃতির দৃশ্য পেইন্টিং করতে আমার ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে নিজের মন্তব্য প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 9 months ago 

আপু আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনার আর্ট গুলো দেখলে মন প্রাণ জুড়ে যায়। আজ ও আপনি চমৎকার একটি গোধূলি বেলার পেইন্টিং আর্ট করেছেন। সত্যি নারকেল গাছের দৃশ্য দেখতে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর গোধূলি বেলার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 9 months ago 

আপু আপনার পেইন্টিং গুলো সব সময়ই ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। গোধূলি বেলার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 9 months ago 

আমার পেইন্টিং গুলো আপনার সব সময় ভালো লাগে জেনে সত্যি ভালো লাগলো ভাইয়া। আর আপনাদের মন্তব্যগুলো পড়ে আমার ভালো লাগে।

 9 months ago 

গোধূলি বেলার পেইন্টিংটি চমৎকার এঁকেছেন আপু।আপনি রঙতুলির ছোঁয়ায় খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। আমার কাছে এমন গোধূলি বেলার দৃশ্য ভীষণ ভালো লাগে। আপনার উপস্থাপনা ও দারুন ছিল।ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করা জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। আমার এই দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 9 months ago 

ঠিক বলেছেন আপু প্রকৃতির সৌন্দর্য রং তুলিতে তুলে ধরতে পারলে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য রং তুলে ছোঁয়ায় তুলে ধরতে ভালো লাগে। আর রঙের ছোঁয়ায় এই প্রকৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 9 months ago 

গোধূলি বেলার খুব সুন্দর একটি আর্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্ট দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। যেখানে গাছের দৃশ্য সূর্যের দৃশ্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই চিত্রের মাঝে। আর্ট এর প্রত্যেকটা স্টেপ আপনি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন আপু। খুবই ভালো লাগলো আমার।

 9 months ago 

গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। আমার দক্ষতা আপনার ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভালো লাগলো।

 9 months ago 

গোধূলি বিকেলের অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এর পেইন্টিং করেছেন।
দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
চিত্রের দিকে তাকালে মনে হচ্ছে যেন আমি কোন পাহাড় ঘেরা নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছি। কালার কম্বিনেশন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54260.52
ETH 2284.10
USDT 1.00
SBD 2.30