আর্ট-ঝর্ণার সৌন্দর্য পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। এই পেইন্টিং কয়েকদিন আগে করেছিলাম। আর আজকে যখন ভাবছিলাম কি পোস্ট করবো তখন হঠাৎ করেই মনে হলো ঝর্ণার সৌন্দর্য পেইন্টিং শেয়ার করি। গতকালরাত থেকে আমি ভীষণ অসুস্থ। জ্বর, মাথা ব্যথায় কোন কিছুই ভালো লাগছে না। নিজের কাজগুলো ঠিকমতো করতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে। যেহেতু পোস্ট করতেই হবে তাই ভাবলাম আগে থেকে করে রাখা ঝর্ণার পেইন্টিং সবার মাঝে শেয়ার করি। আশা করছি সবার ভালো লাগবে।


ঝর্ণার সৌন্দর্য পেইন্টিং:

IMG_20240624_135708.jpg
Device-OPPO-A15


প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। ঝর্ণা আমার খুবই প্রিয়। ছোটবেলায় যখন রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে থাকার সুযোগ হয়েছিল তখন ঝর্ণা দেখার সুযোগ হয়েছিল। এছাড়া যেহেতু এক বছরের মত বান্দরবান থাকার সুযোগ হয়েছিল তাই ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়েছিল। বড় হওয়ার সাথে সাথে সেই সৌন্দর্য হয়তো ভুলতে বসেছি। তবে মনের কোণে কোথাও যেন একটা ভালো লাগা রয়েই গেছে। তাই আজকে আমি সুন্দর একটি ঝর্ণার পেইন্টিং সবার মাঝে উপস্থাপন করেছি। ঝর্ণার সৌন্দর্য পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20240621115005.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240621115404.jpg
Device-OPPO-A15
IMG_20240625_131959.jpg
Device-OPPO-A15


ঝর্ণার পেইন্টিং করার জন্য প্রথমে আকাশী রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240621115645.jpg
Device-OPPO-A15
IMG20240621120204.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে রঙের ব্যবহার করার চেষ্টা করেছি। এরপর এই পেইন্টিং সুন্দর করার চেষ্টা নিয়েছি।


ধাপ-৩

IMG20240621120655.jpg
Device-OPPO-A15
IMG20240621121609.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কালো রঙের ব্যবহার করেছি। আর এই পেইন্টিং সুন্দর করার চেষ্টা করেছি। এবার এক পাশে একটি চাঁদ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240621121701.jpg
Device-OPPO-A15
IMG20240621122142.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে নদীর মতো অংশ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240621122726.jpg
Device-OPPO-A15
IMG20240621123809.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার চেষ্টা করেছি এবং সবুজ অংশ অঙ্কন করেছি। পাহাড়ের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর সাদা রংয়ের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240621124203.jpg
Device-OPPO-A15
IMG_20240625_132251.jpg
Device-OPPO-A15


সাদা রংয়ের ব্যবহার করে ঝর্না সুন্দর করে অঙ্কন করেছি। এরপর নিচের দিকে সাদা রংয়ের ব্যবহার করে ঝর্ণার পানি গুলো সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG_20240625_132215.jpg
Device-OPPO-A15
IMG_20240625_141729.jpg
Device-OPPO-A15


এবার ছোট ছোট কিছু সাদা ফুল অঙ্কন করেছি। যাতে করে এই পেইন্টিং দেখতে ভালো লাগে। এরপর অন্যান্য অংশগুলো সুন্দর করে উপস্থাপন করেছি।


উপস্থাপনা:

IMG_20240621_130701.jpg
Device-OPPO-A15


ঝর্ণা হলো প্রকৃতির অপরূপ সৃষ্টি। ঝর্ণার সৌন্দর্য হয়তো সেভাবে রং তুলির মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তবে নিজের মতো করে এই পেইন্টিং করার চেষ্টা করেছি। ঝর্ণার অপরূপ সৌন্দর্য আর সুন্দর একটি দৃশ্য রঙের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই পেইন্টিং গুলো করতে আমার খুবই ভালো লাগে। আর যেহেতু অনেকদিন আগে এই পেইন্টিং করেছিলাম তাই অসুস্থতার মাঝেও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 16 days ago 

বাহ, আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। পাহাড়ের একপাশে সবুজ ঘাস তার মধ্যে সাদা ফুল তার পাশে ঝর্ণার পানি বইছে জাস্ট অসাধারণ । প্রকৃতির খুবই সুন্দর একটি দৃশ্য আছে আপনি আমাদের মাঝে আর্ট এর মাধ্যমে তুলে ধরেছেন। দেখে সত্যি খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 15 days ago 

পাহাড়ের একপাশে সবুজ ঘাস আর সাদা ফুল দিয়ে সুন্দর একটি দৃশ্য তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 16 days ago 

পাহাড় নদীর জল,আকাশে চাঁদ তাঁরা, পাহাড়ি ঘাস ফুল ও ঝরনা অসাধারণ আর্ট করেছেন আপু।ভীষণ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে আপনি।ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 16 days ago 

খুবই চমৎকার ভাবে আপনি একটি ঝর্ণার পেইন্টিং করেছেন। আসলে যে কোন প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আপনি অসাধারণ একটি ঝর্ণার পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর পেন্টিং এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, বেশ ভালো লাগলো আপনার পেইন্টিংটি।

 15 days ago 

ঝর্ণার সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। তাই তো আমি নিজের মতো করে এই পেইন্টিং এর সৌন্দর্য ফুটিয়ে তুলেছি ভাইয়া।

 16 days ago 

ঠিক বলেছেন প্রকৃতি ভালবাসে না এমন ব্যাক্তি খুঁজে পাওয়া কঠিন।তবে তাদের পছন্দের জিনিস ভিন্ন হতে পারে। আপনার আঁকা ঝর্নার দৃশ্যটি বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দৃশ্যটি। সুন্দর একটি দৃশ্য আঁকার ধাপগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 15 days ago 

সত্যি আপু আমরা সবাই প্রকৃতি অনেক ভালোবাসি। আর প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই এই সুন্দর দৃশ্যটি অঙ্কন করেছি।

 16 days ago 

দারুন করেছেন আপু ঝর্ণার পেইন্টিং। সত্যি শুনে খারাপ লাগলো আপনি অনেক অসুস্থ। তারপরও আপনি কমিউনিটির কাজগুলো করার চেষ্টা করতেছেন খুব ভালো লাগলো শুনে। আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। বরাবরের মতই আজকের পেইন্টিং টা আমার কাছে বেশ ভালো লেগেছে।

 15 days ago 

গতকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই। জ্বর সর্দিতে অবস্থা খারাপ। তবুও চেষ্টা করছি নিজের কাজগুলো করার। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 16 days ago 

আপনার প্রস্তুত করা পেইন্টিং গুলো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকের পেইন্টিংটিও তার ব্যতিক্রম নয়।
আজকের পেইন্টিং এর মাধ্যমে সবুজ প্রকৃতি সেই সাথে ঝর্ণা সৌন্দর্য দারুন ভাবে তুলে ধরেছেন।
কালার কম্বিনেশন টা বেশ দারুন ফুটেছে।
চিত্র প্রস্তুতির ধাপ গুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 15 days ago 

আমার পেইন্টিং গুলো আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। চেষ্টা করেছি সবুজ প্রকৃতি আর ঝর্ণার সৌন্দর্য উপস্থাপন করার।

 16 days ago 

অসাধারণ একটা চিত্র অংকন আপনি আমাদের মাঝে শেয়ার৷ করেছেন। খুবই চমৎকার হয়েছে আপনার করা অংকন টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 15 days ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি নিজের মতো করে একটি পেইন্টিং করার। আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো।

 16 days ago 

বাহ্,সুন্দর তো।কালার কম্বিনেশন টা বেশ ভালো হয়েছে। ঝর্নার সৌন্দর্য বেশ ভালো ভাবে ফুটিয়ে তোলেছেন।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 15 days ago 

আমার পেইন্টিং এর কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

 16 days ago 

চমৎকার সুন্দর পেইন্টিং করেছেন আপু।পাহাড় পাহাড়ের ধারে ঘাসফুল,ঝরনা,নদীর জল,আকাশে চাঁদ ও তারা সব মিলিয়ে অসাধারণ সুন্দর পেইন্টিং আপু।ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।

 15 days ago 

পাহাড় দেখতে যেমন ভালো লাগে তেমনি পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়া ঝর্ণা লতাপাতা সব কিছুই দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু উৎসাহ দেওয়ার জন্য।

 16 days ago 

ঝর্ণার সৌন্দর্য পেইন্টিংটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে পেইন্টিংটি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার করা পেইন্টিংটি আমার অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 15 days ago 

ঝর্ণার সৌন্দর্য পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। চেষ্টা করেছি প্রতিটি ধাপ উপস্থাপন করার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58006.10
ETH 3098.72
USDT 1.00
SBD 2.43