আর্ট-নদীর পাড়ের দৃশ্য অঙ্কন||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। তবে অনেকদিন পর কালকে পেইন্টিং করতে বসেছিলাম। আর নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করছি এই পেইন্টিং সবার ভালো লাগবে।


নদীর পাড়ের দৃশ্য অঙ্কন:

IMG_20231018_005129.jpg
Device-OPPO-A15


নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করতে ভালো লাগে। আর এই দৃশ্য সবার মাঝে উপস্থাপন করার জন্য রং তুলি নিয়ে বসে পড়েছিলাম। যদিও ভালো পেইন্টিং করতে পারি না। তবে মাঝে মাঝে রং তুলির ছোঁয়ায় প্রকৃতির দৃশ্য পেইন্টিং করতে ভালো লাগে। আর প্রকৃতির সেই সৌন্দর্য সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। নদীর পাড়ের প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। তাইতো আমি নদীর পাশের দৃশ্য রং তুলির মাধ্যমে পেইন্টিং করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20231017150953.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20231017151241.jpg
Device-OPPO-A15
IMG20231017151253.jpg
Device-OPPO-A15


নদীর পাড়ের দৃশ্য পেইন্টিং করার জন্য প্রথমে হালকা ভাবে রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20231017151338.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিল দিয়ে সুন্দর করে অঙ্কন নেওয়ার চেষ্টা করেছি। যাতে নদীর সৌন্দর্য এবং আকাশের সৌন্দর্য দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20231017151508.jpg
Device-OPPO-A15
IMG20231017151558.jpg
Device-OPPO-A15


এবার আকাশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সাদা রঙের ব্যবহার করার চেষ্টা করেছি। এরপর ধীরে ধীরে আকাশের অংশ আরও বেশি সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20231017151647.jpg
Device-OPPO-A15
IMG20231017151716.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে পেইন্টিং করার জন্য দূরের পাহাড় অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20231017151755.jpg
Device-OPPO-A15
IMG20231017151851.jpg
Device-OPPO-A15


পাহাড়ের অংশ সুন্দর করে অঙ্কন করা হয়ে গেলে এবার নদীর দিকের অংশ সুন্দর করে সাদা এবং নীল রঙের মিশ্রণে অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20231017152027.jpg
Device-OPPO-A15
IMG20231017152253.jpg
Device-OPPO-A15


এবার সাদা মেঘগুলো আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি। এরপর নিচের দিকে কালো রংয়ের ব্যবহার করেছি এবং সুন্দর করে পেইন্টিং করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20231017152404.jpg
Device-OPPO-A15
IMG20231017152549.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য একটি গাছ অঙ্কন করার চেষ্টা করেছি এবং গাছের ডালপালা অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20231017152622.jpg
Device-OPPO-A15
IMG20231017152842.jpg
Device-OPPO-A15


এবার গাছের পাতাগুলো সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20231017152902.jpg
Device-OPPO-A15
IMG_20231018_005642.jpg
Device-OPPO-A15


আমার এই পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য নিচের দিকে ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি এবং অন্যান্য অংশ সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20231018_004555.jpg
Device-OPPO-A15


নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাইতো পেইন্টিংয়ের মাধ্যমে এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রকৃতির সৌন্দর্য হয়তো সেভাবে তুলে ধরা যায় না। তবে সেই সৌন্দর্যের কথা উপলব্ধি করেই এই পেইন্টিং করার চেষ্টা করেছি। প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা সব সময় মুগ্ধ হই। তাই তো প্রকৃতির সৌন্দর্য আমাদের ভালো লাগে। আশা করছি এই পেইন্টিং সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

নদীর পারসহ নদীর পাড়ে সামনে একটি গাছের দারুন দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন আপু। আপনার এই সুন্দর আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি গাছের দৃশ্যটা বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে আপনার দৃশ্যের মাঝে।

 last year 

নদীর পাড়ের অসাধারণ সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপনি। বিশেষ করে গাছের চিত্র অঙ্কনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নদীর পাড়ে দণ্ডায়মান গাছের চিত্র অঙ্কন সহ নদীর পাড়ের প্রাকৃতিক পরিবেশের চমৎকার একটি চিত্র অঙ্কনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

নদীর পাড়ে খুব সুন্দর দৃশ্য আর্ট করেছেন। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। আর্টের কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার দৃশ্য অঙ্কন দেখতে দেখতে আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। আর একজন ফ্যান কে যেন কি করে মুগ্ধ করতে হয়? যাই হোক এই নদী যদি পেইন্টিং না হয়ে সত্যি হতো তাহলে আমি এখনই হাটতে শুরু করতাম। জাস্ট অসাধারন হয়েছে আপনার নদীর পারের পেইন্টিং। শুভ কামনা রইল।

 last year 

আপু আপনার পেইন্টিং গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর নদীর পাড়ের দৃশ্যের পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে যা দেখতে খুব দারুণ লাগছে। গাছটা যেমন সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি নদীর দৃশ্যটাও সুন্দর করে অঙ্কন করা হয়েছে দেখছি। সত্যি আপনার পেইন্টিং এর প্রশংসা না করে থাকা যায় না আপু।

 last year 

রং তুলি দিয়ে পেইন্টিং করতে আমি খুবই পছন্দ করি। আর আমার কাছে রং তুলে দিয়ে অঙ্কন করা পেইন্টিং গুলো দেখতে তো আরো ভালো লাগে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন। নদীর পাড়ের দৃশ্য অংকন দেখে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। আর গাছটা অনেক সুন্দর করে অঙ্কন করেছেন আপনি, যেটা অসম্ভব দারুন ছিল।

 last year 

বাস্তবিক জীবনে নদীর পাড়ের দৃশ্য যেমন উপভোগ করতে ভালো লাগে তেমনি আপনাদের করা চিত্র অংকন গুলো সে বিষয়টি উপলব্ধি করায়। অনেক সুন্দর করে চিত্র অঙ্কন করে থাকেন যেটা আপনার অনেক বড় ক্রিয়েটিভিটি। ভালো লাগলো আজকের নদীর পাড়ের দৃশ্য অংকন খুবই সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 last year 

রং তুলি দিয়ে নদীর পাড়ের বেশ চমৎকার একটি আর্ট তৈরি করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এগুলো তৈরি করতে একটু সময় এবং ধৈর্য লাগে। অনেক ভালো লাগলো আপু আপনার আর্ট দেখে ধন্যবাদ।

 last year 

নদীর পাড়েই একটি গাছ রয়েছে যেটা খুবই চমৎকার লাগছে তাছাড়া উপরের নীল আকাশটা এই সৌন্দর্যটা আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছে। অসাধারণ এই আর্ট কিভাবে অঙ্কন করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

নদীর পাড়ের দৃশ্য অঙ্কন দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই দৃশ্যটি অসাধারণ ছিলো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63